ETV Bharat / state

সই করেনি স্কুল, জেলার হয়ে খেলা হল না জাতীয়স্তরের কাবাডি খেলোয়াড়ের - Howrah

জাতীয় স্তরে কাবাডি খেলেছে । কিন্তু একটা সইয়ের জন্য জেলার হয়ে খেলতে পারল না সে ।

অঙ্কনা ঘোষ
author img

By

Published : Aug 23, 2019, 4:55 AM IST

ডোমজুড়, 23 অগাস্ট : খেলাধূলা করতে ভালোবাসে । পছন্দের খেলা কাবাডি । জাতীয় স্তরে দেশের হয়েও খেলেছে । কিন্তু জেলার হয়ে খেলতে পারল না সে । অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তার রেজিস্ট্রেশনে সই করা হয়নি । আর তাই জেলা চ্যাম্পিয়নশিপে খেলতে পারল না জাতীয়স্তরের কাবাডি খেলোয়াড় অঙ্কনা ঘোষ । গতকাল এই অভিযোগ ওঠে নেহরু গার্লস হাইস্কুলের বিরুদ্ধে । শুধু তাই নয়, ওই স্কুলের টিচার ইনচার্জ নিজেকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ দাবি করে ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ অঙ্কনার পরিবারের ।

ডোমজুড়ের নেহরু গার্লস হাইস্কুলের ছাত্রী অঙ্কনা ঘোষ । কাবাডি খেলতে ভালোবাসে । জাতীয়স্তরে দেশের হয়েও খেলেছে । কিন্তু জেলার হয়ে খেলতে পারল না । অসুস্থতা বা আর্থিক অনটন কোনওটাই তার খেলতে না পারার কারণ নয় । অঙ্কনার খেলতে না পারার কারণ হিসেবে স্কুলের দিকেই আঙুল তুলছে অঙ্কনার পরিবার । তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অঙ্কনার রেজিস্ট্রেশনে সই করেনি স্কুল কর্তৃপক্ষ । একাধিকবার অনুরোধ করেও কোনও লাভ হয়নি । উলটে ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার মতো হুমকি শুনতে হয়েছে অঙ্কনাকে ।

এই পুরো ঘটনায় ওই স্কুলের টিচার ইনচার্জ সোমা মুখার্জিকেই সবথেকে বেশি দায়ি করছে অঙ্কনার পরিবার । তাদের অভিযোগ, ওই শিক্ষিকা নিজেকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ দাবি করে অঙ্কনার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছেন । এমন কী, অন্যান্য শিক্ষিকাদের অঙ্কনার সাহায্য না করারও নির্দেশ দিয়েছেন তিনি । এই ঘটনায় রীতিমতো আশঙ্কায় রয়েছে অঙ্কনা ও তার পরিবার ।

অঙ্কনার মা বলেন, "মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ভয় দেখাচ্ছেন । মুখ্যমন্ত্রী কি ওনার একার ? আমাদের কেউ নয় । দিদিকে বিষয়টি দেখার জন্য আমরা অনুরোধ করব । এই ঘটনায় আমার মেয়ে ভয়ে রয়েছে । আমি চাই অঙ্কনাকে যত তাড়াতাড়ি সম্ভব TC দিয়ে দেওয়া হোক । তাহলে আমরা অন্য স্কুলে ভরতি করাব । অন্তত ওর ভবিষ্যৎ তো নষ্ট হবে না ।"

স্কুলের বিরুদ্ধে এই অভিযোগ মানতে রাজি নয় শিক্ষিকারা । এক শিক্ষিকা বলেন, "এই বছর খেলায় নাম রেজিস্ট্রেশন করানোর অনলাইন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এসেছে । তাই আমরা অনলাইন প্রক্রিয়াটি এখনও ভালোমতো জানি না । তাই কারও রেজিস্ট্রেশন করানোর হলে টিচার ইনচার্জের কাছেই নিয়ে যাওয়া হয় । তারপর রেজিস্ট্রেশন করা হয় । এইভাবে আমরা অন্য এক ছাত্রীর রেজিস্ট্রেশন করেছি । সে খেলেছে । কিন্তু অঙ্কনা টিচার ইনচার্জ বা স্কুল অফিসে দেখা করেনি । প্রথম থেকেই সে স্কুলের খেলা বিষয়ক যে শিক্ষিকা রয়েছেন তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন । ওই শিক্ষিকা খেলার একটি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকায় পাশের একটি স্কুলের শিক্ষকের সাহায্য নিয়ে অঙ্কনার রেজিস্ট্রেশন করান । সেক্ষেত্রে স্কুলের একটি ডাইস কোড লাগে । যা স্কুলের অনুমতি না নিয়েই ওই শিক্ষিকা পাশের স্কুলের শিক্ষককে দেন । পরে বিষয়টি জানাজানি হয় । এরপরও স্কুল কর্তৃপক্ষ তার থেকে কিছু কাগজপত্র চায় । কিন্তু সেই কাগজপত্রের অরিজিনাল কপি দেখাতে পারেনি অঙ্কনা । যার ফলে রেজিস্ট্রেশনে সই করতে অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ ।"

