হাওড়া, 27 জানুয়ারি: নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে শুক্রবার প্রতিবাদ মিছিল করল আইএসএফ ৷ এদিন বিকেলে হাওড়ার বাঁকড়ার উনশানীতে আইএসএফ-এর তরফে বিক্ষোভ মিছিল করা হয় ৷ 1 ফেব্রুয়ারি নওশাদ সিদ্দিকীকে মুক্ত করতে হবে বলে এদিন আইএসএফ-এর তরফে দাবি করা হয়েছে ৷ (ISF Demand for Release of Nawsad Siddique) ৷ তা না হলে আইএসএফ নেতৃত্বের হুঁশিয়ারি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে তাঁরা নবান্ন থেকে বেরতে দেবেন না ৷
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে আইএসএফ-এর মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয় ৷ তার প্রতিবাদে কলকাতায় পালচা বিধায়ক নওশাদের নেতৃত্বে আইএসএফ মিছিল করে ৷ সেই মিছিলকে কেন্দ্র করে গত শনিবার উত্তাল হয়ে ওঠে ধর্মতলা চত্ত্বর ৷ গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকীকে ৷ সেই থেকেই আইএসএফ এর তরফে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে ৷
এদিন হাওড়ার বাঁকড়ার উনশানীতে আইএসএফ এর প্রতিবাদ সভা থেকে সংগঠনের জেলা সহ-সম্পাদক ইমরান খান বলেন, ‘‘মুখ্যমন্ত্রী প্রমান করুন, নওশাদকে চক্রান্ত করে গ্রেফতার করেনি রাজ্য সরকার ৷ নওশাদ বিধায়ক হওয়ার পর থেকেই রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, মহিলা সুরক্ষ এবং কলকাতা হাইকোর্টের বিচারপতির অপমান-সহ একাধিক বিষয়ে প্রতিবাদ করছিলেন ৷ তাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে ৷ আর এই চক্রান্ত করছেন মুখ্যমন্ত্রী ৷’’
এর পরেই আগামী 1 ফেব্রুয়ারি নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি করে আইএসএফ নেতৃত্ব ৷ আর তা না হলে, সারা রাজ্য জুড়ে প্রতিবাদে নামার হুঁশিয়ারি দিয়েছে আইএসএফ ৷ প্রয়োজনে তাঁরা মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে বেরতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ৷ ইমরান খান অভিযোগ করেন, রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিছু করেনি ৷
আরও পড়ুন: নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে নাগরিক মঞ্চের মিছিল
অন্যদিকে, নওশাদের গ্রেফতারি নিয়ে বিধানসভার অধ্যক্ষের মুখে কুলুপ কেন ? সেই প্রশ্ন তুলেছে আইএসএফ নেতৃত্ব ৷ তাদের যুক্তি ফিরহাদ হাকিম গ্রেফতার হওয়ার পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছিলেন, বিধায়কের গ্রেফতারি নিয়ে তাঁকে জানানো হয়নি ৷ তাহলে নওশাদের গ্রেফতারিতে কেন অধ্যক্ষ চুপ, প্রশ্ন আইএসএফ-এর ৷