বাঁকড়া, 18 অগাস্ট : গতকাল পর্যন্ত তালা ঝুলছিল দরজায় ৷ দীর্ঘদিন সেখানে যাননি কেউ ৷ আর প্রায় সাত বছর পর হাওড়ার বাঁকড়ায় খুলল CPI(M)-এর অফিস ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, যত দূর মনে পড়ে 2014 সালের লোকসভা নির্বাচনের পর সেই যে তালা ঝুলল তা আর তা খোলেনি ৷ CPI(M) নেতা মোহন্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজ অফিসের তালা খোলা হয়৷
আজ সেখানে দলীয় পতাকা তোলা হয় । 2011 সালে রাজ্যে পালাবদলের পর থেকেই বন্ধ হয়ে যায় অফিসটি । কিন্তু তারপরও 2014 সালে লোকসভা ভোটের আগে দলের কাজকর্ম এই অফিস থেকেই করা হয়েছিল ৷ ফের বন্ধ হয়ে যায় অফিসটি ৷ আজ প্রায় সাত বছর পর অফিসটি খোলায় উৎসাহী স্থানীয় CPI(M) কর্মী-সমর্থকরা ।
মোহন্ত চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূলের সন্ত্রাসের জেরে পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল । কিন্তু এখন সময় ও পরিস্থিতি দুই বদলাচ্ছে । এটা বুঝতে পারছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরছে । BJP-ও দুর্বল হচ্ছে । মানুষ আবার বামপন্থীদের ও লাল ঝান্ডার উপর ভরসা রাখছে । বাঁকড়া এলাকায় তিনটি গ্রাম পঞ্চায়েতে আমফানে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য নিয়ে শাসক দল দুর্নীতি করেছে ৷ শাসক দলের উপর সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছে ৷"