ETV Bharat / state

Death over attack at Howrah : বিড়ি নিয়ে বচসার জেরে প্রাণঘাতী হামলা হাওড়ায়, মৃত 1 - Death over attack at Howrah

বিড়ি খাওয়া নিয়ে বচসায় প্রাণঘাতী হামলা হাওড়ায় (Deadly attack over quarrel in Howrah) । বাঁশ ও ইটের আঘাতে মৃত এক । মৃতের নাম মুসলি রাও ৷ অভিযুক্ত রাজু রাওকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ ।

Death over attack at Howrah
Death over attack at Howrah
author img

By

Published : Apr 2, 2022, 2:26 PM IST

হাওড়া, 2 এপ্রিল : হাওড়ার থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারের ফুটপাথে রাতের বেলায় বেশ কিছু যুবক আড্ডা দেন এবং শুয়ে থাকেন । গতকাল রাত বারোটা নাগাদ বিড়ি চাওয়াকে কেন্দ্র করে রঞ্জিত সিং এবং মুসলি রাও সঙ্গে রাজু রাও নামে এক যুবকের গন্ডগোল বাধে (Deadly attack over quarrel in Howrah) । প্রথমে তাদের মধ্যে বচসা এবং পরে তা হাতাহাতিতে গড়ায় । রাগের মাথায় রাজু রাও, বাঁশ এবং ইট দিয়ে দিয়ে দু'জনকেই মারতে থাকে । দু'জনই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ । আহতদের নিয়ে যায় হাওড়া জেলা হাসপাতালে । সেখানে রাত 1 নাগাদ মারা যায় মুসলি রাও । তার বাড়ি বৈষ্ণব মল্লিক লেনে ।

বিড়ি নিয়ে বচসার জেরে প্রাণঘাতী হামলায় হাওড়ায় মৃত এক ব্যক্তি

পুলিশ জানিয়েছে, বাঁশের আঘাতে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মুসলি রাও-এর মৃত্যু হয়েছে । আহত অবস্থায় রঞ্জিত সিংহ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন । রঞ্জিতের অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে রাজু রাওকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ । তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে । ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে ।

আরও পড়ুন : HS Offline Exam Begins : দুরু দুরু বুকে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় পড়ুয়ারা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

হাওড়া, 2 এপ্রিল : হাওড়ার থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারের ফুটপাথে রাতের বেলায় বেশ কিছু যুবক আড্ডা দেন এবং শুয়ে থাকেন । গতকাল রাত বারোটা নাগাদ বিড়ি চাওয়াকে কেন্দ্র করে রঞ্জিত সিং এবং মুসলি রাও সঙ্গে রাজু রাও নামে এক যুবকের গন্ডগোল বাধে (Deadly attack over quarrel in Howrah) । প্রথমে তাদের মধ্যে বচসা এবং পরে তা হাতাহাতিতে গড়ায় । রাগের মাথায় রাজু রাও, বাঁশ এবং ইট দিয়ে দিয়ে দু'জনকেই মারতে থাকে । দু'জনই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ । আহতদের নিয়ে যায় হাওড়া জেলা হাসপাতালে । সেখানে রাত 1 নাগাদ মারা যায় মুসলি রাও । তার বাড়ি বৈষ্ণব মল্লিক লেনে ।

বিড়ি নিয়ে বচসার জেরে প্রাণঘাতী হামলায় হাওড়ায় মৃত এক ব্যক্তি

পুলিশ জানিয়েছে, বাঁশের আঘাতে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মুসলি রাও-এর মৃত্যু হয়েছে । আহত অবস্থায় রঞ্জিত সিংহ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন । রঞ্জিতের অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে রাজু রাওকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ । তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে । ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে ।

আরও পড়ুন : HS Offline Exam Begins : দুরু দুরু বুকে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় পড়ুয়ারা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.