ETV Bharat / state

যশের মোকাবিলায় শেষ লগ্নের প্রস্তুতি হাওড়ায় - যশের মোকাবিলায় শেষ লগ্নের প্রস্তুতি তুঙ্গে হাওড়া জেলা জুড়ে

সিইএসসি সূত্রে জানা গিয়েছে, যশ চলাকালীন তাদের পরিষেবা চালু থাকবে । আগাম পরিষেবা বন্ধ করা হবে না । যদি কোথাও দুর্যোগের দরুণ বিদ্যুতের তার ছিড়ে যায়, খবর পাওয়া মাত্র ওই ছিড়ে যাওয়া অংশে বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে দ্রুত মেরামত করা হবে ৷ এদিকে জেলা প্রশাসন সূত্রের খবর, হাওড়া পৌর নিগম এলাকায় চালু করা হয়েছে কন্ট্রোল রুম ।

শেষ লগ্নের প্রস্তুতি হাওয়া জেলা জুড়ে
শেষ লগ্নের প্রস্তুতি হাওয়া জেলা জুড়ে
author img

By

Published : May 23, 2021, 5:29 PM IST

হাওড়া, 23 মে : অতিশক্তিশালী ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় শেষ লগ্নের প্রস্তুতি তুঙ্গে হাওড়া জেলাজুড়ে । ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ লুধিয়ানা থেকে সহকারী কমান্ডার রঞ্জিৎ সিং-এর নেতৃত্বে একটি দল হাওড়ায় এসে পৌঁছেছে ৷

জেলাশাসক মুক্তা আর্যের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা । বিপর্যয়ের আগে ও পরে কীভাবে কাজ করা হবে তা নিয়ে আলোচনা হয় জেলাশাসকের সঙ্গে । এনডিআরএফ 30 ব্যাটেলিয়ানের সহকারী কমান্ডার বলেন, ‘‘ আজ হাওড়ায় গঙ্গার ধারে যেখানে দোকানপাট ও জনবসতি বেশি আছে সেখানে, ঘূর্ণিঝড় নিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে ৷ কী করা উচিত সেটাও বোঝানো হয়েছে সবাইকে ৷’’

যশের মোকাবিলায় শেষ লগ্নের প্রস্তুতি হাওড়া জেলা জুড়ে

আরও পড়ুন : যশ মোকাবিলায় রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, দেওয়া হল আপতকালীন নম্বর

পাশাপাশি সিইএসসি সূত্রে জানা গিয়েছে, যশ চলাকালীন তাদের পরিষেবা চালু থাকবে । আগাম পরিষেবা বন্ধ করা হবে না । যদি কোথাও দুর্যোগের দরুণ বিদ্যুতের তার ছিড়ে যায়, খবর পাওয়া মাত্র ওই ছিড়ে যাওয়া অংশে বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে দ্রুত মেরামত করা হবে ৷ এদিকে জেলা প্রশাসন সূত্রের খবর, হাওড়া পৌর নিগম এলাকায় চালু করা হয়েছে কন্ট্রোল রুম । পাশাপাশি থানাভিত্তিক তৈরি করা হয়েছে সিইএসসির টিম । পৌর নিগমের তরফে জমা জল দ্রুত নামানোর জন্য বসানো হয়েছে বেশ কয়েকটি প্যাম্প । গ্রামীণ হাওড়া এলাকায় বিশেষ করে শ্যামপুর, বাগনান ও আমতা ব্লকের উপরে জোর দেওয়া হয়েছে । যশের ল্যান্ডফল ঠিক কোথায় হবে এই মুহূর্তে স্পষ্ট না হলেও, গ্রামীণ এলাকার প্রতিটি ব্লকেই তৈরি করা হয়েছে অস্থায়ী শিবির ।

হাওড়া, 23 মে : অতিশক্তিশালী ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় শেষ লগ্নের প্রস্তুতি তুঙ্গে হাওড়া জেলাজুড়ে । ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ লুধিয়ানা থেকে সহকারী কমান্ডার রঞ্জিৎ সিং-এর নেতৃত্বে একটি দল হাওড়ায় এসে পৌঁছেছে ৷

জেলাশাসক মুক্তা আর্যের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা । বিপর্যয়ের আগে ও পরে কীভাবে কাজ করা হবে তা নিয়ে আলোচনা হয় জেলাশাসকের সঙ্গে । এনডিআরএফ 30 ব্যাটেলিয়ানের সহকারী কমান্ডার বলেন, ‘‘ আজ হাওড়ায় গঙ্গার ধারে যেখানে দোকানপাট ও জনবসতি বেশি আছে সেখানে, ঘূর্ণিঝড় নিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে ৷ কী করা উচিত সেটাও বোঝানো হয়েছে সবাইকে ৷’’

যশের মোকাবিলায় শেষ লগ্নের প্রস্তুতি হাওড়া জেলা জুড়ে

আরও পড়ুন : যশ মোকাবিলায় রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, দেওয়া হল আপতকালীন নম্বর

পাশাপাশি সিইএসসি সূত্রে জানা গিয়েছে, যশ চলাকালীন তাদের পরিষেবা চালু থাকবে । আগাম পরিষেবা বন্ধ করা হবে না । যদি কোথাও দুর্যোগের দরুণ বিদ্যুতের তার ছিড়ে যায়, খবর পাওয়া মাত্র ওই ছিড়ে যাওয়া অংশে বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে দ্রুত মেরামত করা হবে ৷ এদিকে জেলা প্রশাসন সূত্রের খবর, হাওড়া পৌর নিগম এলাকায় চালু করা হয়েছে কন্ট্রোল রুম । পাশাপাশি থানাভিত্তিক তৈরি করা হয়েছে সিইএসসির টিম । পৌর নিগমের তরফে জমা জল দ্রুত নামানোর জন্য বসানো হয়েছে বেশ কয়েকটি প্যাম্প । গ্রামীণ হাওড়া এলাকায় বিশেষ করে শ্যামপুর, বাগনান ও আমতা ব্লকের উপরে জোর দেওয়া হয়েছে । যশের ল্যান্ডফল ঠিক কোথায় হবে এই মুহূর্তে স্পষ্ট না হলেও, গ্রামীণ এলাকার প্রতিটি ব্লকেই তৈরি করা হয়েছে অস্থায়ী শিবির ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.