ETV Bharat / state

Kunal Ghosh: বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধিরা 'সাইবেরিয়ার পরিযায়ী' ! কটাক্ষ কুণালের - হাওড়া

বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধিরা আদতে 'সাইবেরিয়ার পরিযায়ী' (Migrant Bird of Siberia)! রবিবার হাওড়ায় এই মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

Kunal Ghosh labeled BJP delegation as Migrant Bird of Siberia
Kunal Ghosh: বিজেপি-এর কেন্দ্রীয় প্রতিনিধিরা 'সাইবেরিয়ার পরিযায়ী' ! কটাক্ষ কুণালের
author img

By

Published : Sep 18, 2022, 9:07 PM IST

হাওড়া, 18 সেপ্টেম্বর: বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধিদের 'সাইবেরিয়ার পরিযায়ী পাখির ঝাঁক' (Migrant Bird of Siberia)-এর সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ! একইসঙ্গে মদন মিত্রকে (Madan Mitra) নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের (Prasun Banerjee) করা প্রকাশ্য মন্তব্য়েরও বিরোধিতা করেন তিনি ৷

রবিবার হাওড়ার একটি স্কুলে আয়োজিত ফুটবল ম্য়াচ এবং সেই সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিতে আসেন কুণাল ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ তখনই বিজেপি-এর কেন্দ্রীয় প্রতিনিধিদল নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ জবাবে কুণাল বুঝিয়ে দেন, গেরুয়া শিবিরের এই তৎপরতাকে তিনি আমল দিতে নারাজ ৷ এমনকী, বিজেপি-এর কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং বিভিন্ন সময় দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া নেতাদের কড়া ভাষায় আক্রমণও করেন তিনি ৷

আরও পড়ুন: মদন মিত্র মাতাল ! শুভেন্দু সংক্রান্ত মন্তব্যের জেরে তোপ বিজেপি নেতার

কুণালের দাবি, বিজেপি আসলে বাংলায় 'বালির ঘর' তৈরি করছে ৷ একটা 'ঢেউ' এলেই এই ঘর ভেঙে যাবে ৷ তাঁর যুক্তি, মানুষ মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁদের দলের সঙ্গে ছিল, আছে এবং থাকবে ৷ এর আগে একুশের বিধানসভা নির্বাচনের সময়েও বিজেপি-এর কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে অনেক কথা বলেছিলেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ শেষমেশ জয় হয়েছে তৃণমূলেরই ৷ আগামিদিনেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে বলেই মনে করেন কুণাল ৷ তাই বিজেপি-এর কেন্দ্রীয় দল রাজ্যে এলেও রাজনৈতিকভাবে তারা কোনও সুবিধা করে উঠতে পারবে না ৷

কুণাল ঘোষের নিশানায় বিজেপি ৷

এর পাশাপাশি, প্রসূনের মদন-মন্তব্য নিয়েও কুণালকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, "একজনের প্রতি অন্য ব্যক্তির নিজস্ব শ্রদ্ধা, সম্মান থাকতেই পারে ৷ কিন্তু, সবসময় সেগুলো জনসমক্ষে প্রকাশ না করাই ভালো ৷ বিশেষ করে রাজ্য মন্ত্রিসভায় কে থাকবেন, আর কে থাকবেন না, তা একেবারেই মুখ্যমন্ত্রীর এক্তিয়ারভুক্ত বিষয় ৷ এ নিয়ে কারও ব্যক্তিগত মতামত থাকতেই পারে ৷ কিন্তু, সেই মতামত কখনই সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করা উচিত নয় ৷" কুণালের মতে, সাময়িক আবেগের বশেই প্রসূন বন্দ্যোপাধ্য়ায় মদন মিত্রের সম্পর্কে সংশ্লিষ্ট মন্তব্যটি করেছিলেন ৷ প্রসঙ্গত, শনিবার প্রসূন বলেছিলেন, তাঁর মতে বাংলার সেরা ক্রীড়া মন্ত্রী হলেন মদন মিত্র ! অথচ, আজ তিনি রাজ্য মন্ত্রিসভাতেই নেই ! এই ঘটনা তাঁকে অবাক করে বলেও দাবি করেন প্রসূন !

হাওড়া, 18 সেপ্টেম্বর: বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধিদের 'সাইবেরিয়ার পরিযায়ী পাখির ঝাঁক' (Migrant Bird of Siberia)-এর সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ! একইসঙ্গে মদন মিত্রকে (Madan Mitra) নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের (Prasun Banerjee) করা প্রকাশ্য মন্তব্য়েরও বিরোধিতা করেন তিনি ৷

রবিবার হাওড়ার একটি স্কুলে আয়োজিত ফুটবল ম্য়াচ এবং সেই সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিতে আসেন কুণাল ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ তখনই বিজেপি-এর কেন্দ্রীয় প্রতিনিধিদল নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ জবাবে কুণাল বুঝিয়ে দেন, গেরুয়া শিবিরের এই তৎপরতাকে তিনি আমল দিতে নারাজ ৷ এমনকী, বিজেপি-এর কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং বিভিন্ন সময় দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া নেতাদের কড়া ভাষায় আক্রমণও করেন তিনি ৷

আরও পড়ুন: মদন মিত্র মাতাল ! শুভেন্দু সংক্রান্ত মন্তব্যের জেরে তোপ বিজেপি নেতার

কুণালের দাবি, বিজেপি আসলে বাংলায় 'বালির ঘর' তৈরি করছে ৷ একটা 'ঢেউ' এলেই এই ঘর ভেঙে যাবে ৷ তাঁর যুক্তি, মানুষ মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁদের দলের সঙ্গে ছিল, আছে এবং থাকবে ৷ এর আগে একুশের বিধানসভা নির্বাচনের সময়েও বিজেপি-এর কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে অনেক কথা বলেছিলেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ শেষমেশ জয় হয়েছে তৃণমূলেরই ৷ আগামিদিনেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে বলেই মনে করেন কুণাল ৷ তাই বিজেপি-এর কেন্দ্রীয় দল রাজ্যে এলেও রাজনৈতিকভাবে তারা কোনও সুবিধা করে উঠতে পারবে না ৷

কুণাল ঘোষের নিশানায় বিজেপি ৷

এর পাশাপাশি, প্রসূনের মদন-মন্তব্য নিয়েও কুণালকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, "একজনের প্রতি অন্য ব্যক্তির নিজস্ব শ্রদ্ধা, সম্মান থাকতেই পারে ৷ কিন্তু, সবসময় সেগুলো জনসমক্ষে প্রকাশ না করাই ভালো ৷ বিশেষ করে রাজ্য মন্ত্রিসভায় কে থাকবেন, আর কে থাকবেন না, তা একেবারেই মুখ্যমন্ত্রীর এক্তিয়ারভুক্ত বিষয় ৷ এ নিয়ে কারও ব্যক্তিগত মতামত থাকতেই পারে ৷ কিন্তু, সেই মতামত কখনই সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করা উচিত নয় ৷" কুণালের মতে, সাময়িক আবেগের বশেই প্রসূন বন্দ্যোপাধ্য়ায় মদন মিত্রের সম্পর্কে সংশ্লিষ্ট মন্তব্যটি করেছিলেন ৷ প্রসঙ্গত, শনিবার প্রসূন বলেছিলেন, তাঁর মতে বাংলার সেরা ক্রীড়া মন্ত্রী হলেন মদন মিত্র ! অথচ, আজ তিনি রাজ্য মন্ত্রিসভাতেই নেই ! এই ঘটনা তাঁকে অবাক করে বলেও দাবি করেন প্রসূন !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.