হাওড়া, 25 মে : ভোরে হাওড়ার পিলখানায় চলল গুলি, বোমাবাজি । ঘটনায় জখম দুই পথচারী । নাম মহম্মদ আক্রম ঘুশি ও মহম্মদ ওয়াসিম টর । তারা হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
ঘটনার সূত্রপাত আগে থেকে । স্থানীয় ব্যবসায়ী ফারুক আলম কাঠ মিস্ত্রি মহম্মদ আখতারকে দিয়ে কাঠের কাজ করিয়েছিল । কিন্তু, অনেকদিন হয়ে গেলেও টাকা শোধ করেনি । তা নিয়ে দু'জনের মধ্যে প্রায়ই বচসা লেগে থাকত । গতরাতে মহম্মদ আক্তার টাকা না পেয়ে ফারুককে বেশ কিছুক্ষণ আটকে রেখে মারধরও করে । এই ঘটনায় গোলবাড়ি থানায় অভিযোগ দায়ের করে ফারুক । এরপর ফারুক তার বন্ধু হারুন খান, সাদ্দাম, মিরাজদের নিয়ে এসে ঝামেলা শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
কিছুক্ষণ পর ফের ফিরে আসে ফারুকরা । তারা বোমাবাজি শুরু করে । চালাতে থাকে গুলি । গুলি লাগে ঘুশির বুকে । বোমার আঘাতে জখম হয় ওয়াসিম । পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।