হাওড়া , 22 ডিসেম্বর : ওরা মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায় । ফটোশপের মাধ্যমে ছবিতে লোকজনদের অন্যরকম পোশাক পরাচ্ছে । এইভাবে ধর্মীয় বিভেদ করতে চাইছে । একটি কাগজ দেশপ্রেমের প্রমাণ দিতে পারে না । তা মানুষের মনেই থাকে । এইকথা বলে হাওড়ার একটি মিছিল থেকে BJP-কে সরাসরি আক্রমণ করলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ।
আজ রাজ্যে বাম সংগঠনগুলির তরফে একটি মিছিলের আয়োজন করা হয় । রাজ্যে NRC ও CAA-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই মিছিল আয়োজন করে CPI(M) । হাওড়ার কাজিপাড়ায়ে শুরু হয়ে পিলখানা মোড় অবধি মিছিলটি যায় । উপস্থিত ছিলেন CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ব । NRC ও CAA-র বিরুদ্ধে স্লোগান ওঠে । পাশাপাশি 8 জানুয়ারি বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর তরফে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । তার প্রচারও করা হয় আজ মিছিলে ।
CPI(M) নেতা মহম্মদ সেলিম আজ BJP-কে কটাক্ষ করে সরাসরি বলেন , "ওরা ধর্মীয় বিভেদ করতে চাইছে । কিন্তু মানুষ আরও বেশি একাজোট হচ্ছেন । দেশে জরুরি অবস্থা শুরু করেছে । তবে এটা মনে রাখতে হবে আমার নাগরিকত্ব বা আমার দেশপ্রেম একটি কাগজ প্রমাণ দিতে পারে না । "