ETV Bharat / state

যুবতির শ্লীলতাহানি, কাঠগড়ায় পঞ্চায়েত সদস্য়ার ছেলে

বুধবার রাতে কাজ থেকে ফেরার সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য়া তৃণমূলের জাইদা আনসারির ছেলে সোনু ও তার সঙ্গীরা যুবতির পথ আটকায় ।

aligation-against-tmc-leader-son-to-molest-a-girl
তরুণীর শ্লীলতাহানি, কাঠগড়ায় পঞ্চায়েত সদস্য়ার ছেলে
author img

By

Published : Oct 29, 2020, 7:18 PM IST

হাওড়া, 29 অক্টোবর : তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ার ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ আক্রান্ত যুবতিকে মারধর ও তাঁর পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্য়ার ছেলে সোনু আনসারির বিরুদ্ধে ৷ হাওড়ার বাঁকড়া পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকার ঘটনা । আজ সকালে এর প্রতিবাদে বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েত অফিস ঘেরাও করেন স্থানীয়রা ৷

যুবতির অভিযোগ, বুধবার রাতে কাজ থেকে ফেরার সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য়া জাইদা আনসারির ছেলে সোনু ও তার সঙ্গীরা তাঁর পথ আটকায় ৷ অভিযোগ, সোনু তাঁর হাত ধরে টানাটানি করে ৷ এর প্রতিবাদ করলে তাঁকে মারতে শুরু করে বলেও অভিযোগ ৷ এমনকী তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়া হয় ৷ কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাড়ি ফেরেন তিনি ৷ তবে সেখানেও সোনু তার সঙ্গীদের নিয়ে হামলা চালায় ৷ বাড়িতে ঢুকে যুবতির মা ও দিদিকেও মারধর করে বলে অভিযোগ ৷

যুবতি বলেন, সোনু এর আগে তাঁকে ফোন করে উত্য়ক্ত করত ৷ এমনকী কুপ্রস্তাবও দিয়েছিল ৷ সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই এই হামলা বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি ৷

পুলিশও প্রথমে তাঁর অভিযোগ নিতে চায়নি বলে তাঁর দাবি ৷ যদিও অভিযুক্ত সোনুর বাবা মানজার আনসারির অভিযোগ, তাঁর ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছেন ওই যুবতি ৷

এই ঘটনার প্রতিবাদে আজ সকালে বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েত অফিস ঘেরাও করেন স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, শুধু এই ঘটনা নয়, এলাকার অন্য় মহিলাদেরও রাস্তায় উত্য়ক্ত করে সোনু ও তার দলবল ৷

হাওড়া, 29 অক্টোবর : তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ার ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ আক্রান্ত যুবতিকে মারধর ও তাঁর পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্য়ার ছেলে সোনু আনসারির বিরুদ্ধে ৷ হাওড়ার বাঁকড়া পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকার ঘটনা । আজ সকালে এর প্রতিবাদে বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েত অফিস ঘেরাও করেন স্থানীয়রা ৷

যুবতির অভিযোগ, বুধবার রাতে কাজ থেকে ফেরার সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য়া জাইদা আনসারির ছেলে সোনু ও তার সঙ্গীরা তাঁর পথ আটকায় ৷ অভিযোগ, সোনু তাঁর হাত ধরে টানাটানি করে ৷ এর প্রতিবাদ করলে তাঁকে মারতে শুরু করে বলেও অভিযোগ ৷ এমনকী তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়া হয় ৷ কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাড়ি ফেরেন তিনি ৷ তবে সেখানেও সোনু তার সঙ্গীদের নিয়ে হামলা চালায় ৷ বাড়িতে ঢুকে যুবতির মা ও দিদিকেও মারধর করে বলে অভিযোগ ৷

যুবতি বলেন, সোনু এর আগে তাঁকে ফোন করে উত্য়ক্ত করত ৷ এমনকী কুপ্রস্তাবও দিয়েছিল ৷ সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই এই হামলা বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি ৷

পুলিশও প্রথমে তাঁর অভিযোগ নিতে চায়নি বলে তাঁর দাবি ৷ যদিও অভিযুক্ত সোনুর বাবা মানজার আনসারির অভিযোগ, তাঁর ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছেন ওই যুবতি ৷

এই ঘটনার প্রতিবাদে আজ সকালে বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েত অফিস ঘেরাও করেন স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, শুধু এই ঘটনা নয়, এলাকার অন্য় মহিলাদেরও রাস্তায় উত্য়ক্ত করে সোনু ও তার দলবল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.