ETV Bharat / state

Manoj Mocks Tickets Issue: বিশ্বকাপের টিকিটের কালোবাজারির দায় সিএবি’র ঘাড়ে ঠেললেন মন্ত্রী মনোজ - Eden Gardens

Manoj Tiwari on Eden Gardens World Cup Match Tickets Black Marketing: ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের দেদার কালোবাজারি ৷ আর সেই নিয়েই তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার পুলিশ ৷ এই কালোবাজারি নিয়ে এবার সিএবি-কে নিশানা করলেন মনোজ তিওয়ারি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 5:08 PM IST

Updated : Nov 3, 2023, 5:39 PM IST

স্বতন্ত্র সংস্থা সিএবিকে টিকিটের কালোবাজারি নিয়ে জবাব দেওয়ার কথা বললেন মনোজ তিওয়ারি

হাওড়া, 3 নভেম্বর: ইডেন গার্ডেন্সে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের টিকিটের কালোবাজারি, এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় ৷ আর সেই নিয়েই সিএবি-কে উপহাস করতে শোনা গেল রাজ্য ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী তথা বাংলা রঞ্জি দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি ৷ বললেন, ‘‘টিকিট কোথায় সেটা ব্যোমকেশ বক্সি জানেন ৷’’ সঙ্গে এর পুরো দায় সিএবি’র উপরে দিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ৷

হাইপ্রোফাইল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের বিশাল চাহিদা ৷ আর সেই সুযোগেই ইডেন গার্ডেন্সের বাইরে দেদার কালোবাজারি হচ্ছে বিশ্বকাপের টিকিটের ৷ যে ঘটনায় ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ইতিমধ্যে, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ ৷ কীভাবে এই টিকিটের কালোবাজারি ? তা জানতে চাওয়া হয়েছে স্নেহাশিসের কাছে ৷

বিশ্বকাপের 5 তারিখের ম্যাচের টিকিট নিয়ে প্রশ্ন করা হলে মনোজ বলেন, ‘‘এর উত্তর পেতে এবার ব্যোমকেশ বক্সিকে ডাকতে হবে ৷ ইডেনের ম্যাচের টিকিট কোথায় গেল ? সেই ব্যাপারে আমি কিছু জানি না ৷ সিএবি একটি স্বশাসিত সংস্থা ৷ এর সঙ্গে রাজ্য সরকারের কোনও সম্পর্ক নেই ৷ বিজেপি শাসিত রাজ্যে ক্রিকেট বোর্ডের সদস্য বিজেপি নেতারা ৷ যদিও, এই রাজ্যে সেটা নেই ৷ এর দায় সিএবি-র, সিএবি সভাপতি বলতে পারবেন টিকিট কোথায় গেল ৷ আমি তাঁকে অনুরোধ করছি যাতে এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে জানিয়ে দেন ৷’’

আরও পড়ুন: টিকিট বিতর্কে অবস্থান স্পষ্ট করল সিএবি, ইডেনে কোহলির জন্মদিনের অনুষ্ঠানে 'না' আইসিসি'র

মনোজের স্পষ্ট বক্তব্য, টিকিট চড়া দামে কালোবাজারে বিক্রি কীভাবে হচ্ছে ? এর উত্তর দেবে সিএবি ৷ উল্লেখ্য, সিএবি’র বহু স্থায়ী সদস্য বিশ্বকাপের ম্যাচ টিকিট না-পাওয়ার অভিযোগ করেছেন ৷ যা নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন সেই সব সদস্যদের একাংশ ৷ যা নিয়ে মনোজের বক্তব্য, তাঁরা যদি মনে করেন বঞ্চিত হয়েছেন, তাহলে অবশ্যই প্রতিবাদ করবে ৷ এ প্রসঙ্গে নিজের ক্রিকেটার জীবনের প্রসঙ্গ তুলে ধরেন মনোজ ৷

স্বতন্ত্র সংস্থা সিএবিকে টিকিটের কালোবাজারি নিয়ে জবাব দেওয়ার কথা বললেন মনোজ তিওয়ারি

হাওড়া, 3 নভেম্বর: ইডেন গার্ডেন্সে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের টিকিটের কালোবাজারি, এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় ৷ আর সেই নিয়েই সিএবি-কে উপহাস করতে শোনা গেল রাজ্য ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী তথা বাংলা রঞ্জি দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি ৷ বললেন, ‘‘টিকিট কোথায় সেটা ব্যোমকেশ বক্সি জানেন ৷’’ সঙ্গে এর পুরো দায় সিএবি’র উপরে দিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ৷

হাইপ্রোফাইল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের বিশাল চাহিদা ৷ আর সেই সুযোগেই ইডেন গার্ডেন্সের বাইরে দেদার কালোবাজারি হচ্ছে বিশ্বকাপের টিকিটের ৷ যে ঘটনায় ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ইতিমধ্যে, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ ৷ কীভাবে এই টিকিটের কালোবাজারি ? তা জানতে চাওয়া হয়েছে স্নেহাশিসের কাছে ৷

বিশ্বকাপের 5 তারিখের ম্যাচের টিকিট নিয়ে প্রশ্ন করা হলে মনোজ বলেন, ‘‘এর উত্তর পেতে এবার ব্যোমকেশ বক্সিকে ডাকতে হবে ৷ ইডেনের ম্যাচের টিকিট কোথায় গেল ? সেই ব্যাপারে আমি কিছু জানি না ৷ সিএবি একটি স্বশাসিত সংস্থা ৷ এর সঙ্গে রাজ্য সরকারের কোনও সম্পর্ক নেই ৷ বিজেপি শাসিত রাজ্যে ক্রিকেট বোর্ডের সদস্য বিজেপি নেতারা ৷ যদিও, এই রাজ্যে সেটা নেই ৷ এর দায় সিএবি-র, সিএবি সভাপতি বলতে পারবেন টিকিট কোথায় গেল ৷ আমি তাঁকে অনুরোধ করছি যাতে এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে জানিয়ে দেন ৷’’

আরও পড়ুন: টিকিট বিতর্কে অবস্থান স্পষ্ট করল সিএবি, ইডেনে কোহলির জন্মদিনের অনুষ্ঠানে 'না' আইসিসি'র

মনোজের স্পষ্ট বক্তব্য, টিকিট চড়া দামে কালোবাজারে বিক্রি কীভাবে হচ্ছে ? এর উত্তর দেবে সিএবি ৷ উল্লেখ্য, সিএবি’র বহু স্থায়ী সদস্য বিশ্বকাপের ম্যাচ টিকিট না-পাওয়ার অভিযোগ করেছেন ৷ যা নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন সেই সব সদস্যদের একাংশ ৷ যা নিয়ে মনোজের বক্তব্য, তাঁরা যদি মনে করেন বঞ্চিত হয়েছেন, তাহলে অবশ্যই প্রতিবাদ করবে ৷ এ প্রসঙ্গে নিজের ক্রিকেটার জীবনের প্রসঙ্গ তুলে ধরেন মনোজ ৷

Last Updated : Nov 3, 2023, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.