ETV Bharat / state

Bull Last Rites : সাঁতরাগাছিতে ষাঁড়ের শ্রাদ্ধানুষ্ঠান, পাত পড়ল 150জনের - last rites of a bull at santragachi

ষাঁড়ের শ্রাদ্ধানুষ্ঠান হল সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনিতে (Bull Last Rites) ৷ নিমন্ত্রিত প্রায় 150 জন ৷

howrah
ষাঁড়ের শ্রাদ্ধ
author img

By

Published : May 9, 2022, 8:45 AM IST

সাঁতরাগাছি, 9 মে : "যা ভোলা গুঁতো, যমরাজকে যমপুরীর একদম বাইরে দিয়ে আসবি ৷" বাংলা চলচ্চিত্রের এই বিখ্যাত সংলাপ আজও ভোলেনি বাঙালি ৷ তবে সেই 'ভোলা' চলচ্চিত্রের চরিত্র হলেও সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনিতে বসবাস ছিল আরেক ভোলা (ষাঁড়)। যাকে এলাকার সকলেই ভালবাসত । সেই আদরের ভোলার মৃত্যুর পর মনখারাপ হাওড়ার (Howrah News) সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনির বাসিন্দাদের । কয়েকদিন আগেই জলে ডুবে মারা যায় ভোলা । তার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করল সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনির দুর্গা-কালী পুজো কমিটি (Last Rites of a Bull at Santragachi)। খাওয়ানো হল 150 লোক ৷


এলাকায় খুবই শান্তশিষ্ট হিসেবেই পরিচিত ছিল ষাঁড়টি ৷ দোকানের সামনে এসে দাঁড়ালেই মানুষজন তাকে রুটি, বিস্কুট খাওয়াত । শান্ত স্বভাবের কারণে ধীরে ধীরে এলাকার বাসিন্দাদের কাছেও আদরের পাত্র হয়ে ওঠে ভোলা । বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল সে ৷ চিকিৎসাও চলছিল ৷ এরইমধ্যে চলতি মাসের শুরুতে স্থানীয় একটি পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয় তার ৷

আরও পড়ুন : Dog mouth stuck in Pot : কৌটো মুক্ত হল কুকুর, গ্রামবাসীদের ধন্যবাদ অভিনেতা তথাগতর

এরপরই রবিবার সকাল থেকেই স্থানীয় ক্লাবে ষাঁড়টির ছবি বসিয়ে শ্রাদ্ধের আয়োজন করে স্থানীয় পুজো কমিটি ৷ অনুষ্ঠানের উদ্যোক্তা নাথুনি কামাত জানান, শ্রাদ্ধে আমন্ত্রিত অতিথিরা এসে ফুল ও মিষ্টি দিয়ে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন ভোলার ছবিতে ।
এলাকার মানুষের খুব প্রিয় ছিল ভোলা । সকলে তাকে ভীষণ ভালবাসত । কীভাবে যে পুকুরের মধ্যে পড়ে গেল তা জানা যায়নি ৷ হয়ত জল খেতে গিয়ে এই ঘটনা ঘটেছে ৷ ষাঁড়টির বয়সও হয়েছিল ৷ সকলের প্রিয় ছিল বলেই তার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় ৷
পশুর প্রতি ভালবাসার এই অনন্য নজিরে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনি এলাকায় । সকলেই এই ঘটনাটিকে পশুর প্রতি ভালবাসার ‘অনন্য নজির’ হিসেবেও আখ্যা দিচ্ছেন ।

আরও পড়ুন : বর্ধমানে কুকুরের শ্রাদ্ধ, স্মরণে দেওয়া হল ইলিশ মাছ-চিকেন স্টু

সাঁতরাগাছি, 9 মে : "যা ভোলা গুঁতো, যমরাজকে যমপুরীর একদম বাইরে দিয়ে আসবি ৷" বাংলা চলচ্চিত্রের এই বিখ্যাত সংলাপ আজও ভোলেনি বাঙালি ৷ তবে সেই 'ভোলা' চলচ্চিত্রের চরিত্র হলেও সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনিতে বসবাস ছিল আরেক ভোলা (ষাঁড়)। যাকে এলাকার সকলেই ভালবাসত । সেই আদরের ভোলার মৃত্যুর পর মনখারাপ হাওড়ার (Howrah News) সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনির বাসিন্দাদের । কয়েকদিন আগেই জলে ডুবে মারা যায় ভোলা । তার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করল সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনির দুর্গা-কালী পুজো কমিটি (Last Rites of a Bull at Santragachi)। খাওয়ানো হল 150 লোক ৷


এলাকায় খুবই শান্তশিষ্ট হিসেবেই পরিচিত ছিল ষাঁড়টি ৷ দোকানের সামনে এসে দাঁড়ালেই মানুষজন তাকে রুটি, বিস্কুট খাওয়াত । শান্ত স্বভাবের কারণে ধীরে ধীরে এলাকার বাসিন্দাদের কাছেও আদরের পাত্র হয়ে ওঠে ভোলা । বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল সে ৷ চিকিৎসাও চলছিল ৷ এরইমধ্যে চলতি মাসের শুরুতে স্থানীয় একটি পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয় তার ৷

আরও পড়ুন : Dog mouth stuck in Pot : কৌটো মুক্ত হল কুকুর, গ্রামবাসীদের ধন্যবাদ অভিনেতা তথাগতর

এরপরই রবিবার সকাল থেকেই স্থানীয় ক্লাবে ষাঁড়টির ছবি বসিয়ে শ্রাদ্ধের আয়োজন করে স্থানীয় পুজো কমিটি ৷ অনুষ্ঠানের উদ্যোক্তা নাথুনি কামাত জানান, শ্রাদ্ধে আমন্ত্রিত অতিথিরা এসে ফুল ও মিষ্টি দিয়ে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন ভোলার ছবিতে ।
এলাকার মানুষের খুব প্রিয় ছিল ভোলা । সকলে তাকে ভীষণ ভালবাসত । কীভাবে যে পুকুরের মধ্যে পড়ে গেল তা জানা যায়নি ৷ হয়ত জল খেতে গিয়ে এই ঘটনা ঘটেছে ৷ ষাঁড়টির বয়সও হয়েছিল ৷ সকলের প্রিয় ছিল বলেই তার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় ৷
পশুর প্রতি ভালবাসার এই অনন্য নজিরে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনি এলাকায় । সকলেই এই ঘটনাটিকে পশুর প্রতি ভালবাসার ‘অনন্য নজির’ হিসেবেও আখ্যা দিচ্ছেন ।

আরও পড়ুন : বর্ধমানে কুকুরের শ্রাদ্ধ, স্মরণে দেওয়া হল ইলিশ মাছ-চিকেন স্টু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.