ETV Bharat / state

ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দেড় কোটির প্রতারণা, ধৃত মহিলা - bank fraud case

ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে । হাওড়া সিটি পুলিশের বেলুড় থানা মানসী সাউ নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে । আজ ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয় ।

প্রতারণায় গ্রেফতার এক মহিলা
author img

By

Published : Nov 12, 2019, 5:03 PM IST

হাওড়া, ১২ নভেম্বর : ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দেড় কোটি টাকার প্রতারণা । সেই অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে ধৃত ওই মহিলার নাম মানসী সাউ ।


ব্যাঙ্ক ও স্বল্প সঞ্চয় প্রকল্প থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে মানসীর বিরুদ্ধে । হাওড়া সিটি পুলিশের বেলুড় থানা মানসীকে আজ গ্রেপ্তার করে হাওড়া আদালতে পেশ করে । প্রতারণার ঘটনায় মানসীর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

মানসীর বাড়ি বেলুড়ের জাঙ্গি সিং গলিতে । অভিযোগ, সে দীর্ঘদিন ধরে প্রতারণার কাজে জড়িত । প্রায় শতাধিক মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে । মানসী ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মহিলার তথ্য হাতিয়ে নেয় । সেই তথ্য ব্যবহার করে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয় । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে হাওড়া পুলিশ । যাদবপুর এলাকা থেকে তাকে আজ সকালে হাওড়া পুলিশের একটি দল গ্রেপ্তার করে ।


অন্যতম প্রতারিত সরিতা মিশ্রর অভিযোগ, "বিভিন্ন কম্পানির কাছ থেকে ঋণ নেওয়ার জন্য আমাদের ডকুমেন্ট ব্যবহার করত মানসী । কিন্তু সেই টাকা তুলে আমাদের দিত না । কিন্তু ঋণের টাকা শোধ করার জন্য কম্পানির লোকজন আমাদের তাগাদা দিত ।"

হাওড়া, ১২ নভেম্বর : ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দেড় কোটি টাকার প্রতারণা । সেই অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে ধৃত ওই মহিলার নাম মানসী সাউ ।


ব্যাঙ্ক ও স্বল্প সঞ্চয় প্রকল্প থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে মানসীর বিরুদ্ধে । হাওড়া সিটি পুলিশের বেলুড় থানা মানসীকে আজ গ্রেপ্তার করে হাওড়া আদালতে পেশ করে । প্রতারণার ঘটনায় মানসীর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

মানসীর বাড়ি বেলুড়ের জাঙ্গি সিং গলিতে । অভিযোগ, সে দীর্ঘদিন ধরে প্রতারণার কাজে জড়িত । প্রায় শতাধিক মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে । মানসী ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মহিলার তথ্য হাতিয়ে নেয় । সেই তথ্য ব্যবহার করে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয় । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে হাওড়া পুলিশ । যাদবপুর এলাকা থেকে তাকে আজ সকালে হাওড়া পুলিশের একটি দল গ্রেপ্তার করে ।


অন্যতম প্রতারিত সরিতা মিশ্রর অভিযোগ, "বিভিন্ন কম্পানির কাছ থেকে ঋণ নেওয়ার জন্য আমাদের ডকুমেন্ট ব্যবহার করত মানসী । কিন্তু সেই টাকা তুলে আমাদের দিত না । কিন্তু ঋণের টাকা শোধ করার জন্য কম্পানির লোকজন আমাদের তাগাদা দিত ।"

Intro:ব্যাঙ্ক থেকে লোন করিয়ে দেওয়ার নামে ও স্বল্প সঞ্চয় ঋণের নামে দেড় কোটি টাকার প্রতারণা। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে গ্রেফতার এক মহিলা। গ্রেফতার হওয়া মহিলার নাম মানসী সাউ। হাওড়া সিটি পুলিশের বেলুড় থানা তাকে গ্রেফতার করে। আজ ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়। এদিকে এই ঘটনায় মানসির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Body:পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, উত্তর হাওড়ার বেলুড়ের জাঙ্গি সিং গলির বাসিন্দা মানসী সাউ দীর্ঘদিন যাবৎ এই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছিলেন। প্রায় শতাধিক মহিলার সঙ্গে প্রতারণা করেছিলেন মানসী। ব্যাংক লোন ও সল্প সঞ্চয় লোন করিয়ে দেওয়ার নামে একাধিক মহিলার তথ্য হাতিয়ে নেয় সে। এরপর সেই তথ্য ব্যবহার করে প্রায় দেড় কোটি টাকার লোন করে পালিয়ে যায় বেলুড় এলাকা থেকে। এরপরই ওই মহিলার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয় বেলুড় থানায়। ঘটনার তদন্তে নামে হাওড়া পুলিশ। সূত্র মারফত খবর আসে যাদবপুর এলাকায় গা ঢাকা দিয়েছে ওই মহিলা। এরপরই আজ সকালে সেখানে হানা দেয় হাওড়া পুলিশের একটি দল। গ্রেফতার করা হয় মানসীকে। প্রতারিত সরিতা মিশ্র নামে এক মহিলার অভিযোগ, বিভিন্ন লোন কম্পনির কাছ থেকে লোন নেওয়ার জন্য আমাদের ড্ডোকুমেন্ট ব্যবহার করত। কিন্তু সেই লোন তুলে আমাদের আর দিত না। এরপর সেই টাকা শোধ করার জন্য লোন কোম্পানির লোকজন আমাদের কাছে আসে।আমাদের দাবি মানসী যেন সেই টাকা শোধ করে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.