ETV Bharat / state

Chimney Explosion in Cast Iron Factory: ঢালাই কারখানায় চিমনি বিস্ফোরণে অগ্নিকাণ্ড - Chimney Explosion in Cast Iron Factory

ফাটল ধরা চিমনি বিস্ফোরণ হাওড়ার ঢালাই লোহার কারখানায় (Chimney Explosion in Cast Iron Factory)। বেআইনিভাবে চলে কারখানাটি ৷ পুলিশকে বিষয়টি একাধিকবার জানালেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি অভিযোগ এলাকাবাসীদের ৷

Chimney Explosion in Cast Iron Factory
ETV bahrat
author img

By

Published : Dec 9, 2022, 11:08 PM IST

হাওড়া, 9 ডিসেম্বর: দাসনগরে লোহার কাস্টিং কারখানার চিমনি বিস্ফোরণ ৷ তা থেকে কারখানা পার্শ্ববর্তী একটি গাছ ও প্যান্ডেলে আগুন লেগে যায় ৷ বিস্ফোরণের জেরে একটি বাড়ির পাঁচিলেও ফাটল ধরে যায়। ঘটনায় আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায় । শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগর এলাকায় ৷

এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে কারখানা চলছে । ওই কারখানার পাশ দিয়ে যাতায়াত করতে পারেন না স্থানীয়রা । চোখে কালো ছাই পড়ে । আজ হঠাৎ ঢালাই কারখানার চিমটিতে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের তীব্রতার জেরে লোহা গলানোর ফার্নেসের আগুন কারখানার বাইরে এসে ছিটকে পড়ে । তার থকেই আগুন লেগে যায় কারখানার পাশের একটি গাছেও | দমকলের দু‘টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন : সাত সকালে থানার সামনে বিস্ফোরণ, জ্বলল পুলিশের গাড়ি

ওই বাসিন্দার বক্তব্যের রেশ টেনেই আরও এক স্থানীয় বাসিন্দা প্রশান্ত কুন্ডুর অভিযোগ, দীর্ঘদিন পুলিশ প্রশাসনকে এই কারখানার ফাটল ধরা চিমনির বিপদের কথা লিখিত জানানোর পরেও কোনও লাভ হয়নি । শুক্রবার সন্ধ্যাবেলা বিকট শব্দে ওই চিমনি বিস্ফোরণ ঘটে ৷ চিমনির আগুন পার্শ্ববর্তী এলাকাতে ছড়িয়ে পড়ে । কারখানার পাশের আশ্রমের অনুষ্ঠানের প্যান্ডেল ওই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে । এমনকী বিস্ফোরণের আওয়াজে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ির দরজা জানলার কাচেও ফাটল ধরেছে । এলাকাবাসীর স্বার্থে এই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ । থানার অধিকারিকদের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

হাওড়া, 9 ডিসেম্বর: দাসনগরে লোহার কাস্টিং কারখানার চিমনি বিস্ফোরণ ৷ তা থেকে কারখানা পার্শ্ববর্তী একটি গাছ ও প্যান্ডেলে আগুন লেগে যায় ৷ বিস্ফোরণের জেরে একটি বাড়ির পাঁচিলেও ফাটল ধরে যায়। ঘটনায় আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায় । শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগর এলাকায় ৷

এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে কারখানা চলছে । ওই কারখানার পাশ দিয়ে যাতায়াত করতে পারেন না স্থানীয়রা । চোখে কালো ছাই পড়ে । আজ হঠাৎ ঢালাই কারখানার চিমটিতে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের তীব্রতার জেরে লোহা গলানোর ফার্নেসের আগুন কারখানার বাইরে এসে ছিটকে পড়ে । তার থকেই আগুন লেগে যায় কারখানার পাশের একটি গাছেও | দমকলের দু‘টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন : সাত সকালে থানার সামনে বিস্ফোরণ, জ্বলল পুলিশের গাড়ি

ওই বাসিন্দার বক্তব্যের রেশ টেনেই আরও এক স্থানীয় বাসিন্দা প্রশান্ত কুন্ডুর অভিযোগ, দীর্ঘদিন পুলিশ প্রশাসনকে এই কারখানার ফাটল ধরা চিমনির বিপদের কথা লিখিত জানানোর পরেও কোনও লাভ হয়নি । শুক্রবার সন্ধ্যাবেলা বিকট শব্দে ওই চিমনি বিস্ফোরণ ঘটে ৷ চিমনির আগুন পার্শ্ববর্তী এলাকাতে ছড়িয়ে পড়ে । কারখানার পাশের আশ্রমের অনুষ্ঠানের প্যান্ডেল ওই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে । এমনকী বিস্ফোরণের আওয়াজে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ির দরজা জানলার কাচেও ফাটল ধরেছে । এলাকাবাসীর স্বার্থে এই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ । থানার অধিকারিকদের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.