ETV Bharat / state

Janmashtami: করোনা আবহে জন্মাষ্টমীতে বন্ধ বেলুড় মঠ, ভার্চুয়ালি দেখা যাবে উৎসব পালন

এ বছরও জন্মাষ্টমীর উৎসব পালন হবে বেলুড় মঠে ৷ তবে করোনা আবহে সেই দিন বেলুড় মঠ ভক্তদের জন্য বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে ৷

belur math will remain closed at janmashtami 2021 amid coronavirus pandemic
করোনা আবহে জন্মাষ্টমীতে বন্ধ বেলুড় মঠ, ভার্চুয়ালি দেখা যাবে উৎসব পালন
author img

By

Published : Aug 20, 2021, 6:09 PM IST

হাওড়া, 20 অগস্ট: করোনা ভাইরাস অতিমারির কারণে জন্মাষ্টমীতে বন্ধ থাকছে বেলুড় মঠ ৷ আগামী সোমবার, 30 অগস্ট, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে বেলুড় মঠ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । তবে ওইদিন মঠের অভ্যন্তরে শ্রীকৃষ্ণের জন্মতিথির অনুষ্ঠান রীতি অনুযায়ীই পালিত হবে বলে জানানো হয়েছে । ওই দিনের পুজো ও অন্যান্য অনুষ্ঠান এবং বিকেলে ধর্মসভার বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হবে | পরের দিন থেকে আবার খুলে দেওয়া হবে বেলুড় মঠ ৷

প্রতিবারের মতো মঠের ভিতরে এ বারেও জন্মাষ্টমীতে যথাযথ ভক্তি-শ্রদ্ধার সঙ্গে পূজার্চনা হবে । কেবলমাত্র মঠের আবাসিক সন্ন্যাসীরাই সেখানে উপস্থিত থাকবেন । বেলুড় মঠের মন্দিরের ভিতরে এবং মঠ সংলগ্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পুজো হবে বরাবরের মতো । বেলুড় মঠের পুজো দেখা যাবে মঠের ইউটিউব চ্যানেলে ।

আরও পড়ুন: Gangasagar : মেলার আগে গঙ্গাসাগরে 100 শতাংশ টিকাকরণের লক্ষ্যে জেলা প্রশাসন

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল বেলুড় মঠ ৷ কিছুদিন আগেই মঠ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য । মঠ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন, সব রকম করোনাবিধি মেনেই খোলা হচ্ছে মঠ । মঠে প্রবেশ করার সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছিল । নতুন সময়সূচি অনুযায়ী সকাল 8টা থেকে বেলা 11টা ও বিকাল 4টে থেকে সন্ধে পৌনে 6টা পর্যন্ত খোলা থাকছে মঠের দরজা ।

belur math will remain closed at janmashtami 2021 amid coronavirus pandemic
করোনা আবহে জন্মাষ্টমীতে বন্ধ বেলুড় মঠ, ভার্চুয়ালি দেখা যাবে উৎসব পালন

আরও পড়ুন: Subhashis Natua : কোভিশিল্ড গবেষণায় মথুরাপুরের শুভাশিসকে পুরস্কার ভারত সরকারের

মন্দিরে প্রবেশ করতে পারলেও মন্দিরে বসা বা মঠ চত্বরে সময় কাটানোর অনুমতি দেওয়া হয়নি কাউকে । মঠ খুললেও আপাতত মঠের ভিতরে মিউজিয়াম খুলছে না এবং প্রসাদ ভোগের ব্যবস্থাও বন্ধ থাকছে না বলেই জানানো হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফে । বেলুড় মঠে প্রবেশের জন্য করোনা টিকার দু‘টি ডোজই নেওয়া আবশ্যিক ৷ অথবা 72 ঘণ্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ঢোকার ব্যবস্থা করা হয়েছে ।

আরও পড়ুন : WHO on fake Covishield : ভারত ও আফ্রিকায় ভুয়ো কোভিশিল্ড ভ্যাকসিন ! সতর্কবার্তা হু-র

হাওড়া, 20 অগস্ট: করোনা ভাইরাস অতিমারির কারণে জন্মাষ্টমীতে বন্ধ থাকছে বেলুড় মঠ ৷ আগামী সোমবার, 30 অগস্ট, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে বেলুড় মঠ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । তবে ওইদিন মঠের অভ্যন্তরে শ্রীকৃষ্ণের জন্মতিথির অনুষ্ঠান রীতি অনুযায়ীই পালিত হবে বলে জানানো হয়েছে । ওই দিনের পুজো ও অন্যান্য অনুষ্ঠান এবং বিকেলে ধর্মসভার বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হবে | পরের দিন থেকে আবার খুলে দেওয়া হবে বেলুড় মঠ ৷

প্রতিবারের মতো মঠের ভিতরে এ বারেও জন্মাষ্টমীতে যথাযথ ভক্তি-শ্রদ্ধার সঙ্গে পূজার্চনা হবে । কেবলমাত্র মঠের আবাসিক সন্ন্যাসীরাই সেখানে উপস্থিত থাকবেন । বেলুড় মঠের মন্দিরের ভিতরে এবং মঠ সংলগ্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পুজো হবে বরাবরের মতো । বেলুড় মঠের পুজো দেখা যাবে মঠের ইউটিউব চ্যানেলে ।

আরও পড়ুন: Gangasagar : মেলার আগে গঙ্গাসাগরে 100 শতাংশ টিকাকরণের লক্ষ্যে জেলা প্রশাসন

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল বেলুড় মঠ ৷ কিছুদিন আগেই মঠ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য । মঠ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন, সব রকম করোনাবিধি মেনেই খোলা হচ্ছে মঠ । মঠে প্রবেশ করার সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছিল । নতুন সময়সূচি অনুযায়ী সকাল 8টা থেকে বেলা 11টা ও বিকাল 4টে থেকে সন্ধে পৌনে 6টা পর্যন্ত খোলা থাকছে মঠের দরজা ।

belur math will remain closed at janmashtami 2021 amid coronavirus pandemic
করোনা আবহে জন্মাষ্টমীতে বন্ধ বেলুড় মঠ, ভার্চুয়ালি দেখা যাবে উৎসব পালন

আরও পড়ুন: Subhashis Natua : কোভিশিল্ড গবেষণায় মথুরাপুরের শুভাশিসকে পুরস্কার ভারত সরকারের

মন্দিরে প্রবেশ করতে পারলেও মন্দিরে বসা বা মঠ চত্বরে সময় কাটানোর অনুমতি দেওয়া হয়নি কাউকে । মঠ খুললেও আপাতত মঠের ভিতরে মিউজিয়াম খুলছে না এবং প্রসাদ ভোগের ব্যবস্থাও বন্ধ থাকছে না বলেই জানানো হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফে । বেলুড় মঠে প্রবেশের জন্য করোনা টিকার দু‘টি ডোজই নেওয়া আবশ্যিক ৷ অথবা 72 ঘণ্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ঢোকার ব্যবস্থা করা হয়েছে ।

আরও পড়ুন : WHO on fake Covishield : ভারত ও আফ্রিকায় ভুয়ো কোভিশিল্ড ভ্যাকসিন ! সতর্কবার্তা হু-র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.