দাসনগর, 25 নভেম্বর : গতকাল গভীর রাতে দাসনগরে একটি ক্লাবের অ্যাম্বুলেন্স ভাঙচুর করে দুষ্কৃতীরা । ভাঙচুর চালানো হয় অ্যাম্বুলেন্সটি যে গ্যারেজে রাখা ছিল সেখানে । তছনছ করা হয় ক্লাবের বাগানেও । আজ সকালে বিষয়টি ক্লাবের সদস্যদের ও স্থানীয় বাসিন্দাদের নজরে আসে । এরপর উত্তেজিত জনতা এলাকার একটি দোকানে ভাঙচুর চালায় ও হাওড়া-আমতা রোড অবরোধ করেন স্থানীয়রা ।
ক্লাবের সদস্য সৌমেন হাজরা বলেন, "প্রায় 8 বছর ধরে অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছি আমরা । এলাকার বাসিন্দারা কার্যত নিখরচায় এই পরিষেবা পান । গতকাল রাতে একদল দুষ্কৃতী ভাঙচুর করেছে । ১২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে প্রশাসন ।"
খবর পেয়ে ঘটনাস্থানে আসে দাসনগর থানার পুলিশ । পুলিশের কাছে দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি জানান ক্লাবের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা । পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয় ।