হাওড়া, 9 ফেব্রুয়ারি: দ্রুতগামী মালবাহী করিডোর (freight corridors) চালুর ঘোষণা করল ভারতীয় রেল । দিল্লি, মুম্বই, চেন্নাই এবং হাওড়ার বিদ্যমান ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত হয়েছে এই বিশেষ করিডর । জানুয়ারি 2023 পর্যন্ত 1724 কিমি কাজ শেষ হওয়ার কথা ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
জানা গিয়েছে, পণ্য পরিবহণে আরও গতি আনতে দু'টি আলাদা পথ নির্মাণ করা হবে ৷ যার মধ্যে উল্লেখযোগ্য ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর (EDFC), লুধিয়ানা থেকে সোনানগর (1337 কিমি) এবং জওহরলাল নেহরু পোর্ট টার্মিনাল (JNPT) থেকে দাদরি (1506) পর্যন্ত ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর (WDFC)। এর মধ্যে ইতিমধ্যেই ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের 861 কিমি এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের 863 কিমি কাজ সম্পন্ন হয়েছে ৷
রেল মন্ত্রক সূত্রে খবর, 2014 সালের পর থেকে 2022 সাল পর্যন্ত উভয় ডেডিকেটেড ফ্রেট করিডোর-এর আর্থিক ও বাস্তবিক অগ্রগতি যথেষ্টই বৃদ্ধি পেয়েছে । 2014 সালের 1 মার্চ থেকে 2023 সালের 31 জানুয়ারি পর্যন্ত 1724 কিলোমিটার পথের জন্য জমি বাবদ 2013- 2014 সালে ব্যয় হয়েছে 10 হাজার 357 কোটি টাকা । আর ডিসেম্বর 2022 পর্যন্ত ব্যয় হয়েছে 97 হাজার 957 কোটি টাকা । বিশেষ মালবাহী করিডোরগুলি শিল্প কার্যক্রম এবং নতুন শিল্প হাবগুলির বিকাশকে উন্নীত করবে বলে এমনটাই দাবি রেল মন্ত্রকের ।
এছাড়াও টাউনশিপ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর কর্পোরেশন (এনআইসিডিসি) সমন্বিত শিল্প টাউনশিপের উন্নয়নের জন্য করিডোর বরাবর প্রকল্পের সংখ্যা বাস্তবায়ন করছে । এছাড়াও লজিস্টিক সেক্টর, নতুন মালবাহী টার্মিনাল, মাল্টিমোডাল লজিস্টিক পার্ক এবং অভ্যন্তরীণ কন্টেইনারের উন্নয়নের মাধ্যমে উপকৃত হবে ডিপো প্রকল্প ৷ যা কি না ওই এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানানো হয়েছে রেলের তরফে ।
ইতিমধ্যেই দিল্লি, মুম্বই, চেন্নাই এবং হাওড়ার বিদ্যমান ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত । ডেডিকেটেড ফ্রেট করিডোর চালুর মাধ্যমে দিল্লি, মুম্বই এবং হাওড়া এলাকার সংযোগ আরও মজবুত করা হবে বলে জানা গিয়েছে । ভারতীয় রেলপথ, যোগাযোগ ও ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন ।
আরও পড়ুন: টিকিট চেকিং বাবদ সর্বোচ্চ আয়, কর্মীদের সংবর্ধনা দিল দক্ষিণ-পূর্ব রেল