হাওড়া, 21 জানুয়ারি: স্টেশনের উন্নয়ন মূলক কাজের জন্য বাতিল একগুচ্ছ ট্রেন (Multiple Trains Canceled on South Eastern Rail) ৷ দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর বিভাগের নেকুরসানি স্টেশনে শুরু হচ্ছে উন্নয়নের কাজ ৷ তার জেরেই আগামী 29 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ৷ নারায়ণগড়-ভদ্রক তৃতীয় লাইনেও কাজ শুরু হবে, ফলে এই লাইনেও ট্রেন পরিষেবা ব্যাহত হবে বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ।
এক নজরে দেখে নিন বাতল হওয়া ট্রেনের তালিকা ৷
- 12074/12073 ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস 30 জানুয়ারি বাতিল করা হয়েছে ।
- 12278/12277 পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস 30 জানুয়ারি ও 2 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷
- 18046 হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস 29 জানুয়ারি, 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ।
- 18045 শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস 30 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ।
- 18043/18044 হাওড়া-ভদ্রক হাওড়া এক্সপ্রেস 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ।
- 12821/12820 শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
- 22836 পুরী-শালিমার এক্সপ্রেস 31 জানুয়ারি বাতিল করা হয়েছে ।
- 22835 শালিমার-পুরী এক্সপ্রেস 1 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ।
- 12882 পুরী-শালিমার গরিব রথ এক্সপ্রেস 1 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ।
- 12881 শালিমার-পুরী গরিব রথ এক্সপ্রেস 2 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ।
- 08017/08018 খড়্গপুর-বালসর-খড়্গপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
- 18007 শালিমার-ভাঁজপুর এক্সপ্রেস 1 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
- 18008 ভাঁজপুর-শালিমার এক্সপ্রেস 2 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন : বনগাঁ লাইনে কাজ চলার জন্য 4 দিন বাতিল বেশ কিছু লোকাল ট্রেন
08061/08060 হাওড়া-জলেশ্বর-হাওড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল 1 ফেব্রুয়ারি ও 2 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
এছাড়াও, 18038 জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর এক্সপ্রেস জাজপুর ছেড়ে কেওনঝড় রোড 30 জানুয়ারি দাঁতন স্টেশনে যাত্রা শেষ করবে।
18022 খুড়দা রোড-খড়্গপুর এক্সপ্রেস 31 জানুয়ারি খুড়দা রোড ছেড়ে দাঁতন স্টেশনে যাত্রা শেষ করবে । 12881 শালিমার-পুরী গরিব রথ এক্সপ্রেস 31 জানুয়ারি শালিমার থেকে রাত্রি 8:45 মিনিটের পরিবর্তে রাত 9.45 মিনিটে ছাড়বে ।