হাওড়া, 20 জানুয়ারি : হাওড়ার বাগনানের বেনাপুর চন্দনাপাড়ার বিজেপি নেতা কিঙ্কর মাঝিকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত পরিতোষ মাঝিকে 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিল উলুবেড়িয়া মহকুমা আদালত ৷ অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে গুলি করে হত্য়া করেছে ৷ সেই ঘটনায় দুই অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ পরিতোষ মাঝিকে আদালতে তোলা হয় ৷
আরও পড়ুন : হাওড়ায় তৃণমূলের মিছিলে অনুপস্থিত রাজীব-বৈশালি, কটাক্ষ অরূপের
গত 23 অক্টোবর দুর্গা পুজোর অষ্টমীর দিন বাড়ির খুব কাছেই কিঙ্কর মাঝিকে গুলি করে দুষ্কৃতীরা ৷ তবে, 28 অক্টোবর কলকাতার হাসপাতালে মৃত্য়ু হয় কিঙ্কর মাঝির ৷ সেই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাগনান ৷ ধর্মঘট, মিছিল, পালটা মিছিলে বাগনানের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ বিজেপির দাবি ছিল ঘটনায় অন্য়তম অভিযুক্ত পরিতোষ মাঝিকে গ্রেপ্তার করতে হবে ৷ তবে, পরিতোষ মাঝি দীর্ঘদিন ফেরার ছিল ৷ গতকাল রাতে পুলিশ পরিতোষ মাঝিকে বাগনান থেকে গ্রেপ্তার করে ৷ বুধবার রাতেই তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে, বিচারক তাকে 14 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ৷