ETV Bharat / state

10টা শো-কজ করলেও আমার কিছু যায় আসে না : মমতা - EC notice to Mamata

নির্বাচনী বিধিভঙ্গে অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে নির্বাচন কমিশন নোটিসও দিয়েছে তাঁকে ৷ এর জবাব হাওড়ার ডোমজুড়ের সভা থেকে দিলেন মমতা ৷ বললেন, ‘‘10টা শো-কজ করলেও আমার কিছু যায় আসে না ৷’’

10টা শো-কজ করলেও আমার কিছু যায় আসে না : মমতা
10টা শো-কজ করলেও আমার কিছু যায় আসে না : মমতা
author img

By

Published : Apr 8, 2021, 6:17 PM IST

কলকাতা, 8 এপ্রিল : নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তাঁকে নোটিসও দিয়েছে নির্বাচন কমিশন ৷ 48 ঘণ্টার মধ্যে তাঁকে উত্তরও দিতে বলা হয়েছে ৷

বুধবারের সেই নোটিসের প্রেক্ষিতেই বৃহস্পতিবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন হাওড়ার ডোমজুড়ের একটি নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে 10টা শো-কজ নোটিস পাঠানো হলেও, তাতে আমার কিছু যায় আসে না ৷ আমি সবাইকে এক হয়ে ভোট দেওয়ার কথা বলেছি ৷ কোনও ভাগাভাগি নেই ৷’’

একই সঙ্গে ওই সভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন মমতা ৷ বলেছেন, ‘‘নরেন্দ্র মোদির বিরুদ্ধে কতগুলি অভিযোগ দায়ের হয় ? তিনি তো রোজ হিন্দু-মুসলিম করেন ৷’’

উল্লেখ্য, গত 3 এপ্রিল হুগলির তারকেশ্বরে একটি নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই সভায় তিনি সংখ্য়ালঘু ভোট ভাগ না করার আবেদন করেছিলেন বলে বিজেপির অভিযোগ ৷ এই নিয়ে বিজেপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয় ৷ তার আগে নরেন্দ্র মোদি কোচবিহারের সভা থেকে এই নিয়ে অভিযোগ তুলেছিলেন ৷

বিজেপির অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন মমতাকে নোটিস পাঠায় ৷ এই নিয়ে জবাব দিলেন মমতা ৷ একই সঙ্গে নাম না করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকেও ৷ তিনি বলেন, ‘‘নন্দীগ্রামের মুসলিমদের যাঁরা পাকিস্তানি বলছে, তাঁদের বিরুদ্ধে ক’টা অভিযোগ দায়ের হয়েছে ? তারা কি লজ্জিত নয় ? তাঁরা আমার বিরুদ্ধে কোনও কিছু করতে পারবে না ৷ আমি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিশ্চান সকলের সঙ্গে আছি ৷ আদিবাসীদের সঙ্গেও আছি ৷’’

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তরফে তৃণমূল নেত্রীকে নোটিস দিয়ে বলা হয় যে মমতার ভাষণ খতিয়ে দেখেছে তারা ৷ ওই বক্তৃতার মাধ্যমে মমতা নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণ বিধি ভেঙেছেন ৷ কোন কোন ধারা লঙ্ঘন করা হয়েছে সেটাও ওই নোটিসে উল্লেখ করা হয়৷

একই সঙ্গে নোটিসের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী প্রচারে কোনও ধর্মকে উল্লেখ করে কোনও রাজনৈতিক দল বা কোনও প্রার্থী কোনও কথা বলতে পারেন না ৷ সেটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার মধ্যে পড়ে ৷

10টা শো-কজ করলেও আমার কিছু যায় আসে না : মমতা

আর সেই কারণে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করলেন, এখন সেটাই জানতে চায় নির্বাচন কমিশন ৷ উত্তর দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 48 ঘণ্টা সময় দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷ উত্তর না দিলেন কমিশন তাঁকে না জানিয়েও কোনও সিদ্ধান্ত নিয়ে নেবে জানিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন : বিধি ভেঙেছেন মমতা, 48 ঘণ্টার মধ্যে জবাব চাইল কমিশন

এখন দেখার এই বিষয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কী উত্তর দেওয়া হয় ? আর সেই উত্তর পছন্দ না হলে তারা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কী পদক্ষেপ করে ?

