ETV Bharat / state

দীর্ঘ টালবাহানা পেরিয়ে পুলিশি ঘেরাটোপে লিলুয়ার বেআইনি অংশ ভাঙার কাজ চলল - লিলুয়ায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ

Illegal Construction Demolition in Liluah: প্রোমোটারদের বাধা সরিয়ে হাওড়ার লিলুয়াতে অবস্থিত ধীরেন্দ্র অ্যাপার্টমেন্ট, 43/2-রবীন্দ্র সরণীর বহুতল আবাসনের বেআইনি অংশটি ভাঙার কাজ শুরু করল হাওড়া পৌরনিগমের কর্মীরা ৷

Etv Bharat
লিলুয়াতে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হল
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 1:51 PM IST

লিলুয়ায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে

লিলুয়া, 26 নভেম্বর: বহু টালবাহানার পর অবশেষে শনিবার সকাল থেকে অবৈধ বহুতল আবাসন ভাঙার কাজ পুনরায় শুরু হল ৷ চলতি সপ্তাহেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন হাওড়ার লিলুয়াতে অবস্থিত ধীরেন্দ্র অ্যাপার্টমেন্ট, 43/2-রবীন্দ্র সরণীর বহুতল আবাসনের বেআইনি অংশটি ভেঙে ফেলতে হবে । সেইমতো বৃহস্পতিবার রাতেই হাওড়া পৌরনিগম ও লিলুয়া থানার তরফ থেকে নোটিশ টাঙানো হলেও শুক্রবার সকাল 10টা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রশাসনের নানা টালবাহানার জন্য আবাসনের আবাসিক ও প্রোমোটারদের লোকজনের বাধায় পুলিশকে ও হাওড়া পৌরনিগমের আধিকারিকদের খালি হাতেই ফেরত যেতে হয় ।

অবশেষে শনিবার সকাল থেকেই সেই অবৈধ বহুতল আবাসনের বেআইনি অংশটি পুনরায় ভাঙার কাজ শুরু করে লিলুয়া থানার পুলিশ আধিকারিক এবং হাওড়া পৌরনিগমের আধিকারিকরা । যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বহুতলের সামনেই ওই বহুতলের প্রোমোটারের লোকজন ও আবাসিকরা গত কালকের মতো প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা করলে, তাদের কোনও কথায় ভ্রুক্ষেপ না করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে শনিবার বেআইনি অংশ ভাঙা শুরু করা হয় । বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি লিলুয়া থানা ও হাওড়া পৌরনিগমের আধিকারিকরা ।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের বৃহস্পতিবার হাওড়ার বেআইনি নির্মাণ মামলাতে পুলিশকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এই মামলাতেই প্রোমোটার পার্থ ঘোষ ও লিলুয়া থানার আধিকারিককে বৃহস্পতিবার আদালতের নির্দেশ মতো হাজিরা দিতে হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনে । এই বেআইনি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয় । ওই নির্মাণ ভাঙার নির্দেশ দেয় অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই রায়ই বহাল রাখে ।

গত 4 সেপ্টেম্বর বালি পৌরসভা ওই নির্মাণ ভাঙতে গিয়ে বাধার সম্মুখীন হয় । পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয় বলে জানায় তারা । ফের শনিবার আদালতের নির্দেশ মতোই বেআইনি নির্মাণ ভাঙতে আসে লিলুয়া থানার পুলিশ ও হাওড়া পৌরনিগমের কর্মীরা ।

আরও পড়ুন :

1 বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পথে হেঁটেই একবালপুরে বেআইনি বহুতল ভাঙার নির্দেশ কলকাতা হাইকোর্টের

2 'বেআইনি হলে আমার বাড়িও ভেঙে দিন', নির্মাণ মামলায় পুলিশকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

3 বেআইনি নির্মাণ মামলায় বিকেলেই লিলুয়ার আইসি'কে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

লিলুয়ায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে

লিলুয়া, 26 নভেম্বর: বহু টালবাহানার পর অবশেষে শনিবার সকাল থেকে অবৈধ বহুতল আবাসন ভাঙার কাজ পুনরায় শুরু হল ৷ চলতি সপ্তাহেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন হাওড়ার লিলুয়াতে অবস্থিত ধীরেন্দ্র অ্যাপার্টমেন্ট, 43/2-রবীন্দ্র সরণীর বহুতল আবাসনের বেআইনি অংশটি ভেঙে ফেলতে হবে । সেইমতো বৃহস্পতিবার রাতেই হাওড়া পৌরনিগম ও লিলুয়া থানার তরফ থেকে নোটিশ টাঙানো হলেও শুক্রবার সকাল 10টা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রশাসনের নানা টালবাহানার জন্য আবাসনের আবাসিক ও প্রোমোটারদের লোকজনের বাধায় পুলিশকে ও হাওড়া পৌরনিগমের আধিকারিকদের খালি হাতেই ফেরত যেতে হয় ।

অবশেষে শনিবার সকাল থেকেই সেই অবৈধ বহুতল আবাসনের বেআইনি অংশটি পুনরায় ভাঙার কাজ শুরু করে লিলুয়া থানার পুলিশ আধিকারিক এবং হাওড়া পৌরনিগমের আধিকারিকরা । যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বহুতলের সামনেই ওই বহুতলের প্রোমোটারের লোকজন ও আবাসিকরা গত কালকের মতো প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা করলে, তাদের কোনও কথায় ভ্রুক্ষেপ না করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে শনিবার বেআইনি অংশ ভাঙা শুরু করা হয় । বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি লিলুয়া থানা ও হাওড়া পৌরনিগমের আধিকারিকরা ।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের বৃহস্পতিবার হাওড়ার বেআইনি নির্মাণ মামলাতে পুলিশকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এই মামলাতেই প্রোমোটার পার্থ ঘোষ ও লিলুয়া থানার আধিকারিককে বৃহস্পতিবার আদালতের নির্দেশ মতো হাজিরা দিতে হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনে । এই বেআইনি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয় । ওই নির্মাণ ভাঙার নির্দেশ দেয় অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই রায়ই বহাল রাখে ।

গত 4 সেপ্টেম্বর বালি পৌরসভা ওই নির্মাণ ভাঙতে গিয়ে বাধার সম্মুখীন হয় । পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয় বলে জানায় তারা । ফের শনিবার আদালতের নির্দেশ মতোই বেআইনি নির্মাণ ভাঙতে আসে লিলুয়া থানার পুলিশ ও হাওড়া পৌরনিগমের কর্মীরা ।

আরও পড়ুন :

1 বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পথে হেঁটেই একবালপুরে বেআইনি বহুতল ভাঙার নির্দেশ কলকাতা হাইকোর্টের

2 'বেআইনি হলে আমার বাড়িও ভেঙে দিন', নির্মাণ মামলায় পুলিশকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

3 বেআইনি নির্মাণ মামলায় বিকেলেই লিলুয়ার আইসি'কে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.