ETV Bharat / state

বলবিন্দর ইশুতে ব্যবস্থার আশ্বাস রাজ্যের, আপাতত বাতিল ধরনা কর্মসূচি - Dharna programme infront of Nabanna cancelled

গতকাল শিখ সম্প্রদায়ের সঙ্গে রাজ্য পুলিশের DG-সহ পদস্থ পুলিশ আধিকারিকদের একটি বৈঠক হয় । এই প্রসঙ্গে গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা জানান, দু'পক্ষের মধ্যে যথেষ্ট আশানুরূপ বৈঠক হয়েছে । গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে । আমরা মমতা সরকারের উপর আস্থা রাখছি ।

Howrah
মনজিন্দর সিং সিরসা
author img

By

Published : Oct 17, 2020, 2:02 PM IST

হাওড়া, 17 অক্টোবর : অবশেষে রাজ্য সরকারের তরফে মিলেছে আশ্বাস । তাই রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্ন-এর সামনে 'ভুখা হরতাল' কর্মসূচি আপাতত হবে না । ETV ভারতকে এমনই জানালেন দিল্লি শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা । গতকাল এই বিষয়ে শিখ সম্প্রদায়ের সঙ্গে রাজ্য পুলিশের DG-সহ পদস্থ পুলিশ আধিকারিকদের একটি বৈঠক হয় । সেই বৈঠকে বলবিন্দর ইশু খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন । এমনই দাবি শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতির ।

রাজ্য প্রশাসনের এই ভূমিকায় খুশি বলবিন্দরের স্ত্রী-সহ দিল্লি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রতিনিধি দল । আস্থা রাখতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের উপর । তাই আপাতত কোনও রকম ধরনায় যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন তাঁরা । সিরসা ETV ভারতকে জানান, দু'পক্ষের মধ্যে যথেষ্ট আশানুরূপ বৈঠক হয়েছে । গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে । আমরা মমতা সরকারের উপর আস্থা রাখছি । আগামী 19 তারিখ বলবিন্দরকে আদালতে পেশ করা হবে । বিষয়টির পর্যালোচনা করা হবে ।

শুনে নিন গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা-র বক্তব্য

পাশাপাশি তিনি আরও বলেন , "বলবিন্দরের স্ত্রী করমজিত কউর প্রশাসনের আশ্বাসে খুশি । মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলবিন্দরের স্ত্রীকে উপহার হিসেবে শাল এবং স্যুট পাঠিয়েছেন । তাঁর এই সৌজন্যবোধে আমরা খুশি । "

হাওড়া, 17 অক্টোবর : অবশেষে রাজ্য সরকারের তরফে মিলেছে আশ্বাস । তাই রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্ন-এর সামনে 'ভুখা হরতাল' কর্মসূচি আপাতত হবে না । ETV ভারতকে এমনই জানালেন দিল্লি শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা । গতকাল এই বিষয়ে শিখ সম্প্রদায়ের সঙ্গে রাজ্য পুলিশের DG-সহ পদস্থ পুলিশ আধিকারিকদের একটি বৈঠক হয় । সেই বৈঠকে বলবিন্দর ইশু খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন । এমনই দাবি শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতির ।

রাজ্য প্রশাসনের এই ভূমিকায় খুশি বলবিন্দরের স্ত্রী-সহ দিল্লি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রতিনিধি দল । আস্থা রাখতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের উপর । তাই আপাতত কোনও রকম ধরনায় যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন তাঁরা । সিরসা ETV ভারতকে জানান, দু'পক্ষের মধ্যে যথেষ্ট আশানুরূপ বৈঠক হয়েছে । গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে । আমরা মমতা সরকারের উপর আস্থা রাখছি । আগামী 19 তারিখ বলবিন্দরকে আদালতে পেশ করা হবে । বিষয়টির পর্যালোচনা করা হবে ।

শুনে নিন গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা-র বক্তব্য

পাশাপাশি তিনি আরও বলেন , "বলবিন্দরের স্ত্রী করমজিত কউর প্রশাসনের আশ্বাসে খুশি । মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলবিন্দরের স্ত্রীকে উপহার হিসেবে শাল এবং স্যুট পাঠিয়েছেন । তাঁর এই সৌজন্যবোধে আমরা খুশি । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.