হাওড়া, 4 ডিসেম্বর : হাওড়া পৌরনিগমের ফের প্রশাসক বদল ৷ হাওড়া পৌরনিগমের প্রশাসক পদের দায়িত্ব পালন করছিলেন জেলাশাসক মুক্তা আর্যা ৷ এবার সেই দায়িত্ব দেওয়া হল পৌরকমিশনার আইএএস অভিষেক কুমার তিওয়ারিকে । গত দুই বছরে এনিয়ে চার বার প্রশাসক বদল করা হল হাওড়া পৌরনিগমে । নবান্ন সূত্রে খবর, জেলাশাসকের কাজের দায়িত্ব ও পৌরনিগম পরিচালনার বর্ধিত কাজের চাপের জন্য সমস্যা তৈরি হচ্ছিল ৷ তাই জেলাশাসকের উপর থেকে বর্ধিত কাজের চাপ কমানোর জন্য ও পৌরনিগমের কাজে দ্রুততা আনার উদ্দেশ্যেই প্রশাসক পরিবর্তন ।
গতকাল নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, হাওড়া পৌরনিগমে নতুন প্রশাসক হলেন আইএএস অফিসার অভিষেক কুমার তিওয়ারি । হাওড়া পৌরনিগমের প্রশাসক পদের দায়িত্বের আগে উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি । এর আগে হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যা-র সঙ্গে হাওড়া পৌরনিগমের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন । আজ থেকে হাওড়া পৌরনিগমের দায়িত্ব নেবেন নব নিযুক্ত প্রশাসক অভিষেককুমার তিওয়ারি । এতে বোর্ডহীন পৌরসভার কাজে গতি আসবে বলেই মনে করছেন পৌরনিগমের কর্মীরা ।
আরও পড়ুন : ফের হাওড়া পৌরনিগমে প্রশাসক বদল
2018 সালের ডিসেম্বর মাসে হাওড়া পৌরনিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়। এরপরে পৌরনিগম পরিচালনার দায়িত্ব পরে তৎকালীন পৌর কমিশনার বিজিন কৃষ্ণার উপরে । পরবর্তীকালে পৌরনিগমের কাজে গতি আনতে তৈরি করা হয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর । যার সভাপতি করা হয় পৌর কমিশনার বিজিন কৃষ্ণাকে ৷ কিন্তু হাওড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর সেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরকে সরিয়ে দিয়ে শুধুমাত্র পৌরসভার কমিশনারকে দিয়েই পৌরনিগমের কাজ পরিচালনা করা হয়। তারপরই এবছর কোরোনা আবহের মধ্যেই বিজিন কৃষ্ণাকে অন্য দপ্তরে বদলি করা হয়। তাঁর জায়গায় আসেন অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন। তিনি কিছু মাস পৌরনিগমের দায়িত্ব সামলান। সম্প্রতি তাঁকেও অন্যত্র বদলি করে পৌরনিগম পরিচালনার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যাকে । তারপরই গতকাল নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী হাওড়া পৌরনিগমের দায়িত্ব পেলেন পৌর কমিশনার আইএএস অভিষেক কুমার তিওয়ারি ।