ETV Bharat / state

ভোট প্রচারে দেওয়াল লিখলেন বৈশালি ডালমিয়া - দেওয়াল লিখন

হাওড়া পৌরনিগম ও বালি বিধানসভার অন্তর্গত 64 নম্বর ওয়ার্ড থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী বৈশালি ডালমিয়া। প্রচারের শুরুতে নিজের হাতে দেওয়াল লিখলেন তিনি । বালির সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নিজের জয়ের জন্য প্রার্থনা জানান ।

BJP
Baishali Dalmiya
author img

By

Published : Mar 21, 2021, 8:32 AM IST

বালি, 21 মার্চ: বিজেপিতে যোগদানের পরে বালি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন । এবার পুরোদমে ভোটের প্রচারে বেরিয়ে পড়লেন বৈশালি ডালমিয়া । হাওড়া পৌরনিগম ও বালি বিধানসভার অন্তর্গত 64 নম্বর ওয়ার্ড থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন। পাশাপাশি বালির সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নিজের জয়ী হওয়ার প্রার্থনা জানান । এরপরে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নামেন নিজের নামে দেওয়াল লিখতে ।

এই প্রসঙ্গে বৈশালি জানান, "প্রথম বার এই কেন্দ্রের প্রার্থী হওয়ার সময় মায়ের পুজো দিয়ে নিজের ভোট প্রচার শুরু করেছিলাম । 2016 সালে জেতার পরেও এখানে পুজো দিয়েছি ।" পাশাপাশি আক্ষেপের সুরে বলেন, "সেইসময় যারা সঙ্গে ছিলেন আজ তাঁরা নেই । কিন্তু যারা সেদিন ছিলেননা আজ তাঁরা রয়েছেন । এখন আমি বৃহত্তর পরিবার নিয়ে ভোট প্রচারে নেমেছি । ভোটে জয়ের বিষয়েও আশাবাদী আমি । বালির মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচনী লড়াইা লড়তে চাই ।"

আরও পড়ুন:অমিতের পাঠানো চার্টার্ড বিমানে দিল্লি যাচ্ছেন রাজীব-বৈশালীরা, আজই বিজেপিতে যোগদান

নির্বাচনী প্রচারে তাঁর প্রিয় বন্ধু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আসবেন কিনা জানতে চাওয়া হলে বলেন, "আমি সবে প্রচার শুরু করেছি । হয়ত আসবেন । তবে এখনও কিছু ঠিক হয়নি ।"

বৈশালী ডালমিয়া

বালি, 21 মার্চ: বিজেপিতে যোগদানের পরে বালি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন । এবার পুরোদমে ভোটের প্রচারে বেরিয়ে পড়লেন বৈশালি ডালমিয়া । হাওড়া পৌরনিগম ও বালি বিধানসভার অন্তর্গত 64 নম্বর ওয়ার্ড থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন। পাশাপাশি বালির সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নিজের জয়ী হওয়ার প্রার্থনা জানান । এরপরে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নামেন নিজের নামে দেওয়াল লিখতে ।

এই প্রসঙ্গে বৈশালি জানান, "প্রথম বার এই কেন্দ্রের প্রার্থী হওয়ার সময় মায়ের পুজো দিয়ে নিজের ভোট প্রচার শুরু করেছিলাম । 2016 সালে জেতার পরেও এখানে পুজো দিয়েছি ।" পাশাপাশি আক্ষেপের সুরে বলেন, "সেইসময় যারা সঙ্গে ছিলেন আজ তাঁরা নেই । কিন্তু যারা সেদিন ছিলেননা আজ তাঁরা রয়েছেন । এখন আমি বৃহত্তর পরিবার নিয়ে ভোট প্রচারে নেমেছি । ভোটে জয়ের বিষয়েও আশাবাদী আমি । বালির মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচনী লড়াইা লড়তে চাই ।"

আরও পড়ুন:অমিতের পাঠানো চার্টার্ড বিমানে দিল্লি যাচ্ছেন রাজীব-বৈশালীরা, আজই বিজেপিতে যোগদান

নির্বাচনী প্রচারে তাঁর প্রিয় বন্ধু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আসবেন কিনা জানতে চাওয়া হলে বলেন, "আমি সবে প্রচার শুরু করেছি । হয়ত আসবেন । তবে এখনও কিছু ঠিক হয়নি ।"

বৈশালী ডালমিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.