হাওড়া, 1 এপ্রিল: বৃহস্পতিবারের ঘটনার পর হাওড়ার শিবপুরের পরিস্থিতি বর্তমানে কিছুটা শান্ত ৷ তবে থমথমে পরিবেশ এখনও রয়েছে সেখানে ৷ ইতিমধ্যেই হাওড়ার পুলিশ কমিশনারেটের কাছ থেকে এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি । শনিবার সিআইডি'র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ৷ সূত্রের খবর, ওইদিনের ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের ভূমিকা কী ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় অশান্তি ছড়িয়েছিল শিবপুরের সন্ধ্যাবাজার এলাকায় ৷
এদিন সিআইডি প্রতিনিধি দলের সঙ্গে এলাকায় যান হাওড়ার নগরপাল প্রবীণকুমার ত্রিপাঠী । রাজ্য পুলিশের মোট 11 জন আইপিএস আধিকারিককে হাওড়ার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুক্রবার থেকেই দেওয়া হয়েছে ৷ কীভাবে এইদিনের ঘটনা ঘটেছিল এবং এর পিছনে কাদের উস্কানি রয়েছে তা জানার চেষ্টা করছেন সিআইডি আধিকারিকরা ৷ ভবানী ভবন থেকে এদিন সিআইডি'র যে তদন্তকারীরা এলাকায় যান ৷ তারপর তাঁরা শিবপুর থানায় গিয়ে একটি বৈঠকও করেন ৷ হাওড়ার নগরপাল প্রবীণকুমার ত্রিপাঠী সিআইডি আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন ৷
জানা গিয়েছে, ঘটনার দিন এলাকার যে সিসিটিভি ফুটেজ এবং ভিডিয়ো সামনে এসেছে সেখান থেকে চিহ্নিত করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে । সিআইডি সূত্রের খবর, প্রথমে তদন্তে নেমে হাওড়ার শিবপুর, হাওড়া, বি গার্ডেন-সহ শহরের বিভিন্ন থানা এলাকা থেকে হাওড়া সিটি পুলিশ মোট 36 জনকে গ্রেফতার করেছিল । শনিবার আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম মোহাম্মদ নিখাল ও বিক্রম প্রসাদ গুপ্তা ৷ গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান ৷
আরও পড়ুন: হাওড়ায় ফিরল ইন্টারনেট পরিষেবা, অশান্তির ঘটনার কেস ডায়েরি নিল সিআইডি
অভিযুক্তরা যাতে এলাকা ছেড়ে পালাতে না পারে তার জন্য হাওড়া রেল পুলিশ এবং শিয়ালদা জিআরপি'র সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তদন্তকারীরা । শনিবার ওই এলাকায় গিয়ে দেখা যায় মোটের উপর শান্তই রয়েছে, টহল দিচ্ছে পুলিশ ৷ তবে যান চলাচল স্বাভাবিক থাকলেও বেশিরভাগ দোকানপাট এদিনও বন্ধ ছিল ৷ পুলিশ-প্রশাসনের তরফ থেকে দফায় দফায় এলাকায় মাইকিং করে এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করার কাজ এদিনও চলেছে ৷ কোনওরকম প্ররোচনায় পা না দিতে এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে ৷