ETV Bharat / state

New Born Body Found: নিখোঁজ সদ্যোজাতের দেহ মিলল বাড়ির জলের ট্যাঙ্কে, চাঞ্চল্য হাওড়ায় - body of new born found in house water tank in howrah

হাওড়ায় বাড়ি থেকে মিলল নিখোঁজ সদ্যোজাতের দেহ (New Born Body Found)৷ ঘটনায় আটক মৃত শিশুর জেঠিমা ৷ স্থানীয়দের অভিযোগ, তাঁর মেয়ে ও জায়ের ছেলে হওয়ায় এই কুকর্ম করছেন মৃত শিশুর জেঠিমা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

new born baby died
হাওড়ায় শিশুর দেহ উদ্ধার
author img

By

Published : Aug 6, 2022, 8:20 PM IST

হাওড়া, 6 অগস্ট: জলের ট্যাঙ্ক থেকে শনিবার সদ্যোজাতের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার টিকিয়াপাড়ার শ্রীনাথ পোড়েল লেনে(body of new born found in house water tank in howrah)। সোমবার শামা পারভিন নামে এক মহিলা পুত্রসন্তানের জন্ম দেন হাওড়া জেলা হাসপাতালে । বুধবার ওই মহিলাকে হাসপাতাল ছেড়ে দিলে তিনি টিকিয়াপাড়ায় শ্বশুরবাড়িতে ফিরে আসেন । শুক্রবার সকালে ওই মহিলা এবং তাঁর সদ্যোজাত পুত্রসন্তান যখন ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, সেই সময় কেউ বা কারা বাচ্চাটিকে চুরি করে নিয়ে পালিয়ে যায় । এরপরে মা ঘুম ভেঙে দেখেন বাচ্চা নেই ৷

এরপর পরিবারের লোকজন এলাকা তন্ন তন্ন করে খুঁজলেও একরত্তিকে খুঁজে না-পাওয়ায় তাঁরা হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এরমধ্যে শনিবার সকালে কলে জল না-আসায় ছেলেকে ডাকেন মা নূরজাহান বেগম ৷ তখন মৃত শিশুর বাবা জলট্যাঙ্কের ঢাকনা সরাতেই দেখেন নিখোঁজ একরত্তির দেহ রয়েছে তাতে ৷ তদন্ত শুরু করে পুলিশ । এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় । এই চুরির পিছনে কোনও আত্মীয় জড়িত আছে কি না, তা জানতে পরিবারের লোকজনদের মধ্যেই শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ আটক করে থানায় নিয়ে যাওয়া হয় মৃত শিশুর জেঠিমাকে ৷

হাওড়ায় ট্যাঙ্ক থেকে শিশুর দেহ উদ্ধারে ঠাকুমা ও আত্মীয়ের বক্তব্য

এই ঘটনায় দোষীর কঠিন শাস্তির দাবি করছেন পরিবারের সদস্যরা । এর মধ্যে মেহেজবিন আক্রম খান অভিযোগ করেন, এই ঘটনায় পরিবারের সদস্যরাই জড়িত । বাইরের কেউ এই কাজ করেনি ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে পড়শির বাড়ির ট্রাঙ্কে মিলল ছোট্ট মেয়ের নিথর দেহ

হাওড়া, 6 অগস্ট: জলের ট্যাঙ্ক থেকে শনিবার সদ্যোজাতের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার টিকিয়াপাড়ার শ্রীনাথ পোড়েল লেনে(body of new born found in house water tank in howrah)। সোমবার শামা পারভিন নামে এক মহিলা পুত্রসন্তানের জন্ম দেন হাওড়া জেলা হাসপাতালে । বুধবার ওই মহিলাকে হাসপাতাল ছেড়ে দিলে তিনি টিকিয়াপাড়ায় শ্বশুরবাড়িতে ফিরে আসেন । শুক্রবার সকালে ওই মহিলা এবং তাঁর সদ্যোজাত পুত্রসন্তান যখন ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, সেই সময় কেউ বা কারা বাচ্চাটিকে চুরি করে নিয়ে পালিয়ে যায় । এরপরে মা ঘুম ভেঙে দেখেন বাচ্চা নেই ৷

এরপর পরিবারের লোকজন এলাকা তন্ন তন্ন করে খুঁজলেও একরত্তিকে খুঁজে না-পাওয়ায় তাঁরা হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এরমধ্যে শনিবার সকালে কলে জল না-আসায় ছেলেকে ডাকেন মা নূরজাহান বেগম ৷ তখন মৃত শিশুর বাবা জলট্যাঙ্কের ঢাকনা সরাতেই দেখেন নিখোঁজ একরত্তির দেহ রয়েছে তাতে ৷ তদন্ত শুরু করে পুলিশ । এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় । এই চুরির পিছনে কোনও আত্মীয় জড়িত আছে কি না, তা জানতে পরিবারের লোকজনদের মধ্যেই শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ আটক করে থানায় নিয়ে যাওয়া হয় মৃত শিশুর জেঠিমাকে ৷

হাওড়ায় ট্যাঙ্ক থেকে শিশুর দেহ উদ্ধারে ঠাকুমা ও আত্মীয়ের বক্তব্য

এই ঘটনায় দোষীর কঠিন শাস্তির দাবি করছেন পরিবারের সদস্যরা । এর মধ্যে মেহেজবিন আক্রম খান অভিযোগ করেন, এই ঘটনায় পরিবারের সদস্যরাই জড়িত । বাইরের কেউ এই কাজ করেনি ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে পড়শির বাড়ির ট্রাঙ্কে মিলল ছোট্ট মেয়ের নিথর দেহ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.