ETV Bharat / state

Rakhi Festival: রাখি পূর্ণিমায় বাজার মাতাচ্ছে ডোরেমন-ছোটা ভীমরা

শেষ মুহূর্তে ব্যস্ত হাওড়ার রাখি শিল্পীরা । এবছর রাখির বিক্রিও ভালো হচ্ছে । হাওড়ায় জমজমাট রাখি-বাজার । বেশি দাম দিয়েও ভালো রাখি কিনে নিয়ে যাচ্ছেন বোনেরা (Rakhi Festival)। খুশি রাখি ব্যবসায়ীরাও ৷

Rakhi Festival
রাখি উৎসব
author img

By

Published : Aug 11, 2022, 8:39 AM IST

Updated : Aug 11, 2022, 2:37 PM IST

হাওড়া, 11 অগস্ট: আজ রাখি পূর্ণিমা । ভ্রাতৃত্বের বন্ধনকে প্রতীক করেই রাখি পূর্ণিমার শুভ তিথির আবির্ভাব । চিরাচরিত সনাতনী প্রথায় এখনও ভাই-বোন উভয়েই অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য (Brothers and Sisters enjoy Rakhi Festival in 2022 after long Covid Period) ।

বাজারে হরেক রকমের রাখির সম্ভার ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছে । আর এবছর কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় দু'বছর পরে রাখি পূর্ণিমা উৎসবের মতো পালন করতে মুখিয়ে আছে আমজনতাও । একেবারে দোরগোড়াতে এসে রাখি প্রস্তুতকারকদেরও অক্লান্ত পরিশ্রম বেড়েছে । প্রায় নাওয়া-খাওয়া ভুলতে বসে দিনরাত এক করে নিজেদের বরাত পূরণ করাই এখন একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে শিল্পীদের । বাজার চেয়েছে হরেক আকারের হরেক কারুকার্যের রাখি । নানান দামে তা বিক্রি হচ্ছে । দু'বছর পর এই বছরে বিক্রি বৃদ্ধি পাওয়ার কারণে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও ।

আরও পড়ুন: পড়ুয়াদের পরিবেশমুখী করতে প্রাকৃতিক সরঞ্জাম দিয়ে রাখি তৈরির উদ্যোগ শিক্ষকদের

রাখি বিক্রেতা সোমনাথ প্রামানিক জানান, এই বছরে নানা রঙের পাথর ও লাইট দেওয়া রাখি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে । দাম বেশি হলেও ক্রেতারা এই রাখি কিনছেন । আগের মতো স্পঞ্জের তৈরি রাখি বেশি বিক্রি হচ্ছে না । এছাড়া বাচ্চাদের জন্য ডোরেমন, ছোটা ভীম ও চেতনের রাখির ভালো চাহিদা আছে, জানান সোমনাথ বাবু ।

শেষ মুহূর্তে ব্যস্ত হাওড়ার রাখি শিল্পীরা

বাজারে রাখি কিনতে এসেছিলেন টিনা কোলে। তিনি জানালেন, বাজারে রাখিতে অনেক নতুনত্ব এসেছে । আগের মতো একই ধাঁচের রাখি মিলছে না । এর সঙ্গে তাল মিলিয়ে দামও আগের তুলনায় অনেকটাই বেড়েছে । তবু নতুনত্ব না আনলে সকলের চোখেও পড়বে না । সব মিলিয়ে দু'বছর কোভিডের বাড়বাড়ন্তের জন্য রাখি উৎসবে ভাঁটা এলেও এবছরে করোনা নিয়ন্ত্রণে থাকার কারণে রাখি উৎসবকে কেন্দ্র করে বাজার একেবারে জমজমাট ।

হাওড়া, 11 অগস্ট: আজ রাখি পূর্ণিমা । ভ্রাতৃত্বের বন্ধনকে প্রতীক করেই রাখি পূর্ণিমার শুভ তিথির আবির্ভাব । চিরাচরিত সনাতনী প্রথায় এখনও ভাই-বোন উভয়েই অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য (Brothers and Sisters enjoy Rakhi Festival in 2022 after long Covid Period) ।

বাজারে হরেক রকমের রাখির সম্ভার ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছে । আর এবছর কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় দু'বছর পরে রাখি পূর্ণিমা উৎসবের মতো পালন করতে মুখিয়ে আছে আমজনতাও । একেবারে দোরগোড়াতে এসে রাখি প্রস্তুতকারকদেরও অক্লান্ত পরিশ্রম বেড়েছে । প্রায় নাওয়া-খাওয়া ভুলতে বসে দিনরাত এক করে নিজেদের বরাত পূরণ করাই এখন একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে শিল্পীদের । বাজার চেয়েছে হরেক আকারের হরেক কারুকার্যের রাখি । নানান দামে তা বিক্রি হচ্ছে । দু'বছর পর এই বছরে বিক্রি বৃদ্ধি পাওয়ার কারণে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও ।

আরও পড়ুন: পড়ুয়াদের পরিবেশমুখী করতে প্রাকৃতিক সরঞ্জাম দিয়ে রাখি তৈরির উদ্যোগ শিক্ষকদের

রাখি বিক্রেতা সোমনাথ প্রামানিক জানান, এই বছরে নানা রঙের পাথর ও লাইট দেওয়া রাখি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে । দাম বেশি হলেও ক্রেতারা এই রাখি কিনছেন । আগের মতো স্পঞ্জের তৈরি রাখি বেশি বিক্রি হচ্ছে না । এছাড়া বাচ্চাদের জন্য ডোরেমন, ছোটা ভীম ও চেতনের রাখির ভালো চাহিদা আছে, জানান সোমনাথ বাবু ।

শেষ মুহূর্তে ব্যস্ত হাওড়ার রাখি শিল্পীরা

বাজারে রাখি কিনতে এসেছিলেন টিনা কোলে। তিনি জানালেন, বাজারে রাখিতে অনেক নতুনত্ব এসেছে । আগের মতো একই ধাঁচের রাখি মিলছে না । এর সঙ্গে তাল মিলিয়ে দামও আগের তুলনায় অনেকটাই বেড়েছে । তবু নতুনত্ব না আনলে সকলের চোখেও পড়বে না । সব মিলিয়ে দু'বছর কোভিডের বাড়বাড়ন্তের জন্য রাখি উৎসবে ভাঁটা এলেও এবছরে করোনা নিয়ন্ত্রণে থাকার কারণে রাখি উৎসবকে কেন্দ্র করে বাজার একেবারে জমজমাট ।

Last Updated : Aug 11, 2022, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.