ETV Bharat / state

হাওড়া স্টেশনে 47 লাখ 50 হাজার নগদ টাকা সহ আটক যুবক

হাওড়ার স্টেশন চত্ত্বর থেকে 47 লাখ 50 হাজার নগদ টাকা সহ আটক যুবক ৷ বাজেয়াপ্ত টাকা ইনকাম ট্যাক্স বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

হাওড়া স্টেশনে 47 লাখ 50 হাজার নগদ টাকা সহ আটক যুবক
হাওড়া স্টেশনে 47 লাখ 50 হাজার নগদ টাকা সহ আটক যুবক
author img

By

Published : Jun 24, 2021, 6:23 PM IST

হাওড়া, 24 জুন : হজ যাত্রার নামে হাওড়া স্টেশন চত্ত্বর থেকে উদ্ধার কয়েক লাখ নগদ টাকা ৷ ঘটনায় আজ সকালে আটক করা হয়েছে বছর তিরিশের এক যুবককে ৷ ওই যুবকের কাছে প্রয়োজনীয় নথি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ বাজেয়াপ্ত নগদ টাকা ইনকাম ট্যাক্স বিভাগের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ ৷

অমিত মাহাদানী নামে ওই যুবক আসানসোলের বাসিন্দা ৷ হাওড়ার জিআরপির নর্থ পোস্টের কমান্ডার এম ডি ভুটিয়া ও এএসআই ইউ এস রানা হাওড়া স্টেশনে পেট্রোলিং করছিলেন ৷ সেই সময় 5 নম্বর গেটের কাছে অমিতকে একটি ব্যাগ নিয়ে স্টেশনে ঢুকতে যাচ্ছিলেন ৷ স্ক্যানিংয়ের সময় আধিকারিকদের সন্দেহ হয় ৷ ব্যাগ খুলে চেক করতেই নগদ টাকা বেরিয়ে আসে ৷

আরও পড়ুন : সীমান্তে পাচার রুখে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা বাগদা চিংড়ির পোনা

রেল পুলিশ জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর মেলেনি ওই যুবকের কাছ থেকে ৷ পুলিশ জানিয়েছে, যুবক দাবি করেন তিনি হজযাত্রী, তাই এই টাকা জমা করতে নিয়ে যাচ্ছিলেন ৷ পুলিশ ওই যুবকের হজ করতে যাওয়ার যাবতীয় নথি যাচাই করছে ৷ পরে ইনকাম ট্যাক্স বিভাগে জানানো হয় ৷ তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা ৷

করোনার জেরে 2021 সালে বাতিল হয়েছে হজযাত্রা ৷ তবু হজ করার নামে বিপুল নগদ টাকা নিয়ে যাওয়ার ঘটনার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য আছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ ৷ এর সঙ্গে আর কারা জড়িত আছে তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

হাওড়া, 24 জুন : হজ যাত্রার নামে হাওড়া স্টেশন চত্ত্বর থেকে উদ্ধার কয়েক লাখ নগদ টাকা ৷ ঘটনায় আজ সকালে আটক করা হয়েছে বছর তিরিশের এক যুবককে ৷ ওই যুবকের কাছে প্রয়োজনীয় নথি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ বাজেয়াপ্ত নগদ টাকা ইনকাম ট্যাক্স বিভাগের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ ৷

অমিত মাহাদানী নামে ওই যুবক আসানসোলের বাসিন্দা ৷ হাওড়ার জিআরপির নর্থ পোস্টের কমান্ডার এম ডি ভুটিয়া ও এএসআই ইউ এস রানা হাওড়া স্টেশনে পেট্রোলিং করছিলেন ৷ সেই সময় 5 নম্বর গেটের কাছে অমিতকে একটি ব্যাগ নিয়ে স্টেশনে ঢুকতে যাচ্ছিলেন ৷ স্ক্যানিংয়ের সময় আধিকারিকদের সন্দেহ হয় ৷ ব্যাগ খুলে চেক করতেই নগদ টাকা বেরিয়ে আসে ৷

আরও পড়ুন : সীমান্তে পাচার রুখে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা বাগদা চিংড়ির পোনা

রেল পুলিশ জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর মেলেনি ওই যুবকের কাছ থেকে ৷ পুলিশ জানিয়েছে, যুবক দাবি করেন তিনি হজযাত্রী, তাই এই টাকা জমা করতে নিয়ে যাচ্ছিলেন ৷ পুলিশ ওই যুবকের হজ করতে যাওয়ার যাবতীয় নথি যাচাই করছে ৷ পরে ইনকাম ট্যাক্স বিভাগে জানানো হয় ৷ তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা ৷

করোনার জেরে 2021 সালে বাতিল হয়েছে হজযাত্রা ৷ তবু হজ করার নামে বিপুল নগদ টাকা নিয়ে যাওয়ার ঘটনার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য আছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ ৷ এর সঙ্গে আর কারা জড়িত আছে তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.