ETV Bharat / state

দিদির "সব হো জায়েগা" শুনেই খুশি বস্তিবাসী, রাতারাতি কাজ শুরু - মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কাজ শুরু হল হাওড়ার বস্তিতে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কাজ শুরু হল হাওড়ার বস্তিতে ৷ ইতিমধ্যেই শৌচাগার, নর্দমা পরিষ্কার করা হয়েছে ৷ পাকা ঘর দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ৷ গতকাল সন্ধ্যায় বস্তিতে এসে একথা জানান, রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 21, 2019, 10:16 AM IST

Updated : Aug 21, 2019, 3:26 PM IST

হাওড়া, 21 অগাস্ট : ছবিটা খুব চেনা ৷ সংকীর্ণ গলি ৷ একের পর এক লাগোয়া ঘর ৷ তবে বস্তির 400 পরিবারের জন্য বরাদ্দ শৌচালয়ের সংখ্যাটা খুব কম ৷ মাত্র দু'টি ৷ তাও আবার অপরিষ্কার ৷ নর্দমাগুলিও ঠিক করে পরিষ্কার করা হয়নি বহুদিন ৷ এভাবেই দিন কাটছিল হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক রোডের বস্তিবাসীদের ৷ সোমবার হঠাৎ যেন সেই অভ্যেসের একটু পরিবর্তন এল ৷ প্রশাসনিক বৈঠক করতে এসে, বস্তিবাসীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বস্তির উন্নয়ন থেকে শুরু করে বস্তির 400টি পরিবারকে পরিষেবা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি । ক্ষোভ উগরে দেন বস্তির শৌচাগারের হাল দেখে । কেন 400টি পরিবারের জন্য মাত্র দু'টি শৌচাগার? প্রশ্ন তুলে হাওড়া পৌরনিগমের কমিশনার বিজয় কৃষ্ণকে দ্রুত সমাধানের নির্দেশ দেন ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ছবিটা যেন বদলে গেল ৷ বলা যায়, এতদিন গুটিয়ে সুটিয়ে বসা প্রশাসনের টনক নড়ল ৷ এবার পাকা ঘর পেতে চলেছেন বস্তির 400টি পরিবার ৷ তিনশো বর্গফুটের ঘর দেওয়া হবে তাঁদের ৷ গতকাল সন্ধ্যায় বস্তিতে এসে একথা জানান, রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । পৌর কমিশনার বিজিন কৃষ্ণকে সঙ্গে নিয়ে এলাকায় আসেন তিনি ৷ গতকাল সকালেই নর্দমা, শৌচালয় সব পরিষ্কার করা হয় ৷ সবরকম জটিলতা কাটিয়ে আগামী দেড় মাসের মধ্যে প্রোজেক্টের ডিটেল রিপোর্টও জমা দেওয়া হবে বলে জানানো হয় ৷ ইমপ্লিমেন্ট হয়ে গেলেই শুরু হবে কাজ । রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের অধীনে এই ঘর দেওয়া হবে ।

দেখুন ভিডিয়ো

এখনও কাজ শুরু হয়নি ৷ তবে আশ্বাস পেয়েই যেন খুশি বস্তিবাসী ৷ তাঁরা বলেন, "দিদি বললেন সব হো জায়েগা ৷ ব্যাস তাতেই ভালো লাগল ৷ ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে ৷ তবে শুধু আজ নয় এবার থেকে যেন প্রতিদিন এই কাজের গতি বজায় থাকে ৷"

