হাওড়া, 21 এপ্রিল : হাওড়া রেলওয়ে স্টেশনের পুরনো কমপ্লেক্স থেকে উদ্ধার কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার (Gold Ornaments of Crores Rupees Recovered from Howrah Station) ৷ রেল পুলিশের হাতে গ্রেফতার আকাশ কুমার সারাফ নামে বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি ৷ ভারতীয় রেলের বিশেষ 'সতর্ক' অপারেশনের মাধ্যমে এই বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করা হয় (Gold Ornaments Recovered From Howrah Station)।
বুধবার রাত 8টা নাগাদ আরপিএফের একটি বিশেষ টিম সূত্র মারফত খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে । হাওড়া রেলওয়ে স্টেশনের পুরাতন কমপ্লেক্সে একটি ভারী ব্যাগ হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল আকাশ । এতে সন্দেহের উদ্রেক হওয়ায় তার ব্যাগে তল্লাশি চালায় আরপিএফ । সেখানেই মেলে এক কোটি মূল্যের বেশি সোনার গয়না ৷
এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আকাশ ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুর ব্লকের দেবীগঞ্জ রোডের বাসিন্দা ৷ তার বাবা শ্রী কিশোরী লাল সারাফ শ্রীকানহাইয়া অলংকার মন্দিরের মালিক । তাদের দোকান অম্বিকাপুরের সদর রোডে । সে ওই দোকানেই কাজ করে । বাবার নির্দেশে সে 18 তারিখে কলকাতায় আসে 12809 নম্বর ট্রেন ধরে । কলকাতার যমুনা জুয়েলার্স প্রাইভেট লিমিটেড থেকে এই গয়না কেনে । কিন্তু যাওয়ার তাড়া থাকায় সে ওই দোকান থেকে বিল নিতে পারেনি । সে আরও জানায় বৃহস্পতিবার 12810 হাওড়া-রায়পুর এক্সপ্রেস ট্রেনে তার টিকিট বুক করা রয়েছে । কিন্তু সে পরিচয় প্রকাশ করলেও উদ্ধার করা বস্তু ও নগদ বিষয়ে কোনও প্রমাণপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে রেল পুলিশ ।
বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে আনুমানিক 2 কেজি 200 গ্রাম সোনার গয়না ৷ যার বাজার মূল্য প্রায় এক কোটি 9 লক্ষ 67 হাজার টাকা । সম্প্রতি এত বড় অর্থের জিনিসপত্র ও নগদ টাকা হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়নি বলে জানায় আরপিএফ ৷
আরও পড়ুন : Gold And Diamond Recovery : কোটি টাকার সোনা ও হিরের গয়না উদ্ধার-সহ গ্রেফতার তিন