হাওড়া, 6 অগস্ট: পঞ্চায়েত নির্বাতনের ময়নাতদন্ত প্রায় শেষ ৷ এ বার পাখির চোখ লোকসভা নির্বাচন ৷ তাই ভুলভ্রান্তি চিহ্নিত করে দলকে নতুন করে সাজানো শুরু করে দিল রাজ্য বিজেপি ৷ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলীয় সাংগঠনিক পদে রদবদল করল পদ্মশিবির । রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রবিবার রাজ্যের একাধিক জেলার সভাপতি পদে পরিবর্তনের তালিকা প্রকাশ করেছেন । হাওড়া জেলাতে পুরনো সভাপতিকে সরিয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয় । হাওড়া সদরের সভাপতি হিসাবে নতুন দায়িত্ব দেওয়া হয় রমাপ্রসাদ ভট্টাচার্যকে ।
পদ্মশিবিরের এই নেতা সংঘের সঙ্গেই দীর্ঘদিন ধরে যুক্ত বলে সূত্রের খবর । পাশাপাশি রাজ্য বিজেপির বস্তি উন্নয়ন সেলের সভাপতি হিসাবেও তিনি দায়িত্ব সামলেছেন । অপরদিকে, হাওড়া গ্রামীণের সভাপতি হিসাবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে অরুণপাল চৌধুরীকে । 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তাঁকে গ্রামীণ হাওড়ার সভাপতির পদে বসানো হয় । রবিবার পুনরায় তাঁকেই গ্রামীণ হাওড়ার বিজেপি সভাপতি হিসাবেই নিযুক্ত করল দল । তিনিও সংঘের সাংগঠনিক ব্যক্তি হিসাবেই দলে পরিচিত ।
আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, রাজ্যজুড়ে ধরনায় তৃণমূল; পথে নামলেন অর্জুন-ববিরা
উল্লেখ্য, হাওড়া সদরের পূর্বতন সভাপতির নিষ্ক্রিয়তার অভিযোগে দলীয় স্তরেই অনেক ক্ষোভ-বিক্ষোভ ছিল । যার প্রভাব দলীয় সংগঠনের মধ্যে পড়ে । লোকসভা নির্বাচনের পূর্বে সেই সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যেই নতুন সদর সভাপতি করা হল রমাপ্রসাদ ভট্টাচার্যকে । সম্প্রতি তাঁকে সদর সভাপতি করার দাবি জানিয়ে সোশাল মিডিয়াতেও একাধিক পোস্ট করতে দেখা গিয়েছে হাওড়া সদর দলীয় কর্মীদের একাংশকে । দলীয় নেতৃত্বের আশা, নতুন সদর সভাপতির নেতৃত্বে লোকসভা নির্বাচনে শাসক দলের উপর সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভকে কাজে লাগিয়ে দলের সংগঠন মজবুত করতে সক্ষম হবে গেরুয়া শিবির ৷ আর এ ভাবেই জয় ছিনিয়ে আনতে দল সক্ষম হবে বলে আশা করছে জেলার নেতারা ।