ETV Bharat / state

Foreign Cigarettes Recovered: হাওড়া স্টেশন থেকে উদ্ধার 10 লক্ষ টাকার বিদেশি সিগারেট, ধৃত 1 - হাওড়া স্টেশন

বুধবার হাওড়া স্টেশনে রুটিন চেকআপ চলছিল ৷ সেই সময় ধরা পড়ে ব্যাগ ভরতি বিদেশি সিগারেট ৷ এক ব্যক্তিকে আটক করা হয়েছে (Foreign Cigarettes seizure) ৷

Howrah
ETV Bharat
author img

By

Published : Dec 8, 2022, 6:46 AM IST

হাওড়া, 8 ডিসেম্বর: বিদেশি সিগারেট-সহ আটক এক ব্যক্তি ৷ বুধবার হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4টি ব্যাগ ভর্তি বিদেশি সিগারেট উদ্ধার হয় ৷ যার আনুমানিক বাজার মূল্য 10 লাখ 26 হাজার টাকা (Foreign Cigarettes recovered in Howrah Station) ৷

জানা গিয়েছে রুটিন চেকের সময় এই প্যাকেট ভর্তি ব্যাগ উদ্ধার হয় ৷ ঘটনায় ধৃত নুরুদ্দিন শেখ (31), পিতার নাম ইজরাইল শেখ, মুম্বইয়ের ইজরাইল মহল্লার বাসিন্দা ৷ কর্তব্যরত আরপিএফ জানিয়েছেন, ধৃত ব্যক্তির ভাই আসিক কলকাতার বিভিন্ন দোকান থেকে এই সিগারেট নিয়ে এসেছিল ৷ সে ট্যাক্সি করে হাওড়া স্টেশন এসেছিল ৷ এই সব জিনিস নিয়ে দুরন্ত এক্সপ্রেসে চেপে মুম্বই পৌঁছনোর কথা ছিল তাঁর ৷

বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে আটক করা হয় ৷ ধৃতের বিরুদ্ধে 1962 সালের কাস্টমস আইন মোতাবেক 110 ধারাতে মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতের থেকে উদ্ধার হয় নামী বিদেশি সংস্থার 70 টি সিগারেটের বাক্স ৷ প্রতিটি বাক্সের মধ্যে 10 টি ছোট বাক্স রয়েছে ৷ এর বাজার মূল্য 4 লক্ষ কুড়ি হাজার টাকা ৷ এছাড়া অন্য নামী কোম্পানির 80 টি বাক্স পাওয়া গিয়েছে ৷ এর বাজার মূল্য 1 লক্ষ 60 হাজার টাকা ৷ সঙ্গে আরও 10টি ছোট প্যাকেট, যার মূল্য 40 হাজার টাকা ৷ 11 বাক্স নামী কোম্পানির সিগারেটের বাজার মূল্য 44 হাজার টাকা ৷ ছ'টি বড় বাক্স, যাতে 60 হাজার টাকার সিগারেট পাওয়া যায় ৷ এছাড়া 18 প্যাকেটের দাম 1 লক্ষ 80 হাজার টাকা, 9 বাক্স সিগারেটের বাজারমূল্য 54 হাজার টাকা ৷ আর 13 বড় বাক্স, যার মোট মূল্য 66 হাজার টাকা ৷ মোট উদ্ধার হওয়া সামগ্রীর দাম 10 লক্ষ 26 হাজার টাকা ৷

আরও পড়ুন: হাওড়া স্টেশনে লক্ষাধিক নগদ টাকা-সহ গ্রেফতার 1

প্রসঙ্গত, গত মাসের 18 নভেম্বর শুক্রবার হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয় 32 লক্ষ 20 হাজার টাকা নগদ অর্থ ৷ উত্তরপ্রদেশের লোহাদি কালান থানা এলাকার বাসিন্দা রাজকুমার বিন্দ (39) নামের এক ব্যক্তির থেকে উদ্ধার হয় এই বিপুল অঙ্কের নগদ টাকা ৷ এরপর আরপিএফ থেকে তাঁকে আয়কর বিভাগের অধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় ৷

হাওড়া, 8 ডিসেম্বর: বিদেশি সিগারেট-সহ আটক এক ব্যক্তি ৷ বুধবার হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4টি ব্যাগ ভর্তি বিদেশি সিগারেট উদ্ধার হয় ৷ যার আনুমানিক বাজার মূল্য 10 লাখ 26 হাজার টাকা (Foreign Cigarettes recovered in Howrah Station) ৷

জানা গিয়েছে রুটিন চেকের সময় এই প্যাকেট ভর্তি ব্যাগ উদ্ধার হয় ৷ ঘটনায় ধৃত নুরুদ্দিন শেখ (31), পিতার নাম ইজরাইল শেখ, মুম্বইয়ের ইজরাইল মহল্লার বাসিন্দা ৷ কর্তব্যরত আরপিএফ জানিয়েছেন, ধৃত ব্যক্তির ভাই আসিক কলকাতার বিভিন্ন দোকান থেকে এই সিগারেট নিয়ে এসেছিল ৷ সে ট্যাক্সি করে হাওড়া স্টেশন এসেছিল ৷ এই সব জিনিস নিয়ে দুরন্ত এক্সপ্রেসে চেপে মুম্বই পৌঁছনোর কথা ছিল তাঁর ৷

বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে আটক করা হয় ৷ ধৃতের বিরুদ্ধে 1962 সালের কাস্টমস আইন মোতাবেক 110 ধারাতে মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতের থেকে উদ্ধার হয় নামী বিদেশি সংস্থার 70 টি সিগারেটের বাক্স ৷ প্রতিটি বাক্সের মধ্যে 10 টি ছোট বাক্স রয়েছে ৷ এর বাজার মূল্য 4 লক্ষ কুড়ি হাজার টাকা ৷ এছাড়া অন্য নামী কোম্পানির 80 টি বাক্স পাওয়া গিয়েছে ৷ এর বাজার মূল্য 1 লক্ষ 60 হাজার টাকা ৷ সঙ্গে আরও 10টি ছোট প্যাকেট, যার মূল্য 40 হাজার টাকা ৷ 11 বাক্স নামী কোম্পানির সিগারেটের বাজার মূল্য 44 হাজার টাকা ৷ ছ'টি বড় বাক্স, যাতে 60 হাজার টাকার সিগারেট পাওয়া যায় ৷ এছাড়া 18 প্যাকেটের দাম 1 লক্ষ 80 হাজার টাকা, 9 বাক্স সিগারেটের বাজারমূল্য 54 হাজার টাকা ৷ আর 13 বড় বাক্স, যার মোট মূল্য 66 হাজার টাকা ৷ মোট উদ্ধার হওয়া সামগ্রীর দাম 10 লক্ষ 26 হাজার টাকা ৷

আরও পড়ুন: হাওড়া স্টেশনে লক্ষাধিক নগদ টাকা-সহ গ্রেফতার 1

প্রসঙ্গত, গত মাসের 18 নভেম্বর শুক্রবার হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয় 32 লক্ষ 20 হাজার টাকা নগদ অর্থ ৷ উত্তরপ্রদেশের লোহাদি কালান থানা এলাকার বাসিন্দা রাজকুমার বিন্দ (39) নামের এক ব্যক্তির থেকে উদ্ধার হয় এই বিপুল অঙ্কের নগদ টাকা ৷ এরপর আরপিএফ থেকে তাঁকে আয়কর বিভাগের অধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.