হাওড়া, 7 মার্চ : অবশেষে জামিন মঞ্জুর হল বাম যুব সংগঠন ডিওয়াইএফের সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee Gets Bail) ৷ ছাত্রনেতা আনিশ খানের রহস্য মৃত্যুর ঘটনায় হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসের বাইরে বিক্ষোভ দেখানোর ঘটনায় গত 26 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ 16 জনকে ৷
গত 4 মার্চ হাওড়া জেলা আদালত মীনাক্ষীদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল ৷ সোমবার ফের আদালতের কাছে তাঁদের জামিনের আবেদন জানানো হয়, সেই আবেদন এদিন মঞ্জুর করেন হাওড়া জেলা আদালতের বিচারপতি ৷ 1500 টাকার ব্যক্তিগত বন্ডে এদিন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ধৃত 16 জনের জামিন মঞ্জুর করেছে আদালত ৷ যদিও মামলা চলাকালীন তাঁদের ফের আদালতে হাজিরা দিতে হবে বলেও এদিন নির্দেশ দিয়েছেন বিচারক ৷
আরও পড়ুন : অনুব্রতকে চতুর্থবার নোটিস সিবিআইয়ের, হাজিরা এড়ালে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
উল্লেখ্য, গত মাসের 26 তারিখ আনিশ খান রহস্য মৃত্যুর প্রতিবাদে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিস অভিযানের ডাক দিয়েছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ৷ সেই অভিযানকে কেন্দ্র করে ওই দিন উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ সুপারের অফিস চত্বর ৷ অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ ইটের ঘায়ে বেশকয়েকজন পুলিশ কর্মী আহত হন ৷ ঘটনায় 16 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে, পুলিশকে সরকারি কাজে বাধাদান ,পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে আক্রমণের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে ।