হাওড়া, 27 জানুয়ারি: লোকাল ট্রেন পরিষেবা বিঘ্ন হতে চলেছে শনি ও রবিবার (Eastern Railway Local Service Disrupted)৷ বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্বরেল । শিয়ালদা (দক্ষিণ) আপ লাইনের বালিগঞ্জ শাখাতে পার্কসার্কাস স্টেশনে ফুটওভার ব্রিজ তৈরির জন্য শনিবার ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করল পূর্বরেল ।
শনিবার বাতিল হওয়া লোকাল ট্রেন :
বজবজ থেকে ডাউন 34164/আপ 34163
ডায়মন্ড হারবার থেকে ডাউন 34858/আপ 34857
লক্ষ্মীকান্তপুর থেকে ডাউন 34752/আপ 34757
ক্যানিং থেকে ডাউন 34552/আপ 34557
রবিবার বাতিল হওয়া লোকাল ট্রেন :
বজবজ থেকে ডাউন 34114/আপ 34113
সোনারপুর থেকে ডাউন 34412/আপ 34411
ক্যানিং থেকে ডাউন 34354/আপ 34511
লক্ষ্মীকান্তপুর থেকে ডাউন 34714, 34718/আপ 34711, 34715
বারুইপুর থেকে ডাউন 34612/আপ 34611
ডায়মন্ড হারবার থেকে ডাউন 34818/আপ 34815
যাত্রাপথ কাটছাঁট হওয়া ট্রেনের তালিকা
শনিবার 34161 বজবজ-শিয়ালদা লোকাল বালিগঞ্জ স্টেশনে এবং 34166 শিয়ালদা-বজবজ লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা করবে । শনিবার 34165 বজবজ-শিয়ালদা লোকাল বালিগঞ্জ স্টেশনে এবং রবিবার 34112 শিয়ালদা-বজবজ লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে । রবিবার 34111 বজবজ-শিয়ালদা লোকাল বালিগঞ্জ স্টেশন এবং 34116 শিয়ালদহ-বজবজ লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা করবে । শনিবার 34859 ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল বালিগঞ্জ স্টেশন এবং 34812 শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা করবে ।
শনিবার 34755 লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল সোনারপুর এবং রবিবার 34712 শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল সোনারপুর থেকে যাত্রা করবে । 34811 ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল বালিগঞ্জ পর্যন্ত এবং রবিবার 34814 শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা করবে । শনিবার 34555 ক্যানিং-শিয়ালদা লোকাল সোনারপুর পর্যন্ত ৷ রবিবার 34813 লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল সোনারপুর পর্যন্ত 34716 শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর সোনারপুর থেকে যাত্রা করবে । রবিবার 34813 ডায়মন্ড হারবার-শিয়ালদা বালিগঞ্জ পর্যন্ত এবং 34816 শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা করবে । রবিবার 34513 সোনারপুর-শিয়ালদা লোকাল বালিগঞ্জ পর্যন্ত এবং 34512 শিয়ালদা-ক্যানিং লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা করবে ।
পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া বিভাগের সোমরাবাজার - বেহুলা স্টেশনে কাজের দরুন লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে ।
29 জানুয়ারি 13465/13466 হাওড়া-মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে ।
রবিবার সফরসূচি বদল হওয়া দূরপাল্লার ট্রেনের তালিকা
13141 আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস শিয়ালদা থেকে সন্ধ্যা 7টায় ছাড়বে পূর্ব নির্ধারিত সময় দুপুর 2:45 মিনিটের বদলে ।
03003 আপ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল হাওড়া থেকে সন্ধ্যা 6:40 মিনিটে ছাড়বে । ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় সূচি ছিল বিকেল 4:05 মিনিটে ৷
যাত্রাপথের পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা
15643 আপ পুরী-কামাখ্যা এক্সপ্রেস (29 জানুয়ারি হাওড়া পৌঁছবে সকাল 7:05 মিনিটে) ব্যান্ডেল-বর্ধমান-রামপুরহাট- নলহাটি-আজিমগঞ্জ হয়ে চলবে । ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান এবং রামপুরহাট থামবে । 02518 ডাউন গুয়াহাটি-কলকাতা গরিব রথ স্পেশাল (29 জানুয়ারি আজিমগঞ্জ পৌঁছবে সকাল 10:23 মিনিটে) আজিমগঞ্জ-নলহাটি-রামপুরহাট-বর্ধমান- ব্যান্ডেল হয়ে চলবে । ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান এবং রামপুরহাট দাঁড়াবে । এছাড়া 37923 ব্যান্ডেল স্টেশন থেকে 20 মিনিট দেরিতে ছাড়বে ।
29 জানুয়ারি রবিবার স্পেশাল ইএমইউ লোকাল সার্ভিস
রবিবার কাটোয়া এবং নবদ্বীপ ধাম লাইনে চার জোড়া ইএমইউ লোকাল চলবে । কাটোয়া-নবদ্বীপ ধাম ইএমইউ স্পেশাল কাটোয়া থেকে সকাল 7:45 মিনিটে, 10:30 মিনিটে, দুপুর 2:45 মিনিটে, বিকেল 5:35 মিনিটে ছাড়বে । ট্রেনগুলো পৌঁছবে যথাক্রমে সকাল 8:30 মিনিটে, বেলা 11:20 মিনিটে, দুপুর 3:30 মিনিটে, সন্ধ্যা 6:20 মিনিটে । নবদ্বীপ ধাম - কাটোয়া ইএমইউ স্পেশাল নবদ্বীপ ধাম থেকে সকাল 9টা, দুপুর 12:05 মিনিটে, 3:50 মিনিটে, সন্ধ্যা 6:50 মিনিটে ছাড়বে । ট্রেনগুলো কাটোয়া স্টেশনে পৌঁছবে যথাক্রমে সকাল 10:05 মিনিটে, দুপুর 1:10 মিনিটে, বিকেল 4:55 মিনিটে, সন্ধ্যা 7:55 মিনিটে ৷
যাত্রীদের অসুবিধার জন্য পূর্বরেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে ।
আরও পড়ুন : নামমাত্র খরচে দক্ষিণ ভারত ভ্রমণ ! সৌজন্যে আইআরসিটিসি