ETV Bharat / state

Train Cancellation: একাধিক লোকাল ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের, এক নজরে দেখে নিন

author img

By

Published : Nov 16, 2022, 11:29 AM IST

ফের ট্রেন বাতিলের ঘোষণা করা হল পূর্ব রেলের (Eastern Railway) তরফে ৷ চতুর্থ লাইনে কাজের জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Train Cancellation) ৷ দিনের ব্যস্ত সময়ে অফিস ফেরত যাত্রীরা কীভাবে ফিরবেন, তা নিয়ে চিন্তায় আছেন ৷ দেখে নিন এক নজরে কী কী ট্রেন বাতিল হল এবং কোন কোনগুলির রুট পরিবর্তন হল ৷

Train Cancellation
Train Cancellation

হাওড়া, 16 নভেম্বর: বারুইপাড়া ও চন্দনপুর বিভাগে চতুর্থ লাইনে কাজ চলছে ৷ এর জেরে পরিষেবা ব্যাহত হবে বলে জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway) । চলতি মাসের 18 নভেম্বর(শুক্রবার) - 27 নভেম্বর (রবিবার) পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Train Cancellation) ৷

  • হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি হল- 36811, 36425, 36827, 36829, 36851, 36855, 36031, 36033, 36035, 36037, 36081, 36083, 36085, 36087, 36011, 36071
  • শিয়ালদাহ থেকে বাতিল ট্রেনগুলি হল- 32411,32413।
  • বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল- 36812, 36838, 36840, 36842, 36848, 36854, 36858 ।
  • চন্দনপুর থেকে বাতিল ট্রেনগুলি হল- 36032,36034,36036,36038 ।
  • মশাগ্রাম থেকে বাতিল ট্রেনগুলি হল- 36082,36084,36086,36088 ।
  • বারুইপাড়া থেকে বাতিল ট্রেনগুলি হল- 36012, 32412, 32414 ।
  • গুড়াপ থেকে 36072 ট্রেনটি বাতিল করা হয়েছে ।

একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে ।

  • 12370 দেরাদুন – হাওড়া কুম্ভ এক্সপ্রেস 19, 22, 23, 24, 26, 27 তারিখে বর্ধমান থেকে ছাড়বে দুপুর 1:25 মিনিটে । ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
  • 12328 দেরাদুন – হাওড়া উপাসনা এক্সপ্রেস 21 ও 25 তারিখে বর্ধমান থেকে ছাড়বে 1:25 মিনিটে । ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
  • 15236 দারভাঙা – হাওড়া এক্সপ্রেস 19 ও 26 তারিখে বর্ধমান থেকে দুপুর 1:09 মিনিটে ছাড়বে । ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
  • 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস 22 তারিখে বর্ধমান পৌঁছবে দুপুর 2:46 মিনিটে । ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
  • 15234 দারভাঙা – কলকাতা এক্সপ্রেস 24 তারিখে বর্ধমান পৌঁছবে দুপুর 1:09 মিনিটে । ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
  • 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস 19-26 তারিখে 15 মিনিটের জন্য নিয়ন্ত্রিত করা হবে ।

এছাড়াও 18 তারিখে মথুরাপুর স্টেশনে ফুট ব্রিজ তৈরির কারণে দুপুর 2-5টে অব্ধি আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন পরিষেবা বন্ধ রাখা হবে ।

  • 03676/03675 ঝাঁঝা – আসানসোল – ঝাঁঝা মেমু স্পেশাল 18 তারিখে মথুরাপুর স্টেশন থেকে ছাড়বে ও ফিরে আসবে ।
  • 03582 বাঁকা – জেসিডি ইমইউ প্যাসেঞ্জের 18 তারিখে 2 ঘন্টা দেরিতে চলবে ।
  • 12327 উপাসনা এক্সপ্রেস 18 তারিখে 25 মিনিট প্রয়োজনমতো নিয়ন্ত্রিত হবে ।

পাশাপাশি ভাগলপুর ও টিকানি স্টেশনে 21 নম্বর ব্রিজে রক্ষনাবেক্ষণের কাজের জন্যে 18 ও 19 তারিখে 03452/03449 এবং 03448/03447 ভাগলপুর – বাঁকা – ভাগলপুর ইমইউ ৷ 03444/03443 ভাগলপুর – হাঁসদিয়া – ভাগলপুর ইমইউ ৷ 03441 হাঁসদিয়া – ভাগলপুর ইমইউ লোকাল বাতিল করা হয়েছে ।

