ETV Bharat / state

বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে, করোনা রোগীদের ত্রাতা খান ব্রাদার্স - corona

‘সকলের তরে সকলে আমরা , প্রত্যেকে আমরা পরের তরে’ ৷ কামিনী রায়ের এই কবিতার লাইনের সত্যতা প্রমাণ করল হাওড়ার খান পরিবার ৷ রাজ্যের এই কঠিন সময়ে করোনা রোগীদের কাছে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে মানবতার নজির গড়লেন তাঁরা ৷ ইতিমধ্যেই আটশো রোগীকে এই পরিষেবা দিয়েছে এই পরিবার ।

করোনা রোগীদের ত্রাতা খান ব্রাদার্স
করোনা রোগীদের ত্রাতা খান ব্রাদার্স
author img

By

Published : May 9, 2021, 9:48 AM IST

হাওড়া, 9 মে : করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে । হাসপাতালে মিলছে না পর্যাপ্ত বেড, তার ওপরে দিকে দিকে অক্সিজেনের জন্য চলছে হাহাকার ৷ অক্সিজেনের অভাবে দিনের পর দিন মারা যাচ্ছেন অনেক মানুষ ৷

চাহিদা মত অক্সিজেন সিলিন্ডার এখন বাজারে দুর্মূল্য । এই নিয়ে চলছে দেদার কালোবাজারি ৷ ধনী ব্যক্তিরা অক্সিজেন সিলিন্ডার সহজে জোগাড় করতে পারলেও গরিব মানুষ কার্যত হাল ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন ৷ রাজ্যের এই কঠিন সময়ে বিনামূল্যে অক্সিজেন জুগিয়ে নজির গড়ল হাওড়ার বনবিহারী বসু রোডের খান পরিবার ।

বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা পূরণ, করোনা রোগীদের ত্রাতা খান ব্রাদার্স

অক্সিজেন পেতে যেখানে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে, সেখানে এক ফোনে কোভিড রোগীর বাড়িতে পৌঁছে যাচ্ছেন খান পরিবারের সদস্যরা । কোনওরকম অর্থ ছাড়াই অক্সিজেন সিলিন্ডার বাইকে চাপিয়ে পৌঁছে দিচ্ছেন রোগীর কাছে । প্রেসক্রিপশন ও আই কার্ড থাকলেই মিলবে খান পরিবারের এই অক্সিজেন পরিষেবা । ইতিমধ্যেই আটশো রোগীকে এই পরিষেবা দিয়েছেন এই পরিবার । করোনা পরিস্থিতিতে অক্সিজেনের আকালে সাধারণ মানুষের ভগবান এখন খান ব্রাদার্স ।

আরও পড়ুন : আরও ভয়ঙ্কর করোনা, চলতি বছরে সর্বোচ্চ দৈনিক মৃত্যু রাজ্যে

হাওড়া, 9 মে : করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে । হাসপাতালে মিলছে না পর্যাপ্ত বেড, তার ওপরে দিকে দিকে অক্সিজেনের জন্য চলছে হাহাকার ৷ অক্সিজেনের অভাবে দিনের পর দিন মারা যাচ্ছেন অনেক মানুষ ৷

চাহিদা মত অক্সিজেন সিলিন্ডার এখন বাজারে দুর্মূল্য । এই নিয়ে চলছে দেদার কালোবাজারি ৷ ধনী ব্যক্তিরা অক্সিজেন সিলিন্ডার সহজে জোগাড় করতে পারলেও গরিব মানুষ কার্যত হাল ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন ৷ রাজ্যের এই কঠিন সময়ে বিনামূল্যে অক্সিজেন জুগিয়ে নজির গড়ল হাওড়ার বনবিহারী বসু রোডের খান পরিবার ।

বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা পূরণ, করোনা রোগীদের ত্রাতা খান ব্রাদার্স

অক্সিজেন পেতে যেখানে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে, সেখানে এক ফোনে কোভিড রোগীর বাড়িতে পৌঁছে যাচ্ছেন খান পরিবারের সদস্যরা । কোনওরকম অর্থ ছাড়াই অক্সিজেন সিলিন্ডার বাইকে চাপিয়ে পৌঁছে দিচ্ছেন রোগীর কাছে । প্রেসক্রিপশন ও আই কার্ড থাকলেই মিলবে খান পরিবারের এই অক্সিজেন পরিষেবা । ইতিমধ্যেই আটশো রোগীকে এই পরিষেবা দিয়েছেন এই পরিবার । করোনা পরিস্থিতিতে অক্সিজেনের আকালে সাধারণ মানুষের ভগবান এখন খান ব্রাদার্স ।

আরও পড়ুন : আরও ভয়ঙ্কর করোনা, চলতি বছরে সর্বোচ্চ দৈনিক মৃত্যু রাজ্যে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.