ETV Bharat / state

Anish Khan Death Case : আনিশ কাণ্ডে ধৃত পুলিশ কর্মীদের জামিন নাকচ - court dismiss bail plea of anish khan death accuse

আদালতে জামিন খারিজ আনিশ খানের রহস্য মৃত্যুর ঘটনায় (Anish Khan Death Case) ধৃত 2 পুলিশ কর্মীর । ফের শুনানির দিন ধার্য করল উলুবেড়িয়া আদালত ।

Anish Khan Death Case
ধৃত পুলিশ কর্মীদের জামিন নাকচ
author img

By

Published : Mar 10, 2022, 9:02 PM IST

হাওড়া, 10 মার্চ : আমতার ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুতে দুই অভিযুক্ত পুলিশের জামিনের আবেদন খারিজ করল আদালত (Anish Khan Death Case) ৷ আনিশ মৃত্যু মামলায় গ্রেফতার করা হয়েছে আমতা থানার দুই পুলিশ কর্মীকে (arrested police officers) ৷ কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্য নামে ধৃত দু'জনকে আজ ফের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয় ৷

আদালতে ধৃত দুই পুলিশ কর্মী জামিনের আবেদন জানান ৷ যদিও তা তৎক্ষণাৎ খারিজ করে দেন বিচারক ৷ আনিশ খানের তরফের আইনজীবী আহমেদ মিদ‍্যা বলেন, "আজ ধৃত দু'জন জামিনের জন্য আবেদন জানান । যদিও বিচারক তাদের আবেদন খারিজ করে দেন । পাশাপাশি এই মামলায় কিছু গাড়ি ও বাইক পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে । কয়েকটি পুলিশের পোশাকও হেফাজতে নেওয়া হয়েছে ৷"

বিচারকের নির্দেশের পর উলুবেড়িয়া আদালত থেকে পুনরায় ধৃতদের উলুবেড়িয়া উপসংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয় । চলতি মাসের 23 তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত । এই দুই অভিযুক্তের বিরুদ্ধে 302/201/34 নম্বর ধারাতে মামলা রুজু করেছে হাওড়া গ্রামীণ পুলিশ ।

আরও পড়ুন : জামিন পেলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়

উল্লেখ্য, আলিয়া বিশ্ববিদ্যালয়ের (aliah university) প্রাক্তন ছাত্র আনিশ খানের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে । যদিও এই দুই পুলিশ কর্মী দাবি করেছিলেন, তাদেরকে বলির পাঁঠা বানিয়ে ফাঁসানো হয়েছে । ধৃত কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন ৷

হাওড়া, 10 মার্চ : আমতার ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুতে দুই অভিযুক্ত পুলিশের জামিনের আবেদন খারিজ করল আদালত (Anish Khan Death Case) ৷ আনিশ মৃত্যু মামলায় গ্রেফতার করা হয়েছে আমতা থানার দুই পুলিশ কর্মীকে (arrested police officers) ৷ কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্য নামে ধৃত দু'জনকে আজ ফের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয় ৷

আদালতে ধৃত দুই পুলিশ কর্মী জামিনের আবেদন জানান ৷ যদিও তা তৎক্ষণাৎ খারিজ করে দেন বিচারক ৷ আনিশ খানের তরফের আইনজীবী আহমেদ মিদ‍্যা বলেন, "আজ ধৃত দু'জন জামিনের জন্য আবেদন জানান । যদিও বিচারক তাদের আবেদন খারিজ করে দেন । পাশাপাশি এই মামলায় কিছু গাড়ি ও বাইক পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে । কয়েকটি পুলিশের পোশাকও হেফাজতে নেওয়া হয়েছে ৷"

বিচারকের নির্দেশের পর উলুবেড়িয়া আদালত থেকে পুনরায় ধৃতদের উলুবেড়িয়া উপসংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয় । চলতি মাসের 23 তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত । এই দুই অভিযুক্তের বিরুদ্ধে 302/201/34 নম্বর ধারাতে মামলা রুজু করেছে হাওড়া গ্রামীণ পুলিশ ।

আরও পড়ুন : জামিন পেলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়

উল্লেখ্য, আলিয়া বিশ্ববিদ্যালয়ের (aliah university) প্রাক্তন ছাত্র আনিশ খানের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে । যদিও এই দুই পুলিশ কর্মী দাবি করেছিলেন, তাদেরকে বলির পাঁঠা বানিয়ে ফাঁসানো হয়েছে । ধৃত কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.