ETV Bharat / state

জনতা কারফিউতে ফাঁকা ফেরিঘাট - Ferry Services are normal, less people to travel

অন্যান্য রবিবারের মতোই সার্ভিস দিচ্ছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি । জনতা কারফিউয়ে সাড়া গিয়ে প্রায় জনমানব শূন্য ফেরিঘাটগুলি ।

ফাঁকা ফেরিঘাট
ফাঁকা ফেরিঘাট
author img

By

Published : Mar 22, 2020, 12:25 PM IST

Updated : Mar 22, 2020, 7:28 PM IST

হাওড়া, 22 মার্চ : জনতা কারফিউয়ের প্রভাব পড়েছে ফেরি সার্ভিসেও । প্রায় জন শূন্য ফেরিঘাটগুলি । যাত্রীহীন একাধিক রুটের লঞ্চ ।

লঞ্চ কর্তৃপক্ষের তরফে জানা গেছে, অন্যান্য রবিবারের মতোই সার্ভিস দিচ্ছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি । বাগবাজার রুটে দু'টি ও বাবুঘাট, চাঁদ পালঘাট রুটে দু'টি করে লঞ্চ চলছে সকাল থেকেই । অন্যান্য রবিবারও এইরকমই সার্ভিস দেয় সমিতির লঞ্চ । কিন্তু যাত্রীর অভাবে ফাঁকা চলছে লঞ্চগুলি ।

ফাঁকা ফেরিঘাট, নেই যাত্রী

হাওড়া, 22 মার্চ : জনতা কারফিউয়ের প্রভাব পড়েছে ফেরি সার্ভিসেও । প্রায় জন শূন্য ফেরিঘাটগুলি । যাত্রীহীন একাধিক রুটের লঞ্চ ।

লঞ্চ কর্তৃপক্ষের তরফে জানা গেছে, অন্যান্য রবিবারের মতোই সার্ভিস দিচ্ছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি । বাগবাজার রুটে দু'টি ও বাবুঘাট, চাঁদ পালঘাট রুটে দু'টি করে লঞ্চ চলছে সকাল থেকেই । অন্যান্য রবিবারও এইরকমই সার্ভিস দেয় সমিতির লঞ্চ । কিন্তু যাত্রীর অভাবে ফাঁকা চলছে লঞ্চগুলি ।

ফাঁকা ফেরিঘাট, নেই যাত্রী
Last Updated : Mar 22, 2020, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.