ETV Bharat / state

একদিনে 215 জন নতুন আক্রান্তের হদিস হাওড়ায়

author img

By

Published : Nov 30, 2020, 11:17 AM IST

গত 24 ঘণ্টায় হাওড়ায় কোরোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 215 জন । মৃত্যু হয়েছে 5 জনের ।

একদিনে 215 জন নতুন আক্রান্তের হদিস হাওড়ায়
একদিনে 215 জন নতুন আক্রান্তের হদিস হাওড়ায়

হাওড়া, 30 নভেম্বর : হাওড়ায় ফের বাড়ছে কোরোনা সংক্রমণ । সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা 215 জন । একই সঙ্গে সুস্থ হয়ে উঠেছেন 148 জন । মৃত্যু হয়েছে 5 জনের । এই পরিস্থিতিতে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ।

গত 5 দিনের রিপোর্ট অনুযায়ী হাওড়া জেলায় সংক্রমণ 200-র নিচেই ছিল । গতকাল সংক্রমিতের সংখ্যা একলাফে 200 ছাড়িয়েছে । এছাড়া দৈনিক সুস্থতার হার বৃদ্ধি পেয়েছিল । যা সংক্রমণের হারের চেয়েও বেশি ছিল । কিন্তু হঠাৎই তার উলাট পুরাণ ।

এই জেলায় এখনও পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন 31 হাজার 60 জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 29 হাজার 157 জন । গত মাসের 5 তারিখে জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 59 টি । নতুন নির্দেশিকা অনুযায়ী 37টি এলাকাকে এই জ়োনের আওতা থেকে বাদ দেওয়া হয় ।

জেলা প্রশাসনের শেষ নির্দেশিকা অনুযায়ী, এই মুহূর্তে হাওড়া জেলার দুই সাব ডিভিশনে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমিয়ে হয়েছে 22 টি । হাওড়া সদর এলাকায় 4টি, বাকি 18 টি উলুবেড়িয়া সাব ডিভিশন এলাকায় । হাওড়া গ্রামীণে শ্যামপুর, আমতা ও উলুবেড়িয়ায় সংক্রমণের মাত্রা না কমায় এখনও তিনটি ব্লকের 16 টি এলাকা কনটেনমেন্ট জ়োনের মধ্যে রয়েছে ।

হাওড়া, 30 নভেম্বর : হাওড়ায় ফের বাড়ছে কোরোনা সংক্রমণ । সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা 215 জন । একই সঙ্গে সুস্থ হয়ে উঠেছেন 148 জন । মৃত্যু হয়েছে 5 জনের । এই পরিস্থিতিতে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ।

গত 5 দিনের রিপোর্ট অনুযায়ী হাওড়া জেলায় সংক্রমণ 200-র নিচেই ছিল । গতকাল সংক্রমিতের সংখ্যা একলাফে 200 ছাড়িয়েছে । এছাড়া দৈনিক সুস্থতার হার বৃদ্ধি পেয়েছিল । যা সংক্রমণের হারের চেয়েও বেশি ছিল । কিন্তু হঠাৎই তার উলাট পুরাণ ।

এই জেলায় এখনও পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন 31 হাজার 60 জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 29 হাজার 157 জন । গত মাসের 5 তারিখে জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 59 টি । নতুন নির্দেশিকা অনুযায়ী 37টি এলাকাকে এই জ়োনের আওতা থেকে বাদ দেওয়া হয় ।

জেলা প্রশাসনের শেষ নির্দেশিকা অনুযায়ী, এই মুহূর্তে হাওড়া জেলার দুই সাব ডিভিশনে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমিয়ে হয়েছে 22 টি । হাওড়া সদর এলাকায় 4টি, বাকি 18 টি উলুবেড়িয়া সাব ডিভিশন এলাকায় । হাওড়া গ্রামীণে শ্যামপুর, আমতা ও উলুবেড়িয়ায় সংক্রমণের মাত্রা না কমায় এখনও তিনটি ব্লকের 16 টি এলাকা কনটেনমেন্ট জ়োনের মধ্যে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.