ETV Bharat / state

সাঁতরাগাছিতে বিকল মালগাড়ি, ব্যাহত ট্রেন চলাচল

শুক্রবার সকালে সাঁতরাগাছি স্টেশনের ডাউনলাইন দিয়ে পাস করানো হচ্ছিল মালগাড়িটিকে । সাঁতরাগাছি স্টেশন ছাড়তেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় গাড়িটিতে । মালগাড়ির চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন ।

সাঁতরাগাছি
author img

By

Published : Oct 11, 2019, 1:31 PM IST

সাঁতরাগাছি, 11 অক্টোবর : সাঁতরাগাছি স্টেশনের কাছে ডাউন লাইনে বিকল মালগাড়ি । সকাল সাড়ে আটটা থেকে ব্যাহত হাওড়া দক্ষিণ শাখার ট্রেন চলাচল । দুর্ভোগে বহু নিত্যযাত্রী । শুক্রবার সকালে সাঁতরাগাছি স্টেশনের ডাউনলাইন দিয়ে পাস করানো হচ্ছিল মালগাড়িটিকে । সাঁতরাগাছি স্টেশন ছাড়তেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় গাড়িটিতে । মালগাড়ির চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন ।

এদিকে ডাউনলাইনে মালগাড়িটি দাঁড়িয়ে যাওয়ার ফলে আটকে পড়ে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন । ব্যাহত হয় ট্রেন চলাচল । বহু মানুষ আটকে থাকা লোকাল ট্রেন থেকে লাইনেই নামতে শুরু করেন । প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পার করে কোনা এক্সপ্রেসওয়েতে যান ৷

রেলের প্রাথমিক তদন্তে জানা গেছে, চলন্ত অবস্থায় মালগাড়িটির ইঞ্জিনের কপলার ভেঙে যায় । চালক বুঝতে পারায় সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটি থামিয়ে দেন ৷ ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ৷ দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে । তবে বেশিক্ষণ লোকাল ট্রেন ও দুরপাল্লার ট্রেন আটকে থাকেনি ৷ মিডল লাইন দিয়ে সমস্ত ট্রেনকে পাস করানো হয় ।

সাঁতরাগাছি, 11 অক্টোবর : সাঁতরাগাছি স্টেশনের কাছে ডাউন লাইনে বিকল মালগাড়ি । সকাল সাড়ে আটটা থেকে ব্যাহত হাওড়া দক্ষিণ শাখার ট্রেন চলাচল । দুর্ভোগে বহু নিত্যযাত্রী । শুক্রবার সকালে সাঁতরাগাছি স্টেশনের ডাউনলাইন দিয়ে পাস করানো হচ্ছিল মালগাড়িটিকে । সাঁতরাগাছি স্টেশন ছাড়তেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় গাড়িটিতে । মালগাড়ির চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন ।

এদিকে ডাউনলাইনে মালগাড়িটি দাঁড়িয়ে যাওয়ার ফলে আটকে পড়ে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন । ব্যাহত হয় ট্রেন চলাচল । বহু মানুষ আটকে থাকা লোকাল ট্রেন থেকে লাইনেই নামতে শুরু করেন । প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পার করে কোনা এক্সপ্রেসওয়েতে যান ৷

রেলের প্রাথমিক তদন্তে জানা গেছে, চলন্ত অবস্থায় মালগাড়িটির ইঞ্জিনের কপলার ভেঙে যায় । চালক বুঝতে পারায় সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটি থামিয়ে দেন ৷ ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ৷ দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে । তবে বেশিক্ষণ লোকাল ট্রেন ও দুরপাল্লার ট্রেন আটকে থাকেনি ৷ মিডল লাইন দিয়ে সমস্ত ট্রেনকে পাস করানো হয় ।

Intro:সাঁতরাগাছি স্টেশন এর কাছে ডাউন লাইনে বিকল মালগাড়ি। যার জেরে সকাল সাড়ে আটটা থেকে ব্যাহত ট্রেন চলাচল। চূড়ান্ত দুর্ভোগে বহু নিত্যযাত্রী। সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ সকালে সাঁতরাগাছি স্টেশন এর ডাউনলাইন দিয়ে পাস করানো হচ্ছিল মাল গাড়িটিকে। ঠিক তখনই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় গাড়িটিতে। মালগাড়ির চালক বুঝতে পেরে ট্রেনটি সঙ্গে সঙ্গে থামিয়ে দেন। এদিকে ডাউনলাইন এ মাল গাড়িটি দাঁড়িয়ে যাওয়ার ফলে আটকে পড়ে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। ব্যাহত হয় সাউথ ইস্টার্ন এর ট্রেন চলাচল। বহু মানুষ আটকে থাকা লোকাল ট্রেন থেকে লাইন এর মধ্যেই নামতে শুরু করেন। প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করে কোনা এক্সপ্রেসওয়েতে বাস ধরতে আসেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিনের কপলার ভেঙে যায়। কিন্তু বিষয়টি চালক বুঝতে পারায় সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটি থামিয়ে দেওয়ার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দক্ষিণপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে কম ট্রেন আটকে থাকে নি। মিডল লাইন দিয়ে সমস্ত ট্রেনকে পাস করানো হয়।Body:বConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.