পুরো ঘটনায় স্কুল কর্তৃপক্ষ অঙ্কনার গাফিলতির দিকে আঙুল তুলছে । কিন্তু জাতীয় স্তরের কাবাডি খেলোয়াড়ের ভবিষ্যৎ প্রশ্নের মুখে আসায় স্কুলের গাফিলতিকেই দায়ি করছে অঙ্কনা ও তার পরিবার ।

ডোমজুড়, 23 অগাস্ট : খেলাধূলা করতে ভালোবাসে । পছন্দের খেলা কাবাডি । জাতীয় স্তরে দেশের হয়েও খেলেছে । কিন্তু জেলার হয়ে খেলতে পারল না সে । অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তার রেজিস্ট্রেশনে সই করা হয়নি । আর তাই জেলা চ্যাম্পিয়নশিপে খেলতে পারল না জাতীয়স্তরের কাবাডি খেলোয়াড় অঙ্কনা ঘোষ । গতকাল এই অভিযোগ ওঠে নেহরু গার্লস হাইস্কুলের বিরুদ্ধে । শুধু তাই নয়, ওই স্কুলের টিচার ইনচার্জ নিজেকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ দাবি করে ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ অঙ্কনার পরিবারের ।

ডোমজুড়ের নেহরু গার্লস হাইস্কুলের ছাত্রী অঙ্কনা ঘোষ । কাবাডি খেলতে ভালোবাসে । জাতীয়স্তরে দেশের হয়েও খেলেছে । কিন্তু জেলার হয়ে খেলতে পারল না । অসুস্থতা বা আর্থিক অনটন কোনওটাই তার খেলতে না পারার কারণ নয় । অঙ্কনার খেলতে না পারার কারণ হিসেবে স্কুলের দিকেই আঙুল তুলছে অঙ্কনার পরিবার । তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অঙ্কনার রেজিস্ট্রেশনে সই করেনি স্কুল কর্তৃপক্ষ । একাধিকবার অনুরোধ করেও কোনও লাভ হয়নি । উলটে ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার মতো হুমকি শুনতে হয়েছে অঙ্কনাকে ।

এই পুরো ঘটনায় ওই স্কুলের টিচার ইনচার্জ সোমা মুখার্জিকেই সবথেকে বেশি দায়ি করছে অঙ্কনার পরিবার । তাদের অভিযোগ, ওই শিক্ষিকা নিজেকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ দাবি করে অঙ্কনার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছেন । এমন কী, অন্যান্য শিক্ষিকাদের অঙ্কনার সাহায্য না করারও নির্দেশ দিয়েছেন তিনি । এই ঘটনায় রীতিমতো আশঙ্কায় রয়েছে অঙ্কনা ও তার পরিবার ।

অঙ্কনার মা বলেন, "মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ভয় দেখাচ্ছেন । মুখ্যমন্ত্রী কি ওনার একার ? আমাদের কেউ নয় । দিদিকে বিষয়টি দেখার জন্য আমরা অনুরোধ করব । এই ঘটনায় আমার মেয়ে ভয়ে রয়েছে । আমি চাই অঙ্কনাকে যত তাড়াতাড়ি সম্ভব TC দিয়ে দেওয়া হোক । তাহলে আমরা অন্য স্কুলে ভরতি করাব । অন্তত ওর ভবিষ্যৎ তো নষ্ট হবে না ।"

স্কুলের বিরুদ্ধে এই অভিযোগ মানতে রাজি নয় শিক্ষিকারা । এক শিক্ষিকা বলেন, "এই বছর খেলায় নাম রেজিস্ট্রেশন করানোর অনলাইন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এসেছে । তাই আমরা অনলাইন প্রক্রিয়াটি এখনও ভালোমতো জানি না । তাই কারও রেজিস্ট্রেশন করানোর হলে টিচার ইনচার্জের কাছেই নিয়ে যাওয়া হয় । তারপর রেজিস্ট্রেশন করা হয় । এইভাবে আমরা অন্য এক ছাত্রীর রেজিস্ট্রেশন করেছি । সে খেলেছে । কিন্তু অঙ্কনা টিচার ইনচার্জ বা স্কুল অফিসে দেখা করেনি । প্রথম থেকেই সে স্কুলের খেলা বিষয়ক যে শিক্ষিকা রয়েছেন তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন । ওই শিক্ষিকা খেলার একটি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকায় পাশের একটি স্কুলের শিক্ষকের সাহায্য নিয়ে অঙ্কনার রেজিস্ট্রেশন করান । সেক্ষেত্রে স্কুলের একটি ডাইস কোড লাগে । যা স্কুলের অনুমতি না নিয়েই ওই শিক্ষিকা পাশের স্কুলের শিক্ষককে দেন । পরে বিষয়টি জানাজানি হয় । এরপরও স্কুল কর্তৃপক্ষ তার থেকে কিছু কাগজপত্র চায় । কিন্তু সেই কাগজপত্রের অরিজিনাল কপি দেখাতে পারেনি অঙ্কনা । যার ফলে রেজিস্ট্রেশনে সই করতে অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ ।"