  • 03482 ভাগলপুর – গোড্ডা ইমইউ হাঁসদিয়া ও 03633 দেওঘর – সুলতানগঞ্জ ইমইউ 19 তারিখে বাঁকা টিকানি স্টেশনের মধ্যে 45 মিনিট নিয়ন্ত্রিত করা হবে ।

আরও পড়ুন: বারুইপাড়া-চন্দনপুরে রেলের চতুর্থ লাইনে রক্ষণাবেক্ষণ, ট্রেন বাতিল

হাওড়া, 16 নভেম্বর: বারুইপাড়া ও চন্দনপুর বিভাগে চতুর্থ লাইনে কাজ চলছে ৷ এর জেরে পরিষেবা ব্যাহত হবে বলে জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway) । চলতি মাসের 18 নভেম্বর(শুক্রবার) - 27 নভেম্বর (রবিবার) পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Train Cancellation) ৷

  • হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি হল- 36811, 36425, 36827, 36829, 36851, 36855, 36031, 36033, 36035, 36037, 36081, 36083, 36085, 36087, 36011, 36071
  • শিয়ালদাহ থেকে বাতিল ট্রেনগুলি হল- 32411,32413।
  • বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল- 36812, 36838, 36840, 36842, 36848, 36854, 36858 ।
  • চন্দনপুর থেকে বাতিল ট্রেনগুলি হল- 36032,36034,36036,36038 ।
  • মশাগ্রাম থেকে বাতিল ট্রেনগুলি হল- 36082,36084,36086,36088 ।
  • বারুইপাড়া থেকে বাতিল ট্রেনগুলি হল- 36012, 32412, 32414 ।
  • গুড়াপ থেকে 36072 ট্রেনটি বাতিল করা হয়েছে ।

একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে ।

  • 12370 দেরাদুন – হাওড়া কুম্ভ এক্সপ্রেস 19, 22, 23, 24, 26, 27 তারিখে বর্ধমান থেকে ছাড়বে দুপুর 1:25 মিনিটে । ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
  • 12328 দেরাদুন – হাওড়া উপাসনা এক্সপ্রেস 21 ও 25 তারিখে বর্ধমান থেকে ছাড়বে 1:25 মিনিটে । ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
  • 15236 দারভাঙা – হাওড়া এক্সপ্রেস 19 ও 26 তারিখে বর্ধমান থেকে দুপুর 1:09 মিনিটে ছাড়বে । ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
  • 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস 22 তারিখে বর্ধমান পৌঁছবে দুপুর 2:46 মিনিটে । ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
  • 15234 দারভাঙা – কলকাতা এক্সপ্রেস 24 তারিখে বর্ধমান পৌঁছবে দুপুর 1:09 মিনিটে । ট্রেনটিকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
  • 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস 19-26 তারিখে 15 মিনিটের জন্য নিয়ন্ত্রিত করা হবে ।

এছাড়াও 18 তারিখে মথুরাপুর স্টেশনে ফুট ব্রিজ তৈরির কারণে দুপুর 2-5টে অব্ধি আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন পরিষেবা বন্ধ রাখা হবে ।

  • 03676/03675 ঝাঁঝা – আসানসোল – ঝাঁঝা মেমু স্পেশাল 18 তারিখে মথুরাপুর স্টেশন থেকে ছাড়বে ও ফিরে আসবে ।
  • 03582 বাঁকা – জেসিডি ইমইউ প্যাসেঞ্জের 18 তারিখে 2 ঘন্টা দেরিতে চলবে ।
  • 12327 উপাসনা এক্সপ্রেস 18 তারিখে 25 মিনিট প্রয়োজনমতো নিয়ন্ত্রিত হবে ।

পাশাপাশি ভাগলপুর ও টিকানি স্টেশনে 21 নম্বর ব্রিজে রক্ষনাবেক্ষণের কাজের জন্যে 18 ও 19 তারিখে 03452/03449 এবং 03448/03447 ভাগলপুর – বাঁকা – ভাগলপুর ইমইউ ৷ 03444/03443 ভাগলপুর – হাঁসদিয়া – ভাগলপুর ইমইউ ৷ 03441 হাঁসদিয়া – ভাগলপুর ইমইউ লোকাল বাতিল করা হয়েছে ।

  • 03482 ভাগলপুর – গোড্ডা ইমইউ হাঁসদিয়া ও 03633 দেওঘর – সুলতানগঞ্জ ইমইউ 19 তারিখে বাঁকা টিকানি স্টেশনের মধ্যে 45 মিনিট নিয়ন্ত্রিত করা হবে ।

আরও পড়ুন: বারুইপাড়া-চন্দনপুরে রেলের চতুর্থ লাইনে রক্ষণাবেক্ষণ, ট্রেন বাতিল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.