ETV Bharat / state

হাওড়া স্টেশনে আরপিএফের হাতে গ্রেফতার 7 বাংলাদেশী অনুপ্রবেশকারী! বসিরহাট হয়ে প্রবেশ, দাবি রেল পুলিশের - দাবি রেল পুলিশের

Bangladeshi Immigrants Arrested from Howrah Station: হাওড়া স্টেশনে আরপিএফের হাতে গ্রেফতার 7 বাংলাদেশী অনুপ্রবেশকারী । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ধৃত অনুপ্রবেশকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশী টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 7:44 AM IST

হাওড়া, 18 ডিসেম্বর: আরপিএফের হাতে গ্রেফতার 7 বাংলাদেশী অনুপ্রবেশকারী ৷ রবিবার হাওড়া স্টেশনের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন এলাকায় অভিযান চালান আরপিএফ-সহ রেলের অপরাধ ও মাদক বিরোধী শাখার আধিকারিকরা ৷ এই যৌথ অভিযানে 7 বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রেল পুলিশ । সেই সঙ্গে শেখ জাকির নামে এক দালালকেও গ্রেফতার করেছেন রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা । তার মদতেই এরা দেশে প্রবেশ করেছিল বলে অনুমান তদন্তকারীদের।

আরপিএফ সূত্রের খবর, আগে থেকেই খবর ছিল ট্রেনে করে বেশ কিছু বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতে আসছে ৷ সেই মতোই আরপিএফ ও মাদক বিরোধী শাখার আধিকারিকরা অভিযান চালান ৷ সেই অভিযানেই 4জন পুরুষ ও 3 জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা হল তানহা তানিয়া, মিনারা বেগম, ছলমা বেগম, হাকিম শেখ, কবির হুসেন, উসমান শেখ, মহম্মদ কৌশার ৷ শেখ জাকির নামে এক দালালের মারফত তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল ৷ ধৃতদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও প্রমাণপত্র মেলনি ৷

রেল পুলিশ সূত্রে খবর, এই দলটি দক্ষিণ 24 পরগনার ঘোগাডাঙ্গা-বসিরহাট দিয়ে শেখ জাকিরের সহায়তায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই সমস্ত অনুপ্রবেশকারীদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ৷ তাদের নির্মাণ শ্রমিক হিসেবে কাজে লাগানোর কথা বলা হয়েছিল বলে জানিয়েছে ধৃতরা ৷ ধৃতদের কাছ থেকে বাংলাদেশের টাকা উদ্ধার করা হয়েছে। রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা সেটিও বাজেয়াপ্ত করেছেন। ধৃতরা কেন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ পাশপাশি তাঁরা সত্যি কাজের জন্য বেঙ্গালুরু যাচ্ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । চলছে জিজ্ঞাসাবাদও ৷

আরও পড়ুন:

  1. ইন্দো-নেপাল সীমান্তে অনুপ্রবেশকারী মহিলাকে গ্রেফতার করল এসএসবি
  2. অপারেশন বাহাদুর ! পুঞ্চে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বাহিনী, খতম 2
  3. বসিরহাট সীমান্তে 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

হাওড়া, 18 ডিসেম্বর: আরপিএফের হাতে গ্রেফতার 7 বাংলাদেশী অনুপ্রবেশকারী ৷ রবিবার হাওড়া স্টেশনের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন এলাকায় অভিযান চালান আরপিএফ-সহ রেলের অপরাধ ও মাদক বিরোধী শাখার আধিকারিকরা ৷ এই যৌথ অভিযানে 7 বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রেল পুলিশ । সেই সঙ্গে শেখ জাকির নামে এক দালালকেও গ্রেফতার করেছেন রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা । তার মদতেই এরা দেশে প্রবেশ করেছিল বলে অনুমান তদন্তকারীদের।

আরপিএফ সূত্রের খবর, আগে থেকেই খবর ছিল ট্রেনে করে বেশ কিছু বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতে আসছে ৷ সেই মতোই আরপিএফ ও মাদক বিরোধী শাখার আধিকারিকরা অভিযান চালান ৷ সেই অভিযানেই 4জন পুরুষ ও 3 জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা হল তানহা তানিয়া, মিনারা বেগম, ছলমা বেগম, হাকিম শেখ, কবির হুসেন, উসমান শেখ, মহম্মদ কৌশার ৷ শেখ জাকির নামে এক দালালের মারফত তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল ৷ ধৃতদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও প্রমাণপত্র মেলনি ৷

রেল পুলিশ সূত্রে খবর, এই দলটি দক্ষিণ 24 পরগনার ঘোগাডাঙ্গা-বসিরহাট দিয়ে শেখ জাকিরের সহায়তায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই সমস্ত অনুপ্রবেশকারীদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ৷ তাদের নির্মাণ শ্রমিক হিসেবে কাজে লাগানোর কথা বলা হয়েছিল বলে জানিয়েছে ধৃতরা ৷ ধৃতদের কাছ থেকে বাংলাদেশের টাকা উদ্ধার করা হয়েছে। রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা সেটিও বাজেয়াপ্ত করেছেন। ধৃতরা কেন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ পাশপাশি তাঁরা সত্যি কাজের জন্য বেঙ্গালুরু যাচ্ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । চলছে জিজ্ঞাসাবাদও ৷

আরও পড়ুন:

  1. ইন্দো-নেপাল সীমান্তে অনুপ্রবেশকারী মহিলাকে গ্রেফতার করল এসএসবি
  2. অপারেশন বাহাদুর ! পুঞ্চে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বাহিনী, খতম 2
  3. বসিরহাট সীমান্তে 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.