কলকাতা, 8 এপ্রিল : নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তাঁকে নোটিসও দিয়েছে নির্বাচন কমিশন ৷ 48 ঘণ্টার মধ্যে তাঁকে উত্তরও দিতে বলা হয়েছে ৷

বুধবারের সেই নোটিসের প্রেক্ষিতেই বৃহস্পতিবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন হাওড়ার ডোমজুড়ের একটি নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে 10টা শো-কজ নোটিস পাঠানো হলেও, তাতে আমার কিছু যায় আসে না ৷ আমি সবাইকে এক হয়ে ভোট দেওয়ার কথা বলেছি ৷ কোনও ভাগাভাগি নেই ৷’’

একই সঙ্গে ওই সভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন মমতা ৷ বলেছেন, ‘‘নরেন্দ্র মোদির বিরুদ্ধে কতগুলি অভিযোগ দায়ের হয় ? তিনি তো রোজ হিন্দু-মুসলিম করেন ৷’’

উল্লেখ্য, গত 3 এপ্রিল হুগলির তারকেশ্বরে একটি নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই সভায় তিনি সংখ্য়ালঘু ভোট ভাগ না করার আবেদন করেছিলেন বলে বিজেপির অভিযোগ ৷ এই নিয়ে বিজেপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয় ৷ তার আগে নরেন্দ্র মোদি কোচবিহারের সভা থেকে এই নিয়ে অভিযোগ তুলেছিলেন ৷

বিজেপির অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন মমতাকে নোটিস পাঠায় ৷ এই নিয়ে জবাব দিলেন মমতা ৷ একই সঙ্গে নাম না করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকেও ৷ তিনি বলেন, ‘‘নন্দীগ্রামের মুসলিমদের যাঁরা পাকিস্তানি বলছে, তাঁদের বিরুদ্ধে ক’টা অভিযোগ দায়ের হয়েছে ? তারা কি লজ্জিত নয় ? তাঁরা আমার বিরুদ্ধে কোনও কিছু করতে পারবে না ৷ আমি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিশ্চান সকলের সঙ্গে আছি ৷ আদিবাসীদের সঙ্গেও আছি ৷’’

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তরফে তৃণমূল নেত্রীকে নোটিস দিয়ে বলা হয় যে মমতার ভাষণ খতিয়ে দেখেছে তারা ৷ ওই বক্তৃতার মাধ্যমে মমতা নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণ বিধি ভেঙেছেন ৷ কোন কোন ধারা লঙ্ঘন করা হয়েছে সেটাও ওই নোটিসে উল্লেখ করা হয়৷

একই সঙ্গে নোটিসের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী প্রচারে কোনও ধর্মকে উল্লেখ করে কোনও রাজনৈতিক দল বা কোনও প্রার্থী কোনও কথা বলতে পারেন না ৷ সেটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার মধ্যে পড়ে ৷

10টা শো-কজ করলেও আমার কিছু যায় আসে না : মমতা

আর সেই কারণে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করলেন, এখন সেটাই জানতে চায় নির্বাচন কমিশন ৷ উত্তর দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 48 ঘণ্টা সময় দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷ উত্তর না দিলেন কমিশন তাঁকে না জানিয়েও কোনও সিদ্ধান্ত নিয়ে নেবে জানিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন : বিধি ভেঙেছেন মমতা, 48 ঘণ্টার মধ্যে জবাব চাইল কমিশন

এখন দেখার এই বিষয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কী উত্তর দেওয়া হয় ? আর সেই উত্তর পছন্দ না হলে তারা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কী পদক্ষেপ করে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.