হাওড়া, 21 অগাস্ট : ছবিটা খুব চেনা ৷ সংকীর্ণ গলি ৷ একের পর এক লাগোয়া ঘর ৷ তবে বস্তির 400 পরিবারের জন্য বরাদ্দ শৌচালয়ের সংখ্যাটা খুব কম ৷ মাত্র দু'টি ৷ তাও আবার অপরিষ্কার ৷ নর্দমাগুলিও ঠিক করে পরিষ্কার করা হয়নি বহুদিন ৷ এভাবেই দিন কাটছিল হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক রোডের বস্তিবাসীদের ৷ সোমবার হঠাৎ যেন সেই অভ্যেসের একটু পরিবর্তন এল ৷ প্রশাসনিক বৈঠক করতে এসে, বস্তিবাসীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বস্তির উন্নয়ন থেকে শুরু করে বস্তির 400টি পরিবারকে পরিষেবা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি । ক্ষোভ উগরে দেন বস্তির শৌচাগারের হাল দেখে । কেন 400টি পরিবারের জন্য মাত্র দু'টি শৌচাগার? প্রশ্ন তুলে হাওড়া পৌরনিগমের কমিশনার বিজয় কৃষ্ণকে দ্রুত সমাধানের নির্দেশ দেন ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ছবিটা যেন বদলে গেল ৷ বলা যায়, এতদিন গুটিয়ে সুটিয়ে বসা প্রশাসনের টনক নড়ল ৷ এবার পাকা ঘর পেতে চলেছেন বস্তির 400টি পরিবার ৷ তিনশো বর্গফুটের ঘর দেওয়া হবে তাঁদের ৷ গতকাল সন্ধ্যায় বস্তিতে এসে একথা জানান, রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । পৌর কমিশনার বিজিন কৃষ্ণকে সঙ্গে নিয়ে এলাকায় আসেন তিনি ৷ গতকাল সকালেই নর্দমা, শৌচালয় সব পরিষ্কার করা হয় ৷ সবরকম জটিলতা কাটিয়ে আগামী দেড় মাসের মধ্যে প্রোজেক্টের ডিটেল রিপোর্টও জমা দেওয়া হবে বলে জানানো হয় ৷ ইমপ্লিমেন্ট হয়ে গেলেই শুরু হবে কাজ । রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের অধীনে এই ঘর দেওয়া হবে ।

দেখুন ভিডিয়ো

এখনও কাজ শুরু হয়নি ৷ তবে আশ্বাস পেয়েই যেন খুশি বস্তিবাসী ৷ তাঁরা বলেন, "দিদি বললেন সব হো জায়েগা ৷ ব্যাস তাতেই ভালো লাগল ৷ ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে ৷ তবে শুধু আজ নয় এবার থেকে যেন প্রতিদিন এই কাজের গতি বজায় থাকে ৷"

Intro:এবার পাকা ঘর পেতে চলেছেন হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক রোডের বস্তির চারশ টি পরিবার।তিনশ বর্গ ফুটের ঘর দেওয়া হবে।সৌজন্যে রাজ্য সরকার।আজ সন্ধ্যায় বস্তিতে এসে একথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।পুর কমিশনার বিজিন কৃষ্ণ কে সঙ্গে নিয়ে তিনি আসেন।জানান।সবরকম জটিলতা জটিলতা কাটিয়ে আগামী দেড় মাসের মধ্যে প্রজেক্টের ডিটেল রিপোর্ট জমা দেওয়া হবে।ইমপ্লিমেন্ট হয়ে গেলেই শুরু হবে কাজ।রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে এই ঘর দেওয়া হবে।উল্লেখ্য,গতকাল হাওড়ার প্রশাসনিক বৈঠকে যাবার আগে ফোরশোর রোডে রাউন্ডট্যাঙ্ক রোডে এই বস্তি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অস্বাস্থ্যকর পরিবেশে কিভাবে তারা রয়েছেন তা মুখ্যমন্ত্রীকে জানান বস্তিবাসীরা।এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসে প্রশাসন।সকাল থেকেই শুরু হয় ময়লা সাফাই,নর্দমা পরিষ্কার,টয়লেট পরিষ্কার।ছড়ানো হয় ব্লিচিং।এরপর পাকা বাড়ি পাবার কথা শুনে স্বভাবতই খুশি বস্তি বাসীরা।
Body:HConclusion:
Last Updated : Aug 21, 2019, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.