ETV Bharat / state

Anish Khan Death Case : আনিশের বাড়িতে কামদুনির প্রতিবাদী মৌসুমী ও টুম্পা - Mousumi and Tumpa Kayal Meet with Anish Khan Father

আনিশ খানের বাবার সঙ্গে দেখা করলেন কামদুনির প্রতিবাদী মৌসুমী এবং টুম্পা কয়াল (Mousumi and Tumpa Kayal Meet with Anish Khan Father) ৷ তাঁরা পরিবারের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মৌসুমী এবং টুম্পা ৷

mousumi-and-tumpa-kayal-meet-with-anish-khan-father
mousumi-and-tumpa-kayal-meet-with-anish-khan-father
author img

By

Published : Feb 23, 2022, 5:51 PM IST

আমতা, 23 ফেব্রুয়ারি : আনিশ খানের বাড়িতে কামদুনির মৌসুমী এবং টুম্পা কয়াল (Mousumi and Tumpa Kayal Meet with Anish Khan Father) ৷ সঙ্গে ছিলেন বামপন্থী অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এবং বাদশা মৈত্র ৷ আনিশ হত্যাকাণ্ডে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তাঁরা ৷ আনিশের মৃত্যুর পর চারদিন পেরিয়ে গিয়েছে ৷ এই চারদিনে আমকার সারদাপল্লির খাঁ পাড়ায় বহু নামী লোকজনের আনাগোনা লেগেই রয়েছে ৷ তেমনি আজ দুপুরে আনিশের পরিবারের সঙ্গে দেখা করতে যান মৌসুমী এবং টুম্পা ৷ প্রসঙ্গত, আজ বিকেল চারটে নাগাদ রাজ্য প্রশাসনের তরফে আনিশ হত্যাকাণ্ডে পুলিশের জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়েছে রাজ্য পুলিশের ডিজি ৷

তার আগে বুধবার দুপুরে আনিশের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন কামদুনির দুই প্রতিবাদী মুখ মৌসুমী এবং টুম্পা ৷ জানা গিয়েছে, তাঁরা সালেম খানের শরীর সম্পর্কেও খোঁজ নেন ৷ ঘটনা প্রসঙ্গে বাদশা মৈত্র দাবি করেন, দু-একজনকে সাসপেন্ড করে কোনও লাভ নেই ৷ বরং যাঁরা ঘটনার দিন এসেছিল এবং যাঁরা তাঁদের পাঠিয়েছিল ৷ তাঁদের সবার নাম প্রকাশ্যে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই একমাত্র সমাধান ৷

আনিশের বাড়িতে কামদুনির প্রতিবাদী মৌসুমী এবং টুম্পা

আরও পড়ুন : Mamata on Anish Khan Death Case : আনিশ-কাণ্ডে দু’জন পুলিশ কর্মী গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী

তবে, এ দিন বিকেলে ভবনী ভবন থেকে রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক বৈঠক করে জানান, হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে ৷ আর এই ঘটনায় পুলিশের যোগসূত্র পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি আর 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি ৷

আমতা, 23 ফেব্রুয়ারি : আনিশ খানের বাড়িতে কামদুনির মৌসুমী এবং টুম্পা কয়াল (Mousumi and Tumpa Kayal Meet with Anish Khan Father) ৷ সঙ্গে ছিলেন বামপন্থী অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এবং বাদশা মৈত্র ৷ আনিশ হত্যাকাণ্ডে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তাঁরা ৷ আনিশের মৃত্যুর পর চারদিন পেরিয়ে গিয়েছে ৷ এই চারদিনে আমকার সারদাপল্লির খাঁ পাড়ায় বহু নামী লোকজনের আনাগোনা লেগেই রয়েছে ৷ তেমনি আজ দুপুরে আনিশের পরিবারের সঙ্গে দেখা করতে যান মৌসুমী এবং টুম্পা ৷ প্রসঙ্গত, আজ বিকেল চারটে নাগাদ রাজ্য প্রশাসনের তরফে আনিশ হত্যাকাণ্ডে পুলিশের জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়েছে রাজ্য পুলিশের ডিজি ৷

তার আগে বুধবার দুপুরে আনিশের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন কামদুনির দুই প্রতিবাদী মুখ মৌসুমী এবং টুম্পা ৷ জানা গিয়েছে, তাঁরা সালেম খানের শরীর সম্পর্কেও খোঁজ নেন ৷ ঘটনা প্রসঙ্গে বাদশা মৈত্র দাবি করেন, দু-একজনকে সাসপেন্ড করে কোনও লাভ নেই ৷ বরং যাঁরা ঘটনার দিন এসেছিল এবং যাঁরা তাঁদের পাঠিয়েছিল ৷ তাঁদের সবার নাম প্রকাশ্যে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই একমাত্র সমাধান ৷

আনিশের বাড়িতে কামদুনির প্রতিবাদী মৌসুমী এবং টুম্পা

আরও পড়ুন : Mamata on Anish Khan Death Case : আনিশ-কাণ্ডে দু’জন পুলিশ কর্মী গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী

তবে, এ দিন বিকেলে ভবনী ভবন থেকে রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক বৈঠক করে জানান, হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে ৷ আর এই ঘটনায় পুলিশের যোগসূত্র পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি আর 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.