ETV Bharat / state

বাগনানে বোমাবাজি, বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা; চলল লুটপাটও

সাত-আটটি বাড়ি ভাঙচুর করে লুটপাট চালানো হয় ৷ বিজেপি সমর্থকদের অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের বাইক বাহিনী এই তাণ্ডব চালায় ।

author img

By

Published : Apr 8, 2021, 10:40 AM IST

TMC accused of attack on BJP supporters house at Bagnan
TMC accused of attack on BJP supporters house at Bagnan

বাগনান, 8 এপ্রিল : ভোট পরবর্তী হিংসা এবার বাগনানে । চলল বোমাবাজি ৷ বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ বাড়ি ভাঙচুরের পাশাপাশি লুটপাট চলে বলেও অভিযোগ করেন বিজেপি সমর্থকরা ৷

অভিযোগ, গতকাল রাতে বাগনানের তামুলতলা, জলপাই, নাচক গ্রামে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তার আগে বোমাবাজি চলে ৷ সাত-আটটি বাড়ি ভাঙচুর করে লুটপাট চালানো হয় ৷

বিজেপি সমর্থকদের অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের বাইক বাহিনী এই তাণ্ডব চালায় । স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের বক্তব্য, এই গ্রামগুলি থেকে তৃণমূল জিততে পারবে না আন্দাজ করেই হতাশায় হামলা চালিয়েছে । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ ঘটনাস্থান থেকে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে । থমথমে গোটা এলাকা ।

আরও পড়ুন: সিউড়িতে BJP কর্মীদের বাড়িতে লুটপাট, ভাঙচুরের অভিযোগ ; অভিযুক্ত তৃণমূল

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ।

বাগনান, 8 এপ্রিল : ভোট পরবর্তী হিংসা এবার বাগনানে । চলল বোমাবাজি ৷ বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ বাড়ি ভাঙচুরের পাশাপাশি লুটপাট চলে বলেও অভিযোগ করেন বিজেপি সমর্থকরা ৷

অভিযোগ, গতকাল রাতে বাগনানের তামুলতলা, জলপাই, নাচক গ্রামে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তার আগে বোমাবাজি চলে ৷ সাত-আটটি বাড়ি ভাঙচুর করে লুটপাট চালানো হয় ৷

বিজেপি সমর্থকদের অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের বাইক বাহিনী এই তাণ্ডব চালায় । স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের বক্তব্য, এই গ্রামগুলি থেকে তৃণমূল জিততে পারবে না আন্দাজ করেই হতাশায় হামলা চালিয়েছে । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ ঘটনাস্থান থেকে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে । থমথমে গোটা এলাকা ।

আরও পড়ুন: সিউড়িতে BJP কর্মীদের বাড়িতে লুটপাট, ভাঙচুরের অভিযোগ ; অভিযুক্ত তৃণমূল

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.