ETV Bharat / state

ওরা মানুষের মধ্যে বিভেদ চায়, BJP-কে কটাক্ষ মহম্মদ সেলিমের

আজ রাজ্যে বাম সংগঠনগুলির তরফে একটি মিছিলের আয়োজন করা হয় । রাজ্যে NRC ও CAA-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই মিছিল আয়োজন করে CPI(M) । হাওড়ার কাজিপাড়ায়ে শুরু হয়ে পিলখানা মোড় অবধি মিছিলটি যায় ।  উপস্থিত ছিলেন CPI(M)  কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ব । NRC ও CAA-র বিরুদ্ধে স্লোগান ওঠে । পাশাপাশি 8 জানুয়ারি বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর তরফে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । তার প্রচারও করা হয় আজ মিছিলে ।

cpim
বাম মিছিল
author img

By

Published : Dec 22, 2019, 4:12 PM IST

হাওড়া , 22 ডিসেম্বর : ওরা মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায় । ফটোশপের মাধ্যমে ছবিতে লোকজনদের অন্যরকম পোশাক পরাচ্ছে । এইভাবে ধর্মীয় বিভেদ করতে চাইছে । একটি কাগজ দেশপ্রেমের প্রমাণ দিতে পারে না । তা মানুষের মনেই থাকে । এইকথা বলে হাওড়ার একটি মিছিল থেকে BJP-কে সরাসরি আক্রমণ করলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ।

আজ রাজ্যে বাম সংগঠনগুলির তরফে একটি মিছিলের আয়োজন করা হয় । রাজ্যে NRC ও CAA-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই মিছিল আয়োজন করে CPI(M) । হাওড়ার কাজিপাড়ায়ে শুরু হয়ে পিলখানা মোড় অবধি মিছিলটি যায় । উপস্থিত ছিলেন CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ব । NRC ও CAA-র বিরুদ্ধে স্লোগান ওঠে । পাশাপাশি 8 জানুয়ারি বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর তরফে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । তার প্রচারও করা হয় আজ মিছিলে ।

ভিডিয়োয় দেখুন...


CPI(M) নেতা মহম্মদ সেলিম আজ BJP-কে কটাক্ষ করে সরাসরি বলেন , "ওরা ধর্মীয় বিভেদ করতে চাইছে । কিন্তু মানুষ আরও বেশি একাজোট হচ্ছেন । দেশে জরুরি অবস্থা শুরু করেছে । তবে এটা মনে রাখতে হবে আমার নাগরিকত্ব বা আমার দেশপ্রেম একটি কাগজ প্রমাণ দিতে পারে না । "

হাওড়া , 22 ডিসেম্বর : ওরা মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায় । ফটোশপের মাধ্যমে ছবিতে লোকজনদের অন্যরকম পোশাক পরাচ্ছে । এইভাবে ধর্মীয় বিভেদ করতে চাইছে । একটি কাগজ দেশপ্রেমের প্রমাণ দিতে পারে না । তা মানুষের মনেই থাকে । এইকথা বলে হাওড়ার একটি মিছিল থেকে BJP-কে সরাসরি আক্রমণ করলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ।

আজ রাজ্যে বাম সংগঠনগুলির তরফে একটি মিছিলের আয়োজন করা হয় । রাজ্যে NRC ও CAA-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই মিছিল আয়োজন করে CPI(M) । হাওড়ার কাজিপাড়ায়ে শুরু হয়ে পিলখানা মোড় অবধি মিছিলটি যায় । উপস্থিত ছিলেন CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ব । NRC ও CAA-র বিরুদ্ধে স্লোগান ওঠে । পাশাপাশি 8 জানুয়ারি বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর তরফে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । তার প্রচারও করা হয় আজ মিছিলে ।

ভিডিয়োয় দেখুন...


CPI(M) নেতা মহম্মদ সেলিম আজ BJP-কে কটাক্ষ করে সরাসরি বলেন , "ওরা ধর্মীয় বিভেদ করতে চাইছে । কিন্তু মানুষ আরও বেশি একাজোট হচ্ছেন । দেশে জরুরি অবস্থা শুরু করেছে । তবে এটা মনে রাখতে হবে আমার নাগরিকত্ব বা আমার দেশপ্রেম একটি কাগজ প্রমাণ দিতে পারে না । "

Intro:
হাওড়া:- ওরা মানুষের বিভেদ তৈরিতে সচেষ্ট। তাই মানুষকে ভুল বুঝিয়ে ফটোশপ করে ওরা ভাগ করতে চাইছে। কিন্তু এতে মানুষ আরো বেশি একাট্টা হচ্ছে। দেশে জরুরি অবস্থা শুরু করেছে। তবে এটা মনে রাখতে হবে আমি দেশের নাগরিক কিনা আমার দেশ প্রেম আছে কিনা তা কাগজে কি হয় না এটা মন থেকে হয়। আজ হাওড়ার একটি মিছিল থেকে বিজেপিকে এমনভাবেই আক্রমণ করেন সিপিএমের নেতা মোহাম্মদ সেলিম।
রাজ্যে এন আর সি ও সি এ এ বিরুদ্ধে সিপিআইএমের প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলটি হাওড়ার কাজিপাড়া থেকে শুরু করে পিলখানা মোড় অব্দি যায়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ব। মিছিল থেকে এন আর সি ও সি এ এ র বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি৮ ই জানুয়ারি দেশব্যাপী ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলো তার সপক্ষে প্রচার করা হয়।Body:ভConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.