ETV Bharat / state

উত্তর ও দক্ষিণবঙ্গের অরণ্য অধ্যুষিত এলাকায় খাদ্য পৌঁছাতে উদ্যোগ বন দপ্তরের - হাওড়া

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গা অরণ্য অধ্যুষিত , সেই সমস্ত জায়গায় প্রত্যেকদিন ত্রাণ পৌঁছতে উদ্যোগী হলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি সারমেয়দের জন্য খাবার ব্যবস্থা করেছে বন দপ্তর ৷

Forest department
খাদ্যদ্রব্য পৌঁছাতে উদ্যোগ বন দপ্তরের
author img

By

Published : Apr 8, 2020, 6:55 PM IST

হাওড়া , 8 এপ্রিল : অরণ্য লাগোয়া এলাকার দুস্থ মানুষগুলির দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর । উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গা অরণ্য অধ্যুষিত , সেই সমস্ত জায়গায় প্রত্যেকদিন ত্রাণ পৌঁছতে উদ্যোগী হলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ।

উত্তরবঙ্গের বৈকুন্ঠপুর , জলদাপাড়া , বক্সা , লাটাগুড়ি , চাপড়ামারির মতো এলাকাগুলিতে 10 হাজারেরও বেশি দুস্থ মানুষের বাড়িতে বন দপ্তরের তরফে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । শুধু তাই নয় , এছাড়াও যে সমস্ত বিট এলাকা রয়েছে , সেখানেও প্রত্যহ রান্না করা খাবার প্যাকেট করে বিতরণের ব্যবস্থা করা হয়েছে ।

এ প্রসঙ্গে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন , "বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মানুষ । এই অবস্থায় খাদ্যের অভাবে রয়েছে অরণ্য এলাকার মানুষগুলির ৷ তাই বন দপ্তরের উদ্যোগে এই সমস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।" শুধুমাত্র , মানুষ নয় পাশাপাশি সারমেয়দের জন্যও খাবারের ব্যবস্থা করেছে বন দপ্তর । তবে উত্তরবঙ্গের পাশাপাশি রান্না করা খাবার পাঠানো হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও । যার মধ্যে সুন্দরবন এলাকার বেশ কিছু জায়গায় রান্না করা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ।

হাওড়া , 8 এপ্রিল : অরণ্য লাগোয়া এলাকার দুস্থ মানুষগুলির দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর । উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গা অরণ্য অধ্যুষিত , সেই সমস্ত জায়গায় প্রত্যেকদিন ত্রাণ পৌঁছতে উদ্যোগী হলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ।

উত্তরবঙ্গের বৈকুন্ঠপুর , জলদাপাড়া , বক্সা , লাটাগুড়ি , চাপড়ামারির মতো এলাকাগুলিতে 10 হাজারেরও বেশি দুস্থ মানুষের বাড়িতে বন দপ্তরের তরফে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । শুধু তাই নয় , এছাড়াও যে সমস্ত বিট এলাকা রয়েছে , সেখানেও প্রত্যহ রান্না করা খাবার প্যাকেট করে বিতরণের ব্যবস্থা করা হয়েছে ।

এ প্রসঙ্গে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন , "বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মানুষ । এই অবস্থায় খাদ্যের অভাবে রয়েছে অরণ্য এলাকার মানুষগুলির ৷ তাই বন দপ্তরের উদ্যোগে এই সমস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।" শুধুমাত্র , মানুষ নয় পাশাপাশি সারমেয়দের জন্যও খাবারের ব্যবস্থা করেছে বন দপ্তর । তবে উত্তরবঙ্গের পাশাপাশি রান্না করা খাবার পাঠানো হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও । যার মধ্যে সুন্দরবন এলাকার বেশ কিছু জায়গায় রান্না করা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.