ETV Bharat / state

Body Recovered: ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - Dashami

বিজয়া দশমীর (Dashami) দিন উদ্ধার এক ব্যক্তির বস্তাবন্দি দেহ (Body Recovered) ৷ তিনি জগাছা থানা এলাকার বাসিন্দা । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাতে ।

Body Recovered
Body Recovered
author img

By

Published : Oct 6, 2022, 8:12 PM IST

হাওড়া, 6 অক্টোবর: দশমীর দিন (Dashami) এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সলপ এলাকাতে (Body of railway worker recovered) । ওই মৃত ব্যক্তির নাম সুরেশ সাউ ৷ বয়স 45 বছর । তিনি জগাছার সুন্দর পাড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কর্মরত ছিলেন সুরেশ সাউ । মৃতের পোশাক থেকে কোনও পরিচয় পত্র উদ্ধার হয়নি । তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান অন্যত্র খুন করেই বস্তাবন্দি করে দেহ নির্জন স্থানে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা ।

তবে বিজয়া দশমীর দিনে এভাবে বস্তাবন্দি দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । স্থানীয় বাসিন্দা অষ্ট জানান, মৃত ব্যক্তি আগে রেলের অস্থায়ী সাফাই কর্মীর কাজে নিযুক্ত ছিলেন । কিছুদিন আগে তিনি স্থায়ী কর্মীতে রূপান্তরিত হয় । জগাছাতে তিনি একভাবে না থাকলেও তাঁর স্ত্রী এই এলাকার বহুদিনের বাসিন্দা । সুরেশ কিছুদিন আগে এখানে বসবাস করতে শুরু করেন । কয়েকদিন ধরেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । জগাছা থানাতে নিখোঁজ হওয়ার অভিযোগ জমা করা হয় তাঁর পরিবারের তরফ থেকে । ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তান দেশের বাড়িতে ছিলেন বলেই জানান তিনি ।

ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডোমজুড়ে

সূত্রের খবর, ঠিক কী কারণে সুরেশকে খুন করা হল, তা নিয়ে ধন্দে তদন্তকারী আধিকারিকরা । তদন্তের প্রয়োজনে তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলা হবে ৷ এই বিষয়ে কথা বলে পুলিশ জানার চেষ্টা করবে খুনের কারণ । পাশাপাশি তাঁর সঙ্গে অথবা মৃতের পরিবারের সঙ্গে পুরানো শত্রুতার জেরে এই খুন কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা । সম্ভাব্য সমস্ত দিক বিবেচনা করেই তদন্ত এগোতে চাইছে পুলিশ ।

আরও পড়ুন: অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মগরাহাটে

প্রসঙ্গত, দশমীর বিকেলে হাওড়ার সলপ অঞ্চলের মল্লিক পাড়ার লালবাড়ি এলাকায় বস্তাবন্দি দেহ উদ্ধার হয় । জঙ্গলের ঝোপের মধ্যে বস্তা পরে থাকতে দেখে স্থানীয়রা । বস্তা থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয় ডোমজুড় থানাতে খবর দেয় এলাকার বাসিন্দারা । পুলিশ এসে ওই বস্তা খুলে পচা গলা দেহ উদ্ধার করে ।

হাওড়া, 6 অক্টোবর: দশমীর দিন (Dashami) এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সলপ এলাকাতে (Body of railway worker recovered) । ওই মৃত ব্যক্তির নাম সুরেশ সাউ ৷ বয়স 45 বছর । তিনি জগাছার সুন্দর পাড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কর্মরত ছিলেন সুরেশ সাউ । মৃতের পোশাক থেকে কোনও পরিচয় পত্র উদ্ধার হয়নি । তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান অন্যত্র খুন করেই বস্তাবন্দি করে দেহ নির্জন স্থানে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা ।

তবে বিজয়া দশমীর দিনে এভাবে বস্তাবন্দি দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । স্থানীয় বাসিন্দা অষ্ট জানান, মৃত ব্যক্তি আগে রেলের অস্থায়ী সাফাই কর্মীর কাজে নিযুক্ত ছিলেন । কিছুদিন আগে তিনি স্থায়ী কর্মীতে রূপান্তরিত হয় । জগাছাতে তিনি একভাবে না থাকলেও তাঁর স্ত্রী এই এলাকার বহুদিনের বাসিন্দা । সুরেশ কিছুদিন আগে এখানে বসবাস করতে শুরু করেন । কয়েকদিন ধরেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । জগাছা থানাতে নিখোঁজ হওয়ার অভিযোগ জমা করা হয় তাঁর পরিবারের তরফ থেকে । ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তান দেশের বাড়িতে ছিলেন বলেই জানান তিনি ।

ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডোমজুড়ে

সূত্রের খবর, ঠিক কী কারণে সুরেশকে খুন করা হল, তা নিয়ে ধন্দে তদন্তকারী আধিকারিকরা । তদন্তের প্রয়োজনে তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলা হবে ৷ এই বিষয়ে কথা বলে পুলিশ জানার চেষ্টা করবে খুনের কারণ । পাশাপাশি তাঁর সঙ্গে অথবা মৃতের পরিবারের সঙ্গে পুরানো শত্রুতার জেরে এই খুন কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা । সম্ভাব্য সমস্ত দিক বিবেচনা করেই তদন্ত এগোতে চাইছে পুলিশ ।

আরও পড়ুন: অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মগরাহাটে

প্রসঙ্গত, দশমীর বিকেলে হাওড়ার সলপ অঞ্চলের মল্লিক পাড়ার লালবাড়ি এলাকায় বস্তাবন্দি দেহ উদ্ধার হয় । জঙ্গলের ঝোপের মধ্যে বস্তা পরে থাকতে দেখে স্থানীয়রা । বস্তা থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয় ডোমজুড় থানাতে খবর দেয় এলাকার বাসিন্দারা । পুলিশ এসে ওই বস্তা খুলে পচা গলা দেহ উদ্ধার করে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.