পুরো ঘটনায় স্কুল কর্তৃপক্ষ অঙ্কনার গাফিলতির দিকে আঙুল তুলছে । কিন্তু জাতীয় স্তরের কাবাডি খেলোয়াড়ের ভবিষ্যৎ প্রশ্নের মুখে আসায় স্কুলের গাফিলতিকেই দায়ি করছে অঙ্কনা ও তার পরিবার ।

Intro:
এমনি একটি অভিযোগ কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার ডোমজুরে। অভিযোগের তীর নেহেরু গার্লস হাই স্কুলের দিকে। যে স্কুলে একসময় স্বয়ং শিক্ষকতা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের ঘনিষ্ট দাবি করে এক ছাত্রী তথা জাতীয় কাবাডি খেলোয়াড় অঙ্কনা ঘোষের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ উঠল ওই স্কুলের সোমা মুখার্জীর বিরুদ্ধে।
অভিযোগ ইচ্ছাকৃত ভাবে রেজিস্ট্রেশানে সই না করায় প্রশ্নের মুখে জাতীয় কাবাডি খেলোয়াড় অঙ্কনা ঘোষের ভবিষ্যৎ। অঙ্কনার পরিবারের সদস্যদের দাবি জেলা চ্যাম্পিয়নশিপ খেলতে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে একাধিকবার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয় নি, বরং শুনতে হয়েছে ভয়ঙ্কর হুমকি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো টিচার ইনচার্জ সোমা মুখার্জী নিজেকে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ দাবি করার ওই কাবাডি খেলোয়াড়ের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার কথা বলেছেন তিনি। শুধু তাই নয় কার্যোদ্ধারের জন্য রাত বিরেতে মেয়েকে সঙ্গে নিয়ে আধিকারিকদের ঘরে ঘরে ঘোরার নিদান দিয়েছেন ওই টিচার ইনচার্জ। এমনকি ওই জাতীয় স্তরের কাবাডি খেলোয়াড়ের ভবিষ্যৎ নষ্ট করতে তিনি সব রকম ব্যবস্থা নেবেন বলে অভিযোগ তার বাড়ির সদস্যদের। এর জেরে সেই খেলোয়াড়ের ভবিষ্যৎ নষ্ট হওয়ার মুখে। পরিস্থিতি এতটাই ভীতিকর হয়ে দাঁড়িয়েছে সেই ছাত্রী তার নিজের স্কুলে যেতে ভয় পাচ্ছে। সেই ছাত্রী সহ তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন তাদের কাছে ওই ছাত্রী কে নিয়ে হুমকি ফোন ও আসছে।
Body:অপরদিকে ওই স্কুলের শিক্ষিকাদের দাবি এই রকম কোনো ঘটনাই ঘটে নি। তারা অভিযোগ করেছেন ওই ছাত্রীর পরিবারের কেউ তাদের স্কুলে এসে দেখা করেন নি। এর পাশাপাশি ওই স্কুলের ক্রীড়াশিক্ষিকা বলছেন তার সাথে ছাত্রী ও পরিবারের লোকেরা দেখা করেছেন। উচ্চ শিক্ষা দফতরের কেউ তাকে রেজিস্ট্রেশনের জন্য কোনো ট্রেনিং দেয় নি যেখানে রেজিস্ট্রেশনের পদ্ধতি পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তিত পদ্ধতি স্কুল থেকে না হওয়ার জন্য তিনি ওই ছাত্রীকে বাইরে থেকে রেজিস্ট্রেশন করওর পরামর্শ দেন এবং স্কুলের ডাইস কোর্ড সেই ছাত্রী কে দেন স্কুলের কর্তৃপক্ষের বিনা অনুমতিতে। এছাড়াও ওই দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিজেকে মমতা ঘনিষ্ঠ বলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, আরো কিছু ছাত্রী সুযোগ পেয়েছে। অঙ্কনা পায়নি তার গাফিলতিতে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.