ETV Bharat / state

Student Leader Anish Khan Death : আনিশের মৃত্যুতে ক্ষোভে ফুটছে আমতা, বিক্ষোভের মাঝেই উঠে আসছে একাধিক প্রশ্ন - Anish Khan father seeks CBI prob

ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন আনিশের বাবা (Anish Khan father seeks CBI prob)

Amta Student Death
আনিশের মৃত্যুতে ক্ষোভে ফুঁটছে আমতা, বিক্ষোভের মাঝেই উঠে আসছে একাধিক প্রশ্ন
author img

By

Published : Feb 20, 2022, 5:46 PM IST

Updated : Feb 20, 2022, 7:19 PM IST

আমতা, 20 ফেব্রুয়ারি : ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুতে (Student Leader Anish Khan Death) ক্ষোভে ফুটছে হাওড়ার আমতা ৷ যার আঁচ এলাকা ছাড়িয়ে ক্রমে ছড়াচ্ছে ৷ ঘটনার প্রতিবাদে রবিবার আমতার বিক্ষোভ দেখায় বাম ছাত্র-যুব সংগঠনগুলি ৷ আমতার কলতলা মোড় থেকে মিছিল করে আমতা থানার দিকে মিছিল করেন বিক্ষোভকারীরা ৷ কিন্তু মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিশ ৷ আমতা থানার কয়েকশো মিটার করা হয়েছিল ব্যারিকেড ৷ বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই-সহ অন্যান্য বাম ছাত্র-যুব সংগঠনের কর্মীরা ৷ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা ৷ পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিও হয় তাঁদের ৷ আনিশের হত্যাকারীদের পুলিশ আড়াল করতে চাইছে বলে তাঁদের অভিযোগ ৷

আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই পড়ুয়া বিভিন্ন নাগরিক আন্দোলনের পরিচিত মুখ ছিলেন ৷ সম্প্রতি তিনি আইএসএফে যোগ দেন ৷ এই দলে যোগ দেওয়াই আনিসের কাল হল কিনা, সে প্রশ্ন আগেই উঠেছে ৷ জানা গিয়েছে, প্রাণ সংশয়ের কথা জানিয়ে আগেই পুলিশকে চিঠি দিয়েছিলেন আনিশ ৷ তারপরেও তাঁর এই রহস্য মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়েছে ৷ শুক্রবার রাতে আনিশের বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে যে চার ব্যক্তি এসেছিল তারা যদি পুলিশ না হয় তবে তারা কারা ? এই প্রশ্নও উঠছে ৷ ঘটনায় এখনও কেন কাউকে গ্রেফতার করা হল না, সেই প্রশ্ন তুলছে মৃত ছাত্র নেতার পরিবার-প্রতিবেশীরা ৷

আনিশের মৃত্যুতে ক্ষোভে ফুঁটছে আমতা, বিক্ষোভের মাঝেই উঠে আসছে একাধিক প্রশ্ন

আরও পড়ুন : পুলিশে ভরসা নেই, ছেলের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি আনিসের বাবার

পুলিশের তদন্ত নিয়েও ছড়িয়েছে ক্ষোভ ৷ অভিযোগ, ঘটনার প্রায় 30 ঘণ্টা পর তদন্তের জন্য ঘটনাস্থল চিহ্নিত করতে রবিবার সকালে আনিশের বাড়িতে যায় পুলিশ ৷ আনিশের পরিবারের দাবি, পুলিশ সঠিক তদন্ত করছে না ৷ ঘটনার দিন রাতে আমতা থানাতে খবর দেওয়া হলেও সেদিন রাতে দেখা মেলেনি আমতা থানার কোনও পুলিশ কর্মীদের । পরদিন সকাল সাড়ে আটটায় আনিশের বাড়িতে এসে তাঁর দেহ নিয়ে চলে যায় পুলিশ ৷ সেদিনও পরে আর পুলিশের দেখা মেলেনি ৷ প্রশ্ন, উঠছে পুলিশ এত দেরি করে কেন ঘটনাস্থল চিহ্নিত করতে উদ্যোগী হল, সেক্ষেত্রে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে ৷

এরই মাঝে বিস্ফোরক অভিযোগ করেছেন আনিশের বাবা সালেম খান ও তাঁর প্রতিবেশীরা ৷ তাঁদের দাবি, ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে ৷ শনিবার সকালে পুলিশ বাড়িতে এসে তাঁর দেহ নিয়ে যায় ৷ কিন্তু পরিবারের সদস্যরা থানায় পৌঁছনোর আগেই আনিশের দেহ ময়নাতদন্তের জন্য প্রথমে আমতা হাসপাতালে, পরে সেখান থেকে উলুবেড়িয়ায় পাঠিয়ে দেওয়া হয় ৷ কেন বাড়ির লোককে পৌঁছনোর আগেই এভাবে তড়িঘড়ি ময়নাতদন্ত করা হল সে প্রশ্নও তুলেছেন তাঁরা ৷ ঘটনার সিবিআই তদন্ত চেয়েছেন সালেম খান ৷

