হাওড়া, 16 অক্টোবর: জগৎবল্লভপুরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে বিহারের হিলসা থেকে গ্রেফতার করল তদন্তকারী আধিকারিকরা (2 arrested from Bihar in Jagatballavpur Robbery)। তদন্তে নেমে প্রথমে পুলিশ ডোমজুড় থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে । এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল পান্ডা দু'জন ডাকাতকে বিহারের নালন্দা জেলার হিলসা সাব-ডিভিশন এলাকা থেকে গ্রেফতার করে জগৎবল্লভপুর থানার পুলিশ । এরপর রবিবার তাদেরকে হাওড়া জেলা আদালতে তোলা হয় ৷
জগৎবল্লভপুর থানার তিনজন সাব-ইন্সপেক্টর এবং নালন্দা জেলা পুলিশের সহযোগিতায় টানা 40 ঘণ্টা অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে হিলসা থেকে অজিত সাউ এবং সুনীল সাউ নামে দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের বিহার থেকে সোজা নিয়ে আসা হয় জগৎবল্লভপুর থানায় ৷
আরও পড়ুন : শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি জগৎবল্লভপুরে
গত 20 অগস্ট জগৎবল্লভপুর এলাকার কালীবাবুর বাজার এলাকায় কৃষ্ণকলি লজ নামে একটি বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে । পরিবারের সদস্যদের মারধর করে মাথা ফাটিয়ে কয়েক লক্ষ টাকার গহনা লুঠ করে নিয়ে যায় ডাকাত দল ।
বেশ কয়েকমাস ধরে ডাকাতির ঘটনার বাড়বাড়ন্ত হয়েছিল জগৎবল্লভপুর এলাকাতে । একের পর এক ডাকাতির ঘটনায় চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে । পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও তুলেছিল স্থানীয়রা । যদিও ইতিমধ্যেই একাধিক ডাকাতির ঘটনায় কিনারা করতে সক্ষম হয়েছে পুলিশ । আর এই ডাকাতির ঘটনার কিনারা করার সাফল্যে ফের সাধারণ মানুষের ভরসা বাড়বে জগৎবল্লভপুর থানার পুলিশের উপর এমনটাই মনে করছেন আধিকারিকরা ।
আরও পড়ুন : ভোররাতে ডাকাতি হাওড়ায়, লুঠ নগদ টাকাসহ 20 ভরি সোনার গয়না