ETV Bharat / state

Belur Math Reopens : খুলল বেলুড় মঠ, এই শর্তগুলি পূরণেই প্রবেশের অনুমতি - Belur Math open for all from today

আজ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে গেল বেলুড় মঠ ৷ তবে মঠে প্রবেশের ক্ষেত্রে থাকছে একাধিক বিধি নিষেধ ৷ কী সেই নিয়ম ? জানালেন মঠ কর্তৃপক্ষ ৷

আজ থেকে খুলল বেলুড় মঠ
আজ থেকে খুলল বেলুড় মঠ
author img

By

Published : Aug 18, 2021, 12:15 PM IST

Updated : Aug 18, 2021, 1:25 PM IST

বেলুড়, 18 অগস্ট : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বেলুড় মঠ । আজ সকালে তৃতীয়বারের জন্য খুলল বেলুড় মঠ । ফলে স্বভাবতই মঠের ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খুশির হাওয়া ।

সংক্রমণ এড়াতে কঠোর বিধি নিষেধের মধ্যে দিয়ে প্রত্যেক দর্শনার্থীকে মঠের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেই মঠ কর্তৃপক্ষ সূত্রে খবর । তবে এইবার মঠে প্রবেশের ক্ষেত্রে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে । রিপোর্ট যেন তিনদিনের বেশি পুরোনো না হয় ৷

Belur Math
বেলুড় মঠে প্রবেশের নয়া নিয়ম-কানুন

প্রসঙ্গত, আগের বছর কোভিডের সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে 25 মার্চ, 2020 প্রথম বন্ধ হয় বেলুড় মঠ । এরপর 15 জুন থেকে 1 অগস্ট 2020 পর্যন্ত খোলা থাকার পর ফের বন্ধ হয়ে যায় মঠ । এরপর 10 ফেব্রুয়ারি, 2021 সালে পুনরায় সাধারণের জন্য খুলে দেওয়া হয় মঠ ৷ কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে 22 এপ্রিল থেকে ফের বন্ধ করে দেওয়া হয় মঠ ।

এরপর 24 জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য বেলুড় মঠ খোলার পর ফের আজ তা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল ।

খুলল বেলুড় মঠ, শর্ত পূরণ করলেই মিলছে প্রবেশের অনুমতি

আরও পড়ুন : খুলল বেলুড় মঠ, প্রথম দিনেই ভিড় দর্শনার্থীদের

বেলুড়, 18 অগস্ট : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বেলুড় মঠ । আজ সকালে তৃতীয়বারের জন্য খুলল বেলুড় মঠ । ফলে স্বভাবতই মঠের ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খুশির হাওয়া ।

সংক্রমণ এড়াতে কঠোর বিধি নিষেধের মধ্যে দিয়ে প্রত্যেক দর্শনার্থীকে মঠের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেই মঠ কর্তৃপক্ষ সূত্রে খবর । তবে এইবার মঠে প্রবেশের ক্ষেত্রে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে । রিপোর্ট যেন তিনদিনের বেশি পুরোনো না হয় ৷

Belur Math
বেলুড় মঠে প্রবেশের নয়া নিয়ম-কানুন

প্রসঙ্গত, আগের বছর কোভিডের সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে 25 মার্চ, 2020 প্রথম বন্ধ হয় বেলুড় মঠ । এরপর 15 জুন থেকে 1 অগস্ট 2020 পর্যন্ত খোলা থাকার পর ফের বন্ধ হয়ে যায় মঠ । এরপর 10 ফেব্রুয়ারি, 2021 সালে পুনরায় সাধারণের জন্য খুলে দেওয়া হয় মঠ ৷ কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে 22 এপ্রিল থেকে ফের বন্ধ করে দেওয়া হয় মঠ ।

এরপর 24 জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য বেলুড় মঠ খোলার পর ফের আজ তা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল ।

খুলল বেলুড় মঠ, শর্ত পূরণ করলেই মিলছে প্রবেশের অনুমতি

আরও পড়ুন : খুলল বেলুড় মঠ, প্রথম দিনেই ভিড় দর্শনার্থীদের

Last Updated : Aug 18, 2021, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.