রবিবার সকালে পুলিশ আনিশের বাড়িতে গেলে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের ৷

আমতা, 20 ফেব্রুয়ারি : ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুতে (Student Leader Anish Khan Death) ক্ষোভে ফুটছে হাওড়ার আমতা ৷ যার আঁচ এলাকা ছাড়িয়ে ক্রমে ছড়াচ্ছে ৷ ঘটনার প্রতিবাদে রবিবার আমতার বিক্ষোভ দেখায় বাম ছাত্র-যুব সংগঠনগুলি ৷ আমতার কলতলা মোড় থেকে মিছিল করে আমতা থানার দিকে মিছিল করেন বিক্ষোভকারীরা ৷ কিন্তু মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিশ ৷ আমতা থানার কয়েকশো মিটার করা হয়েছিল ব্যারিকেড ৷ বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই-সহ অন্যান্য বাম ছাত্র-যুব সংগঠনের কর্মীরা ৷ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা ৷ পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিও হয় তাঁদের ৷ আনিশের হত্যাকারীদের পুলিশ আড়াল করতে চাইছে বলে তাঁদের অভিযোগ ৷

আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই পড়ুয়া বিভিন্ন নাগরিক আন্দোলনের পরিচিত মুখ ছিলেন ৷ সম্প্রতি তিনি আইএসএফে যোগ দেন ৷ এই দলে যোগ দেওয়াই আনিসের কাল হল কিনা, সে প্রশ্ন আগেই উঠেছে ৷ জানা গিয়েছে, প্রাণ সংশয়ের কথা জানিয়ে আগেই পুলিশকে চিঠি দিয়েছিলেন আনিশ ৷ তারপরেও তাঁর এই রহস্য মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়েছে ৷ শুক্রবার রাতে আনিশের বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে যে চার ব্যক্তি এসেছিল তারা যদি পুলিশ না হয় তবে তারা কারা ? এই প্রশ্নও উঠছে ৷ ঘটনায় এখনও কেন কাউকে গ্রেফতার করা হল না, সেই প্রশ্ন তুলছে মৃত ছাত্র নেতার পরিবার-প্রতিবেশীরা ৷

আনিশের মৃত্যুতে ক্ষোভে ফুঁটছে আমতা, বিক্ষোভের মাঝেই উঠে আসছে একাধিক প্রশ্ন

আরও পড়ুন : পুলিশে ভরসা নেই, ছেলের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি আনিসের বাবার

পুলিশের তদন্ত নিয়েও ছড়িয়েছে ক্ষোভ ৷ অভিযোগ, ঘটনার প্রায় 30 ঘণ্টা পর তদন্তের জন্য ঘটনাস্থল চিহ্নিত করতে রবিবার সকালে আনিশের বাড়িতে যায় পুলিশ ৷ আনিশের পরিবারের দাবি, পুলিশ সঠিক তদন্ত করছে না ৷ ঘটনার দিন রাতে আমতা থানাতে খবর দেওয়া হলেও সেদিন রাতে দেখা মেলেনি আমতা থানার কোনও পুলিশ কর্মীদের । পরদিন সকাল সাড়ে আটটায় আনিশের বাড়িতে এসে তাঁর দেহ নিয়ে চলে যায় পুলিশ ৷ সেদিনও পরে আর পুলিশের দেখা মেলেনি ৷ প্রশ্ন, উঠছে পুলিশ এত দেরি করে কেন ঘটনাস্থল চিহ্নিত করতে উদ্যোগী হল, সেক্ষেত্রে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে ৷

এরই মাঝে বিস্ফোরক অভিযোগ করেছেন আনিশের বাবা সালেম খান ও তাঁর প্রতিবেশীরা ৷ তাঁদের দাবি, ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে ৷ শনিবার সকালে পুলিশ বাড়িতে এসে তাঁর দেহ নিয়ে যায় ৷ কিন্তু পরিবারের সদস্যরা থানায় পৌঁছনোর আগেই আনিশের দেহ ময়নাতদন্তের জন্য প্রথমে আমতা হাসপাতালে, পরে সেখান থেকে উলুবেড়িয়ায় পাঠিয়ে দেওয়া হয় ৷ কেন বাড়ির লোককে পৌঁছনোর আগেই এভাবে তড়িঘড়ি ময়নাতদন্ত করা হল সে প্রশ্নও তুলেছেন তাঁরা ৷ ঘটনার সিবিআই তদন্ত চেয়েছেন সালেম খান ৷

রবিবার সকালে পুলিশ আনিশের বাড়িতে গেলে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের ৷

Last Updated : Feb 20, 2022, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.