ETV Bharat / state

মুখ্যমন্ত্রী তাঁদের প্রতি মমতা দেখাক : ধৃত বলবিন্দরের স্ত্রী - মনজিন্দর সিং সিরসা

পঞ্জাবের ফরিদকোট জেলা থেকে হাওড়া থানায় আসেন করমজিত কৌর ও তার ছেলে হট প্রীত সিং । সঙ্গে ছিলেন দিল্লি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রতিনিধিরা । কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা জানান, বলবিন্দর এর সঙ্গে দেখা হয়েছে ।

করমজিত কৌর
করমজিত কৌর
author img

By

Published : Oct 14, 2020, 9:50 PM IST

কলকাতা, 14 অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের প্রতি মমতা দেখাক, ন্যায় বিচার দিক । নবান্ন অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং এর সঙ্গে দেখা করতে এসে এমনটাই জানালেন তাঁর স্ত্রী করমজিত কৌর ।

পঞ্জাবের ফরিদকোট জেলা থেকে হাওড়া থানায় আসেন করমজিত কৌর ও তার ছেলে হট প্রীত সিং । সঙ্গে ছিলেন দিল্লি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রতিনিধিরা । কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা জানান, বলবিন্দর এর সঙ্গে দেখা হয়েছে । কথা হয়েছে আধ ঘণ্টা । পুলিশ যা করছে ভুল করছে । পিস্তলের কাগজপত্র পুলিশকে দেওয়া হয়েছে । তারা আইনি লড়াই লড়বেন । তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন BJP বনাম TMC-র লড়াইয়ে যেন বলবিন্দরকে জড়ানো না হয় ।

মুখ্যমন্ত্রী, মমতা দেখাক, ধৃত বলবিন্দরের স্ত্রী

উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির নবান্ন অভিযান এর দিন হাওড়া ময়দানে আগ্নেয়াস্ত্রসহ আটক হয় প্রাক্তন সেনা কর্মী বলবিন্দর সিং । এক BJP নেতার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করেছিলেন তিনি । কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় পাগড়ি খুলে যায় তাঁর । যাকে কেন্দ্র করে উত্তাল হয় দেশীয় রাজনীতি ।

কলকাতা, 14 অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের প্রতি মমতা দেখাক, ন্যায় বিচার দিক । নবান্ন অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং এর সঙ্গে দেখা করতে এসে এমনটাই জানালেন তাঁর স্ত্রী করমজিত কৌর ।

পঞ্জাবের ফরিদকোট জেলা থেকে হাওড়া থানায় আসেন করমজিত কৌর ও তার ছেলে হট প্রীত সিং । সঙ্গে ছিলেন দিল্লি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রতিনিধিরা । কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা জানান, বলবিন্দর এর সঙ্গে দেখা হয়েছে । কথা হয়েছে আধ ঘণ্টা । পুলিশ যা করছে ভুল করছে । পিস্তলের কাগজপত্র পুলিশকে দেওয়া হয়েছে । তারা আইনি লড়াই লড়বেন । তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন BJP বনাম TMC-র লড়াইয়ে যেন বলবিন্দরকে জড়ানো না হয় ।

মুখ্যমন্ত্রী, মমতা দেখাক, ধৃত বলবিন্দরের স্ত্রী

উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির নবান্ন অভিযান এর দিন হাওড়া ময়দানে আগ্নেয়াস্ত্রসহ আটক হয় প্রাক্তন সেনা কর্মী বলবিন্দর সিং । এক BJP নেতার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করেছিলেন তিনি । কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় পাগড়ি খুলে যায় তাঁর । যাকে কেন্দ্র করে উত্তাল হয় দেশীয় রাজনীতি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.