ETV Bharat / state

কোরোনা রুখতে মসজিদে নমাজ বন্ধ করল হাওড়ার দুই মসজিদ - বন্ধ হল দুই মসজিদ

কোরোনার জেরে ভিড় এড়াতে রাস্তায় নমাজ পড়া বন্ধ করল হাওড়ার দুই মসজিদ । নমাজ পড়া বন্ধ হল মসজিদের ভিতরেও ।

corona
কোরোনা রুখতে মসজিদে নমাজ বন্ধ করল হাওড়ার দুই মসজিদ
author img

By

Published : Mar 27, 2020, 10:26 PM IST

হাওড়া, 27 মার্চ : কোরোনা রুখতে রাস্তা নমাজ বন্ধের সিদ্ধান্ত নিল ডোমজুড়ের বাঁকড়া মসজিদ কমিটি ও বাল্টিকুড়ির জামে মসজিদ কমিটি । শুধু রাস্তা নয়, মসজিদের ভিতরেও নমাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা ।

কোরোনা সংক্রমণ রুখতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার । কোরোনার চেইন ভাঙতে এই মুহূর্তে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ । চিকিৎসকরা জানাচ্ছেন ভারতের ক্ষেত্রে আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ সময় । তাই জোরকদমে চলছে কোরোনার সতর্কতার প্রচার । কিন্তু এরই মাঝে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে সরকারের নির্দেশ অমান্য করেই চলছে জমায়েত । আজ শুক্রবার, জুম্মা বার । প্রত্যেকবারের মতো আজও মসজিদের সামনের রাস্তায় ভিড় জমায় মানুষজন । কিন্তু এতে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকায় নমাজ পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিল হাওড়ার দুই মসজিদ ।

মসজিদের ভিতরে নমাজ পড়ার জন্য শুধুমাত্র ইমাম ও 4 জন থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আপাতত লকডাউন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে ।

হাওড়া, 27 মার্চ : কোরোনা রুখতে রাস্তা নমাজ বন্ধের সিদ্ধান্ত নিল ডোমজুড়ের বাঁকড়া মসজিদ কমিটি ও বাল্টিকুড়ির জামে মসজিদ কমিটি । শুধু রাস্তা নয়, মসজিদের ভিতরেও নমাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা ।

কোরোনা সংক্রমণ রুখতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার । কোরোনার চেইন ভাঙতে এই মুহূর্তে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ । চিকিৎসকরা জানাচ্ছেন ভারতের ক্ষেত্রে আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ সময় । তাই জোরকদমে চলছে কোরোনার সতর্কতার প্রচার । কিন্তু এরই মাঝে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে সরকারের নির্দেশ অমান্য করেই চলছে জমায়েত । আজ শুক্রবার, জুম্মা বার । প্রত্যেকবারের মতো আজও মসজিদের সামনের রাস্তায় ভিড় জমায় মানুষজন । কিন্তু এতে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকায় নমাজ পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিল হাওড়ার দুই মসজিদ ।

মসজিদের ভিতরে নমাজ পড়ার জন্য শুধুমাত্র ইমাম ও 4 জন থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আপাতত লকডাউন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.