ETV Bharat / state

পুকুরে যুবকের দেহ উদ্ধার - দেহ উদ্ধার

পুকুরে উদ্ধার দু’দিন ধরে নিখোঁজ যুবকের মৃতদেহ ৷ হুগলির ব্য়ান্ডেলের ঘটনা ৷ মৃত যুবকের নাম উত্তম সান্যাল ওরফে হারু ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ ৷

wb_hgl_The body of a missing youth was recovered from a pond in Bandel_7203418
পুকুরে যুবকের দেহ উদ্ধার
author img

By

Published : May 26, 2021, 7:38 PM IST

চুচুঁড়া, 26 মে : দু’দিন নিখোঁজ থাকার পর পুকুরে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ ৷ ঘটনায় চাঞ্চল্য হুগলির ব্য়ান্ডেলে ৷ কী কারণে প্রাণ গেল ওই যুবকের, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম উত্তম সান্যাল ওরফে হারু ৷ 38 বছরের উত্তম দিনমজুরের কাজ করতেন ৷ হুগলির ব্যান্ডেলের বলাগড়ে মামার বাড়িতে থাকতেন তিনি ৷ পরিবারের দাবি, দু’দিন আগেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ৷ কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি উত্তম ৷ তাঁর খোঁজে নানা জায়গায় খোঁজ খবর নিতেও শুরু করেন আত্মীয় ও পরিজনেরা ৷

এই অবস্থায় বুধবার বলাগড় দাসপাড়ার পাশেই ব্যান্ডেল বন মসজিদ ব্যায়াম ক্লাবের পাশের পুকুরে উদ্ধার হয় একটি দেহ ৷ পরে জানা যায়, দেহটি নিখোঁজ উত্তম সান্য়ালের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ ৷ তারা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় ৷

আরও পড়ুন : শীতলকুচিতে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, খুনের অভিযোগ

পুকুরে দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খুন, নাকি আত্মহত্যা ? নাকি নিছক কোনও দুর্ঘটনা ? কী কারণে ঘটল এই মৃত্য়ু, তা খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ ৷

চুচুঁড়া, 26 মে : দু’দিন নিখোঁজ থাকার পর পুকুরে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ ৷ ঘটনায় চাঞ্চল্য হুগলির ব্য়ান্ডেলে ৷ কী কারণে প্রাণ গেল ওই যুবকের, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম উত্তম সান্যাল ওরফে হারু ৷ 38 বছরের উত্তম দিনমজুরের কাজ করতেন ৷ হুগলির ব্যান্ডেলের বলাগড়ে মামার বাড়িতে থাকতেন তিনি ৷ পরিবারের দাবি, দু’দিন আগেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ৷ কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি উত্তম ৷ তাঁর খোঁজে নানা জায়গায় খোঁজ খবর নিতেও শুরু করেন আত্মীয় ও পরিজনেরা ৷

এই অবস্থায় বুধবার বলাগড় দাসপাড়ার পাশেই ব্যান্ডেল বন মসজিদ ব্যায়াম ক্লাবের পাশের পুকুরে উদ্ধার হয় একটি দেহ ৷ পরে জানা যায়, দেহটি নিখোঁজ উত্তম সান্য়ালের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ ৷ তারা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় ৷

আরও পড়ুন : শীতলকুচিতে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, খুনের অভিযোগ

পুকুরে দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খুন, নাকি আত্মহত্যা ? নাকি নিছক কোনও দুর্ঘটনা ? কী কারণে ঘটল এই মৃত্য়ু, তা খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.